সৌরজগতের গ্রহগুলোর চরিত্র জানলে আপনি অবাক হবেন।
চলুন কিছু কিছু মজার তথ্য জেনে নেই ৷
😇 Haumea
সবচেয়ে চঞ্চল আর দ্রুত ঘোরা গ্রহটি হলো Haumea. অতি গতির কারনে, তার সাইজ হয়ে গেছে ডিম এর মতো৷ হা হা। সে সৌরজগতের সব চেয়ে ছোট গ্রহ প্লুটোর কাছাকাছি আয়তনে।
😇Mars
লালে লাল এ গ্রহটি। ঠান্ডা আর ধুলোমাখা। পৃথিবীর শ্রেষ্ঠতম মহাকাশ গবেষনা কেন্দ্র নাসা’র রোবটদের আস্তানা। পৃথিবীর তৃত্বীয় ধনী ব্যক্তি টেসলা ও স্প্যাস এর প্রতিষ্ঠাতা Elon musk স্বপ্ন দেখছেন Mars গ্রহটিকে পৃথিবীর মানুষের, second home বানানোর জন্য।
😇 neptune
কাছের মানুষ অনেক দূরে সরে গেলে কবি আবদুল্লাহ আল মাসুম বলেন, তুৃমি তো নেপচুন হয়ে গেলে! এভাবে বলার একটা কারন আছে। নেপচুন সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থিত গ্রহ। দূরত্ব মাত্র ৩ বিলিয়ন মাইল! o my God! ভাবা যায়!
😇 pluto
চাঁদ হলো একটি উপগ্রহ, অথচ, পৃথিবীর চাঁদ এর থেকে ছোট একটি গ্রহ আছে সৌরজগতে। এর নাম -প্লুটো। বিখ্যাত দার্শনিক প্লুটোর নাম এই গ্রহটির নামে। ক্ষুদ্র হলেও প্লুটোর নিজস্ব চাঁদ আছে মাত্র ৫ টি। এটি দেখতে ক্যারম বোর্ডের ষ্ট্রাইকারের মতো।
😇Mercury
ছোট ও দ্রুতগতি সম্পন্ন গ্রহ হলো Mercary. সে তার গতির জন্য বিখ্যাত। মাত্র ৮৮ দিনে সূর্যকে একবার প্রদক্ষিন করে সে।
😇 Make make
এ গ্রহটির বাংলা করলে দাড়ায়, তৈরী করো তৈরী করো। kuiper belt এর সবচেয়ে উজ্জ্বল গ্রহ হলো Make make.
গ্রহটির অবস্থান প্লুটোর পেছনে।
😇 Eurenus
ইউরেনাস দেখতে আকাশি রঙের একটি টেবলেট এর মতো।
এর স্বতন্ত্র ব্যপার হলো এটি ৯০ ডিগ্রী তে রোটেট করে, যা আর অন্য কোনো গ্রহের চরিত্রে দেখা যায় না।
😇 Earth
আমাদের বাসা হলো পৃথিবী। অন্যান্য গ্রহের মতো পৃথিবী ও একটি গ্রহ। এর উপগ্রহ একটি,চাঁদ। এটি সবুজ শ্যামল, বসবাস উপযোগী।
😇 Ceres
Ceres গ্রহটি দেখতে মেটে রঙা বোতাম এর মতো। এটি সব চেয়ে ছোট গ্রহ প্লুটোর থেকেও ১৪ গুন ছোট।
😇 Eris
Eris আজো পৃথিবীর মানুষের কাছে এক রহস্য। এর দূরত্ব অনেক বেশী হওয়াতে এর সম্পর্কে অনেক বেশী কিছু জানে নাই মানুষের। রহস্যের প্রতীক Eris.
এবং
😇saturn
সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ Saturn. এর চাঁদ ৮৭ টি! ও বাপ রে! সৌন্দর্যের দিক থেকে অদ্বিতীয়। পুরো সৌরজগতে একমাত্র এই গ্রহটির রয়েছে Icy ring. এষ্ট্রোলজি অনুসারে এই গ্রহের চরিত্র হলো ভালো কে পুরষ্কৃত করা ও মন্দকে শাস্তি দেয়া। অবাধ্যতা সহ্য করে না এই গ্রহটি। একে বলা হয়,চরিত্রে শিক্ষক। ন্যয়বিচারের প্রতীক গ্রহ এটি। চরিত্রে অনন্য, বৈশিষ্ট্যে স্ব তন্ত্র এই গ্রহ।
অনাবিষ্কৃত অনেক গ্রহ রয়েছে আমাদের সৌরজগতে। অনেক গুলো গ্রহ মিলে হয় গ্যালাক্সি। অনেক গুলে গ্যালাক্সি মিলে মিল্কিওয়ে। এরকম হাজারো মিল্কিওয়ে আছে বিশ্মব্রন্মান্ডে।
এতো বিশালায়াতন ও বিশালতার যিনি স্রষ্টা, তিনি তবে, কতো বড় হতে পারেন?
প্রিয় মানুষ, ১৮০০০ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে তিনি সৃষ্টি করেছেন, এতো বিশাল সম্মান পেয়ে ক্ষুদ্র চিন্তা দ্বারা নিজেকে আবদ্ধ করবেন না। এতে, আপনার ও আপনার স্রষ্টার দুজনেরই অ সম্মান।
পরষ্পরকে ভালোবাসুন। সহযোগীতা করুন। পজেটিভ থাকুন। ছোট্ট এ টুনটুনে গ্রহটিকে করে তুলুন ফুলের বাগান। যেনো, সমস্ত গ্রহ অবাক নেত্রে তাকিয়ে থাকে আর ঈর্ষা করে এই পৃথিবীকে! এখানে মানুষ থাকে, এখানে মানুষ থাকে! ওদের বুকে মানুষ নেই, ওদের তবে কিছু নেই!
অফুরন্ত ভালোবাসা
🍏আবদুল্লাহ আল মাসুম
the poet of love.