বিশেষ ঘোষনা –
🌹করোনার সময় কারো যদি অক্সিজপন এর সাপোর্ট লাগে, জানাবেন। অর্থ ব্যতীত ও সামান্য অর্থে দুটি সংগঠন অক্সিজেন সরবরাহ করছে।
🌹আমি ১১ বার ব্লাড ডোনেট করেছি, আমার ফোন নাম্বার জমা দিলেই সর্বাগ্রে ব্লাড সাপোর্ট পাবেন ব্লাড ব্যাংক থেকে।
🌹কেউ মাল্টা চাষ করতে চাইলে, চারা ফ্রী দেবার ব্যবস্থা করবো।
🌹আমাদের নতুন ইলেকট্রনিক কোম্পানি এর সামনে মানবতার দেয়াল প্রতিষ্ঠা করবো। সেখানে আমার আপনার পুরোনো ব্যবহৃত কাপড়, যা আমাদের প্রয়োজন হয় না, বাইরে ঝোলানো থাকবে, পথচারী কারো প্রয়োজন হলে ফ্রী নিয়ে যাবে।
🌹জমি ফ্লাট বাড়ী গাড়ি, যে কোনো কিছু ক্রয় করতে গেলে যোগাযোগ রাখবেন। বিশেষ ছাড় এর ব্যবস্থা করে দিবো।
🌹কোনো ডায়িং ফ্যাক্টরির সাথে যোগাযোগ থাকলে, আমার সাথে আলাপ করুন, মাসে ১০/১৫ হাজার টাকা অতিরিক্ত রুজির ব্যবস্থা করে দিবো। আমাদের সাপ্লাই দেয়া মালের লাভের অংশ পাবেন৷
🌹আমার ২৬ জন ফরেন বায়ার আছে। গার্মেন্ট প্রোডাক্টোর স্যাম্পল দিয়েও প্রচুর টাকা রুজীর পথ অত্যন্ত সহজ। এ সংক্রান্ত একটি লেখা পোষ্ট করবো৷ মনোযোগ দিয়ে পড়বেন।
🌹পরিচিত কারো চিকিতসা খরচ বা ডাক্তার সাপোর্ট দরকার হলে জানাবেন।
🌹কেউ লাশ পরিবহনের খরচে অক্ষম হলে, জানাবেন। পরিচিত সংগঠন আছে, যারা বিনা খরচে লাশ পরিবহন করে।
🌹কারো ব্যক্তিগত, সামাজিক পারিবারিক সমস্যা থাকলে জানবেন, সমাধানের উপায় বের করার চেষ্টা করবো।
🌹 ট্রাভেল টিকেট বা বাইরে ভ্রমনে টিকেট বুকিং এ বিশেষ ছাড় এর ব্যবস্থা করে দিবো অংশীদারদের। জানাবেন
🌹 ভালো কোনো ব্যবসায় ক্ষুদ্র ইনভেষটমেন্ট এর সুযোগ থাকলে,
আগাবো। উদ্যোক্তা সত সিনসিয়ার কমিটেড হতে হবে।
🌹 বাংলাদেশের যে অধিকাংশ জায়গায় লোকবল রয়েছে। একান্ত কোনো প্রয়োজনে সহযোগীতা নিবেন৷
🌹 নতুন কোনো লাভজনক বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করবেন৷
🌹পরিচিত করোনায় মৃত ব্যক্তিদের একটি ছোটখাট লিষ্ট তৈরী করুন।
করোনায় মৃত ব্যক্তিদের আত্মীয়দের কিছুটা ক্ষতিপূরন ব্যক্তিগত ভাবে দিবো, তাদেরকে কিছু সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে ও তাদের রুহের উদ্দেশ্যে এতিম খানায় বিশেষ দোয়া মাহফিল করা হবে আগামি দুমাস এর মধ্যে।
🌹পরিচিত বেকার, কিন্তু, পরিশ্রমী সত, এরকম দুয়েকজনকে রেফার করতে পারেন। পরিচিত কয়েকটি কোমৃপানির ১০/১২ হাজার টাকা বেতনে চাকরির বিষয়ে রেফার করে দিবো। ঢাকায় বসবাস রত হতে হবে।
ধন্যবাদ
বদলে নিই অর্থনীতি, বদলে দেই অর্থনীতি ” শ্লোগান কে সামনে রেখে,
খুব অল্প সময়ের মধ্যে ১০ টি
লাভ জনক লিঃ কোম্পানির জন্ম দিতে
চলেছি। প্রতিটি কোম্পানিতে একজন সত এমডি বা ব্যবস্থাপনা পরিচালক বসাতে চাই। System যদিও এমন ভাবে ডেভেলপ করে দিবো যে, বড় ধরনের দূর্নীতি করার সুযোগ আসলে থাকবে না।
পৃথিবীর যে কোনো কোনায় বসে ক্ষুদ্র বিনিয়োগকারীর( ১০/২০ হাজার টাকা) সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারবেন ও আয় ব্যয় close whats up group e নিয়মিত update পাবেন।
এটি নতুন Business model.
আগামি ১০ টি কোম্পানির প্রতিটিতে ৩ থেকে ৪ জন ক্যাটাগরাইজড মালিক হতে পারবেন।
এটি বিশ্বের প্রথম চমকপূর্ণ নতুন কোম্পানি, যেখানে টাকা ছাড়াও
মেধা,শ্রম, সময়, আইডিয়া, খ্যাতি, মানবিক গুনাবলীতে ১০০ তে ৯০ পেলেও ২০ হাজার টাকার ২০ টি শেয়ার Rewarded পেতে পারেন একজন ব্যক্তি৷
তার অর্থ পরিশোধ করবো আমি৷
অর্থাত, টাকা ছাড়াও এই কোম্পানিতে মালিক হওয়া সম্ভব৷
শুধু প্রমান করতে হবে, আপনি কোনো না কোনো ভাবে যোগ্য।
এটি জগতে শুরু হলো এক strange unique miracle বা oportunity হিসেবে। সমবায় নীতিতে ব্যবসার মূল Benefit হলো, ক্ষুদ্র বিনিয়েগকারীদের জন্য সম্ভাবনার অসীম দুয়ার খোলা, কোম্পানির সুবিধা হলো,
কোম্পানির মার্কেটিংয়ে সবার সহযোগীতা নেয়া ও অর্থসঙ্কটে আছেন এমন ভালো ও যোগ্যদের অর্থনীতির তলানি থেকে একটু ওপরে ওঠানো।
একটি আইডিয়া দ্বারা ৩ ধরনের কল্যান সাধনের এই প্রচেষ্টায়, পৃথিবী, আনন্দে কি একবার তোমার অনুভূতি জানাতে পারো?
সবাই জানুক। সবাই দেখুক। তারাও অনুসরন করুক।
পৃথিবী বদলে যাক,আরো সুন্দর হোক।পৃথিবীর দিকে দিকো প্র্যাকটিস হোক অতি মানবিক আন্তরিক এই বিজনেস মডেল।
ছোট ব্যবসার একটি মডেল,
আসলে পৃথিবীর মানুষের মানসিকতা বদলের ডাক।
শুধু ব্যবসা নয়, এটি হবে সমাজের প্রভূত উন্নয়নের জন্য একটি সংস্কার৷
পৃথিবীর সমস্ত পবিত্র আত্মা ও পজেটিভ মানুষ আমাদের সাথে হৃদয়ের চুক্তি ও বন্ধনে আবদ্ধিত হও৷ সেখানে সুনিশ্চিত লাভ ও প্রভূত কল্যান!
আমরা, অলৌকিক ডানায় ভর করে একসাথে উড্ডয়ন করবো৷ আমাদের সহযেগী হবে অদৃশ্য স্বর্গীয় শক্তি,
যা আমি অনুভব করি, স্পিরিচুয়াল কসমিক এনার্জি দ্বারা।
🍏আবদুল্লাহ আল মাসুম
the poet of love.
যে কোনো দেশের ৩০০ বাঙালি প্রবাসীর whats up নাম্বার দিলেই পাবেন প্রবাসীদের ওপর তৈরী অন লাইন নিউজ পোর্টালের ১% মালিকানা৷ ২০ হাজার টাকা invest করা লাগবে না।
সঠিক জায়গায় শ্রম ও সময় দিন৷
ভবিষ্যতে ধনী হোন।
offer টি প্রথম ৫ জনের জন্য বলবত থাকবে।
প্রবাসীদের সুখ,দুঃখ,আনন্দ,বেদনা জীবন, সফলতা, অর্থনৈতিক উন্নয়ন, পারষ্পরিক সহযোগীতা,মানবিক কার্যরম সমস্ত কিছু হবে এই
পোর্টালের মূল ফোকাস
আগ্রহী হলে, সরাসরি কল করুন৷