skip to Main Content

Abdullah AL Masum with Some Important Persons

চলার পথে,গত পাঁচ বছরে বিভিন্ন ইন্টারেষ্টিং মানুষের সাথে আমার পরিচয়, যোগাযোগ হয়েছে, সবসময় তো আর ছবি রাখার সময় বা ইচ্ছে থাকে না!  কিছু কিছু ছবির এ্যালবামে থেকে যায়৷

পুরোনো ফেসবুক ডিজেবল হলো,  অনেক ছবি হারিয়ে গেলো। মেমোরি কার্ড হঠাত ফর্মেট চাইলো,  আরো ছবি হারিয়ে গেলো।

সামান্য যা ছিলো, তার কিছু, নতুন করে টাইমলাইনে রেখে দিলাম। এদের মধ্যে অনেকেই খুব ইন্টেরেষ্টিং মানু্ষ৷

এ কে এম আবদুল মোমেন

With present foreign minister of Bangladesh,member of UN permanent committee.

বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আবদুল মোমেন, ছিলেন জাতিসংঘের স্থায়ী কমিটির সদস্য৷ সদা বিনয়ী সুন্দর কোমল ব্যবহারের আরেকজন প্রকৃত শিক্ষিত ব্যক্তি। অনেক প্রচলিত ক্ষুদ্র চিন্তার উর্ধ্বে।

অনন্ত জলিল

With Clip Annata Jalil, the pure big heated original human being. 

অনন্ত জলিল কে কম বেশী সবাই চিনেন!  মানুষ টার হৃদয় কাজ করে যেনো আমার মতো। মন থেকে ভালোবাসি, এ জন্য৷ বাংলাদেশে খুব কম ধনাড্য ব্যক্তি আছেন, যারা জীবদশ্শায় জীবনের আসল মানে বুঝতে পারেন ও অন্যের জন্য কাজ করতে ও দানবীর হয়ে ওঠেন,  মানুষের পাশে দাড়ান সময়ে অসময়ে। বড় মনের বড় মাপের মানুষ গুটি কতক রয়েছে। তার উচ্চারন যতোই অশুদ্ধ হোক, হৃদয়টি যে বিশুদ্ধ,  সে জন্য আমার প্রিয় কয়েকজন ব্যক্তির একজন তিনি। ১১০০০ কর্মী কাজ করে তার ফ্যাক্টরিতে, এটিও সমাজের জন্য একটি অর্থনৈতিক অবদান।

মি. আরিফ

with chief designer mr.arif of Bowing Aeroplane of Washington.

বাংলাদেশে বোয়িং বিমান ডেলিভারি দিতে এসেছিলেন। কিনেছে বাংলাদেশ সরকার৷ তিনি, ওয়াশিংটনে অবস্থিত বোয়িং বিমান ডিজাইনারদের চীফ।

জনাব আরিফ। তার স্বল্প দৈর্ঘ্য সফরের ফাকে কিছুক্ষণ আড্ডা৷

আলহ্বাজ হারূন অর রশিদ

with owner of asian textile, Director of top most organisation of Bangladesh,Fbcci,

এশিয়ান টেক্সটাইলের মালিক,  এফ বি সি সি আই এর ডিরেক্টর, এশিয়ান টিভির চেয়ারম্যান, সিআইপি আলহ্বাজ হারূন অর রশিদ। খোলা মনের মানুষ।লন্ডনের সাবেক প্রেস মিনিষ্টার,তততকালীন এশিয়ান এর নিউজ

ডিপার্টমেন্ট নাদিম কাদির ও জাফরি বাদ দেবার পর

আমার বিশেষ অনুরোধে অডিশানে বাদ পড়া একজন মেয়েকে তিনি তার টিভি চ্যানেলে সংবাদ পড়ার সুযোগ দিয়েছেন, এই ফাকে আজ তাঁকে ধন্যবাদ।

সাংবাদিক সায়মন ড্রিং

with world famous journalist Mr. Saimon dring, He was main light house of terrestrial E TV & starter of modern TV News reporting Bangladesh.
ইটিভি যখন প্রথম শুরু হলো, বিদেশী সাংবাদিক সায়মন ড্রিং এর হাত ধরে টেরিষ্ট্রিয়াল সিগনাল চালায় ইটিভি৷ আধুনিক রিপোর্টিং ও সংবাদ পরিবেশনার সাথে ব্যপক আকারে পরিচিত হয় জাতি ৷

জনাব খবীর উদ্দীন

with President of Resort owner association of Bangladesh.

বাংলাদেশ রিসোর্ট মালিক সমিতির সভাপতি জনাব খবীর উদ্দীন। প্রকৃতির কোলপ অরুনিমা রিসোর্ট এর মালিক । আমি এই প্রতিষ্ঠানটির কনসালটেন্ট ।

ঢাকা বিশ্ববিদ্যালয় এর ভিসি

with vice chancellor of Dhaka university in a program.

ঢাকা বিশ্ববিদ্যালয় এর ভিসি ও আমি একটি অনুষ্ঠানে করমর্দন করছি।

আকিজ গ্রুপ এর সিইও

with Ceo of Akij group, A big industry in Bangladesh.

আকিজ গ্রুপ এর সিইও।

আলি ইমাম

famous writer Mr. Ali Imam is doing my interview for national TV channel in Book fair.

বইমেলাতে আমার ইন্টারভিউ করছেন প্রখ্যাত বরেন্য শিশু সাহিত্যিক ও বিটিভির সাবেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা আলি ইমাম ৷

শাহ মহসিন

future parliament member of Netrokona  Mr. Mohsin.

নেত্রকোনার ভবিষ্যত সম্ভাব্য তরুন এমপি আমার বন্ধু শাহ মহসিন। আমাদের দেশের গৌরব টিউলিপ সিদ্দীকি  আজ ইউকে পার্লামেন্ট এর প্রতিমন্ত্রী। তার সার্বক্ষনিক দুই সঙ্গী জহির ও শাহ মহসিন, দুজনেই আমার ভালো বন্ধু ও শুভাকাঙ্খী। তাদের শান্ত চিন্তা চেতনা আপামর জনতাকে কল্যাণ আনতে সাহায্য করবে বলে বিশ্বাস করি ৷

দেওয়ান সাইদুল হাসান

with president of News presenters association.

সংবাদ পাঠক সমিতির প্রেসিডেন্ট দেওয়ান সাইদুল হাসান। আমার লেখা কবিতা আবৃত্তি করেছেন ১৩ বছর আগে। একটি অনুষ্ঠানে বহুবছর আবার দেখা। পেশায় একজন জয়েন্ট সেক্রেটারি ৷

কিছু প্রিয় স্পেশাল পার্সনদের সাথে আমার থেকে যাওয়া কিছু ছবি। প্রার্থনা করি, এরা সকলে পৃথিবীর জন্য আরো কল্যানময় হয়ে উঠুক ৷

অফুরন্ত ভালোবাসা ৷

Back To Top