skip to Main Content

Going to start new award in society

কয়েক ধরনের নতুন পুরষ্কার চালু করতে যাচ্ছি। একটি হলো,

Nice smile award

নীচে থীমটি দেয়া হলো৷ আরো দুতিনজন স্পন্সর ফাইনাল করার পর এওয়ার্ডটি ফেসবুকে অবমুক্ত করা হবে ও ক্যাম্পেইন চালু করা হবে।

🍏”Nice smile award”🍏
#nicesmileaward
💎 “Nice smile award”  কি?
“সুন্দর হাসি”র জন্য স্বীকৃতিমূলক অন লাইন বেজড পুরষ্কার। এটা বিউটি কনটেষ্ট নয়৷ মন খোলা জীবন্ত প্রানবন্ত হাসি” র জন্য পুরষ্কার।
💎 কারা এটি পেতে পারেন এবং ক’জন?
নারী, পুরুষ, শিশু,বৃদ্ধ নির্বিশেষে সর্বমোট ৯৯ জন এই পুরষ্কারটি লাভ করবেন।
💎 কী পুরষ্কার দেয়া হবে?
🎁 ফাইভ ষ্টার হোটেল এ ডীনার।
🎁 ঢাকা – থাইল্যান্ড এয়ার টিকেট৷
🎁কোরআান শরীফ।
🎁ক্রেষ্ট+অর্থমূল্য পুরষ্কার।
🎁ভার্চুয়াল প্রমোশন+সৃজনশীলতাকে বিকশিত করবার জন্য প্লাটফর্ম+বিজিতদের ক্যারিয়ার গড়তে সহযোগীতা /পরামর্শ।
🎁 ফুলগাছ
🎁বই
🎁১ কেজি কালিজিরা
🎁তিনটি এতিম খানার বাচ্চাদের বিশেষ দোয়া।
🎁আর অন লাইনে যারা বিজনেস করছে বা শুরু করবে,  বিজয়ীদের মধ্য থেকে ৬ জনকে দশ হাজার করে ৬০ হাজার টাকা অফেরতযোগ্য  বিনিয়োগ দেয়া হবে।
🎁৯৯ জনকেই  দুই হাজার টাকা মূল্যমানের পোষাক উপহার দেয়া হবে
worlds choice Garment stock এর সৌজন্যে
🎁বাছাইকৃত পাঁচজন, Aurunima Resort এর সৌজন্যে এক দিন এক রাত রিসোর্টে বেড়াবার ও খাবার উপভোগের সুযোগ পাবেন।
🎁২ টি টিউব ওয়েল স্থাপন (পাব্লিক প্লেস এ) করে দেয়া হবে পুরষ্কার হিসেবে,  বিজয়ী দু’জনের রেফারেন্স এ, বাজেট হতে হবে ১২ থেকে ১৫ হাজারের মধ্যে।
🎁এখানে বিজয়ীদের মধ্যে একজন ৩ শতাংশ জমি কেনার সুযোগ পাবেন নিকটবর্তী প্রজেক্টের তূলনায় ৩০% কম মূল্যে, ড্রীম প্যারাডাইস গ্রুপ এর সৌজন্যে।  আগ্রহীদের মধ্য থেকে একজনকে এই অফার হস্তান্তর করা হবে।
💎 এই পুরষ্কার পাবার নিয়ম
১/ কারো শেয়ার এ এই পোষ্টটি পেয়ে থাকলে, মূল পোষ্টটি ওপেন করুন।Nice smile award’ পেইজটি লাইক” করুন।
২/ কমেন্ট বক্সে আপনার বা আপনার পরিচিত কারো হাসিমুখ অথবা কারো মুখে হাসি ফোটাবার একটি ছোট ঘটনা লিখে বা বা না লিখে তার ছবি পোষ্ট করুন৷
৩/ পোষ্টটি শেয়ার করে নিজ টাইম লাইনে রাখুন।
৪/ প্রাথমিকভাবে ৫০০ জনকে সিলেক্ট করা হবে। সেখানে ,  যাদের হাসি মাখা ছবিতে সবচেয়ে বেশী ভোট বা লাইক পড়বে,  তারা বিজয়ী।
৫/ সদ্য তোলা ছবি হতে হবে এবং ইতেমধ্যে অন্য কোনো পুরষ্কার পেয়েছে, এমন ছবি গ্রহণযোগ্য হবে না৷
৫/শেয়ার করার বদলে কপি করে আইডিয়া চুরি করলে বা নিজ টাইম লাইনে পোষ্ট দিলে বা অনুরূপ পুরষ্কার চালু করলে , কপিরাইট আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
৬/ মনোযোগ দিয়ে প্রতিটি ধাপ অনুস্বরন করুন৷
বাংলাদেশে বসবাসরত যে কেউ এ পুরষ্কারের জন্য
বিবেচিত হতে পারে৷
বিঃদ্রঃ – পুরষ্কার প্রাপ্তিই বড় কথা নয়। অন্যকে পুরষ্কার প্রাপ্ত হতে সহযোগীতা করে, হাস্যজ্জ্বোল 😁আনন্দময় জাতি গঠনে ভূমিকা রাখাও বিরাট কর্তব্য৷ আমরা যে কোনো ভালো উদ্যোগের সাথে থাকবো – এটাই যেনো হয় আমাদের অন্তরের মূল নীতি! প্রথম বেশ কয়েকজনকে প্রাথমিকভাবে আমরা নির্বাচন করবো,  Nice smile award এর জন্য৷
পুরষ্কার এর বাইরে  থেকে, হাসিখুশী সুন্দর পৃথিবী গড়ার জন্য শেয়ার করার নিয়ম হলো
” Out of game ” লিখে শেয়ার করতে পারেন।
জাপানিরা এতো উন্নত, কারন-তারা হাসিখুশী জাতি৷ বদমেজাজ বা গোমড়া মুখীতা উন্নয়ন পরিপন্থী৷ সুস্থ হাসিখুশী মন,  সুস্থ জাতীয় অগ্রগতির পূর্বশর্ত৷
🕘 এটি – “World’s Choice Group” এর  “Create a Happy Nation” প্রজেক্ট এর আওতায় একটি ক্যাম্পেইন, যা সুখী জাতি গঠনে  ইন্ধন যোগাবে।
🏆 প্রতিযোগীতার যে কোনো পর্যায়ে আংশিক বা বৃহত পরিবর্তন আনার সম্পূর্ন এখতিয়ার প্রকল্প পরিচালকের রয়েছে।
💎 এই পুরষ্কার কেন?
হাসি উপহার দেয়াও একটি ইবাদত-স্বরূপ। একটি সুন্নাহ ও বটে!  জগতে যা কিছু রয়েছে, তার মধ্যে ফুল, হাসি, শিশু, সুর-এসব সরাসরি স্বর্গীয় উপহার৷
হাসিখুশী জাতি গঠনে অনুপ্রেরণা, সুন্দর মানসিক গড়নের একটি ধাপ, চমতকার পৃথিবী গড়ার ও আলোকিত করার জন্য এটি একটি শুভ্র প্রচেষ্টা।
কো-স্পন্সর
💰অরুনিমা রিসোর্ট
নড়াইলে অবস্থিত ৫০ একর জমির ওপর গঠিত দশ বছরের অধিক কাল ধরে পরিচালিত, রিসোর্ট মালিক সমিতি’র সভাপতির মালিকানাধীন একটি সম্পূর্ণ প্রকৃতির গর্ভে অবস্থিত রিসোর্ট।
💰ড্রীম প্যারাডাইজ গ্রুপ
ড্রীম প্যারাডাইস গ্রুপ ৭০০ বিঘা জমি নিয়ে হাউজিং প্রজেক্ট করছে,  ঢাকা মাওয়া রোড এ।
💰ওয়ার্ল্ড’স চয়েস গার্মেন্টস ষ্টক
২০১০ এ স্থাপিত গার্মেন্ট বায়িং হাউজ৷ বিভিন্ন দেশে গার্মেন্ট ষ্টক রপ্তানি করে থাকে।
💰 বিজয়ীদের জন্য আঁগার গাও Lion’s  এর এবং News presenter society Bangladesh -এর প্রেসিডেন্ট, আবৃত্তিশিল্পী দেওয়ান সাঈদুল হাসান এর সৌজন্যে, ফুল।
🌎 ওয়ান মিলিয়ন শেয়ার হবার পর পুরষ্কারের ভেন্যু ও ডেট ঘোষণা করা হবে।
প্রতিযোগীতার নিয়ম আবার বলছি
#পেইজ লাইক।
#ফটো কমেন্ট
#পোষ্ট শেয়ার
আইডিয়ার কপিরাইট -@আবদুল্লাহ আল মাসুৃম
অফুরন্ত ভালোবাসা, শ্রদ্ধা, ও শুভকামনা।
Back To Top