Saturn Group News
আমাদের নতুন লিঃ কোম্পানি যা ইলেকট্রনিক ব্যবসা শুরু করতে যাচ্ছে ঢাকার মালিবাগে। এখানে যতসামান্য ইনভেষ্ট করে কিছু পজেটিভ গুনী ব্যক্তিবর্গ আমাদের সঙ্গে কোম্পানির মালিক হিসেবে যাত্রা শুরু করলেন ৷
আমার পরিকল্পনা ছিলো মাত্র ১০ জনকে সমবায় নীতিতে ব্যবসার নতুন বিজনেস মডেলে পাইলট প্রজেক্ট রাখবো । - জনাব আবদুল্লাহ আল মাসুম
বিশেষ অনুরোধ রক্ষার্থে ১৫ জনকে মানে আরো অধিক ৫ জনকে যুক্ত করতে হলো ।
জয়পুর হাট থেকে শিরীন, ব্রাম্মন বাড়ীয়া থেকে ফারজানা, ময়মনসিংহ থেকে সুমন, উত্তরা থেকে আরমান, সিরাজগঞ্জ থেকে মরতুজা, স্পেন থেকে বুলবুল, সিংগাপুর থেকে নাফিউ, কেরানিগঞ্জ থেকে শেখ নাদিম, ধানমন্ডি থেকে মাসুম বারী, রায়ের বাজার থেকে বাদল মির্জা, ইঞ্জিনিয়ার তৌহিদ তাদের অংশগ্রহন নিশ্চিত করেছেন ।
ছবিতে আইটি এক্সপার্ট এনামুল হাসান, সাবেক ব্যাংক কর্মকর্তা সাবরিনা জান্নাত, সাংবাদিক ও সংগীতশিল্পী আতাউর রহমান( নারায়নগঞ্জ), শেখ মনোয়ার (বসুন্ধরা)( বড় পীর আবদুল কাদির জিলানীর রওজার মূল দরোজার ডিজাইনার), স্বনাম ধন্য ইউগি ট্রেইনার যোগী এস এম মঞ্জুরী ছবিতে উপস্থিত ছিলেন।
কোম্পানিকে নেতৃত্ব দেবার জন্য বাংলাদেশের ছয়টি বড় গ্রুপ অব কোম্পানির এডভাইজার, কনসালটেন্ট, ব্র্যান্ড এম্বাসেডর, ফরেন লোন এক্সপার্ট, সৃজনশীল ব্যবসায়ী, পাঁচটি পুরোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক জনাব আবদুল্লাহ আল মাসুম, the poet of love, চেয়াম্যান হিসেবে কোম্পানির অংশীদারিত্ব গ্রহন করেছেন।
উপস্থিত অংশীদারগনদের পরিচিতি পর্ব শেষে, তাদেরকে the poet of love এর লেখা গল্প গ্রন্থ নীলকান্তমনি ( আগামি প্রকাশনীর প্রকাশিত) গ্রন্থটি, মিষ্টি, লাল গোলাপ, সিভিট+জিঙ্ক টেবলেট নিয়মিত খেতে প্রতীকি উপহার দেয়া হয়। করোনার এ সময়ে এ দুটি টেবলেট করোনা হলেও, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে করোনা জয়ে সাহায্য করবে।
সংক্ষিপ্ত বক্তব্যে সম্মানিত চেয়ারম্যান সাহেব বলেন-
একতার বৃহত শক্তি দ্বারা আপনাদের সামান্য টাকাকে কীভাবে ১০ গুন বানাতে হয়, আমি তা ই শেখাবো সমাজকে। একটি কোম্পানি থেকে এই সামান্য ইনভেষ্টমেন্ট এ ১০ টি কোম্পানির মালিক বানানো হবে প্রত্যেককে, বছরে ৩ হাজার টাকার গার্মেন্ট উপহার দেয়া, লভ্যাংশ ও রেফারাল কমিশন, ডাউন পেমেন্ট ব্যতীত ১০ জনকে জমির মালিক বানানো, ৩ বছরের মধ্যে সদস্যদের প্রয়োজনে বিনা জামানতে ১ থেকে ২ লাখ টাকা লাভ ছাড়া পারসোনাল লোন প্রদান, অংশীদারদের চিকিতসা ১০ জন ডাক্তারের মাধ্যমে ফ্রী। ব্যবসাকে এগিয়ে নেবার জন্য পজেটিভিটি, সিনসিয়ারিটি, সাহস ও সময় সব বিষয়ে স্পষ্ট গাইড লাইন তিনি দিয়েছেন।
কোম্পানিটি আগামি সপ্তাহে ফর্ম করা হবে৷ কয়েকজন সদস্য আজ ইনভেষটমেন্টের অংশবিশেষ বুকিং হিসেবে দেন বিদায়ের পূর্বে।
আগামি ৩ মাসে আরো ৩ টি কোম্পানি উদ্বোধন করা হবে।
কোম্পানির আয়ের ১% ও চেয়ারম্যান এর আয়ের ৫০% সমাজের মানুষের ও এতিমদের কল্যানে উতস্বর্গ করবার গৌরব অর্জন করবে কোম্পানিটি৷
এটি হবে কমার্শিয়াল যুগে সর্বোচ্চ আন্তরিক, অনেক উপহার সামগ্রী বিতরনকারী ক্রেতা সন্তুষ্টি নির্ভর একটি প্রতিষ্ঠান।
সকল মানবিক শুভ্র যোগ্য সুশীল গুনী মানুষদের শুভকামনা ও সহযোগীতা কামনা করেছেন চেয়ারম্যান সাহেব।
সাবরিনা জান্নাত
কোম্পানি সেক্রেটারী
বিঃ দ্রঃ – কোম্পানির নাম খুব শীঘ্রই জনসাধারনকে জাননো হবে।