মাত্র ১০ ঘন্টার ক্লাস ও চার মাসের প্রতিদিন ২০ মিনিট মনোযোগী চর্চায় হয়ে উঠুন আবৃত্তীশিল্পী ও সংবাদ পাঠক।
আমার বেশ কিছু ছাত্র ছাত্রী গনমাধ্যমে ও টিভি চ্যানেলে সংবাদপাঠক হিসেবে পরিচিত ও সফল৷ তন্মধ্যে চ্যানেল আই, এস এ টিভি ও বিবিসির সাবেক সংবাদ পাঠক শারমীন, সাবেক এশিয়ান ও বৈশাখী টিভির ও বর্তমান বাংলা টিভির তূর্যা সহ অনকেই ভালো করেছেন৷ আমার দীর্ঘ অভিজ্ঞতা আপণদের জন্য কাজে লাগবে, এটাই প্রত্যাশা করি৷
যে কোন চাকুরী বা ব্যবসার পাশাপাশি প্রতি সপ্তাহে ২/৩ দিন
৩/৪ ঘন্টা সংবাদ পাঠ করে বাড়তি রুজি করুন ৩০ থেকে ৫০ হাজার টাকা৷ এক্ষেত্রে আত্মবিশ্বাস হলো প্রধান বিনিয়োগ৷
চলুন, শুরু করুন। আপনি নিজেকে নিখুত ভাবে তৈরী ক্যারিয়ার গড়তে সহযোগীতা করা হবে।