skip to Main Content

জনবান্ধব সরকার

জনবান্ধব সরকার এর আইডিয়া, রূপরেখা, চরিত্র, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা __
ব্যক্তি পরিবর্তন করে জাতির ভাগ্য পরিবর্তন হবে না।
সত্যি সুখী ও খুশী জীবন পেতে চান?
নতুন সরকারের রূপরেখায় বিশ্বাস আনুন, প্রচার করুন, দাবী তুলুন ও বাস্তবায়ন দেখুন!

নতুন আইডিয়া!

💞 ১৫০০ টাকা বেতনে ইউনিভার্সিটিতে পড়াশোনা করা গেলে কেমন হবে?

#প্রতিটি ইশকুলে ১০ ভাগ শিক্ষার্থী ফ্রী লেখাপড়া করার সুযোগ পেলে কেমন হবে?

#২৩ বছর ভাড়া দিতে দিতে ভাড়ার টাকায় ফ্লাটের বাড়ীর, জমির মালিক হওয়া গেলে কেমন হবে?

#টাইম ম্যানেজমেন্ট সেগমেন্ট থীউরি দিয়ে মাসে ৪০ হাজার কোটি টাকা যানজট থেকে মুক্ত করে, তেল গ্যাস বাঁচানো গেলে কেমন হবে?

#প্রাকৃতিক দূর্যোগে রিলিজিওয়াস থীওরি ব্যবহার করে সবাই একসাথে দূর্যোগ মোকাবেলায় ঝাপিয়ে পড়লে কেমন হবে?

#এক টাকার বিনিময়ে প্রতিদিন সাধারন জনগন, দুজনে একটি বাড়ী, একটি গাড়ী উপহার পেলে কেমন হবে? আজীবন পেতে থাকবে, প্রতিদিন দুজন করে। সরকারের এক টাকাও লাগবে না।

#কেউ ব্যবসায় সম্পূর্ণ পূজি হারালে,
সর্বস্ব হারালে সরকার তাকে ৫ থেকে ৩০ ভাগ ক্ষতিপূরন দিলে কেমন হবে?

#ট্রেড লাইসেন্স অন লাইনে রেজিষ্ট্রশনের সিষ্টেম রেখে, সমস্ত ট্রেড লাইসেন্স অফিস বন্ধ করে দেয়া হবে। সাইন বোর্ডের জন্য কোনো রকম বিজ্ঞাপন কর থাকবে না। খাদ্যের ওপর সহ সমস্ত ধরনের ভ্যাট ব্যবস্থা উঠে যাবে।

#যাদের অকেজো সম্পদ একশত কোটি টাকার ওপরে, তাদের সম্পদের একটা অংশ রাষ্ট্রীয় কল্যানে কাজে লাগানো হবে।

#এক ব্যক্তির নামে ১০০ বিঘার বেশী জমি, ৩ টির বেশী বাড়ী থাকতে পারবে না।কোম্পানির নামে বিশেষ কারনে থাকতে পারে।

#সরকারী সকল কর্মচারীরা শিক্ষা, চিকিৎসা, বাসা, সম্পূর্ণ ফ্রী পেলে কেমন হবে?

#প্রচলিত ট্যাক্স ব্যবস্থা উঠিয়ে দিয়ে মাসে ১০০ টাকা _”সহজ কর” চালু করলে কেমন হবে?

#সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান আয়ের ৫ ভাগ মানুষের বিপদে, প্রয়োজনে
খরচ করতে বাধ্য হলে কেমন হবে?

#সমস্ত বাড়ী ভাড়া ১০ শতাংশ কমে গেলে কেমন হবে?

#সমস্ত গৃহিনীরা মাসে ২০০০ টাকা ইনষ্টলমেন্টে সরকারী ব্যবস্থাপনায় দুই শতাংশ জমির মালিক হতে পারলে, কেমন হবে?

# নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য দশ শতাংশ কমে আসলে কেমন হবে? প্রচলিত ভ্যাট ট্যাক্স যেহেতু থাকবে না, সেহেতু দ্রব্যমূল্য অটোমেটিক কমে আসবে?

#বিলাসী সমস্ত দ্রব্যের মূল্য পনেরো শতাংশ বেড়ে যাবে৷

#বিদেশী পন্য ইমপোর্টারদেরকে জনকল্যানে লভ্যাংশের ৪০ ভাগ প্রদান করতে হবে৷

# ব্যবহার্য্য পোষাক, জুতা সহ সব কিছুর মূল্য উৎপাদনের খরচের চার গুনের বেশী মূল্য রাখলে, বড় ধরনের জরিমানা ও জেলের ব্যবস্থা থাকবে।

#৬ ফুটের স্পেশাল বাইক লেন থাকবে
কিছু কিছু রাস্তায়৷

#প্রকাশকদের দ্বারা উপস্থাপিত নির্বাচিত গ্রন্থে, সরকারের এপ্রুভাল সাপেক্ষে তিন ভাগের এক ভাগ খরচ সরকার বহন করবে, এক ভাগ নতুন লেখক এবং এক ভাগ প্রকাশকে বহন করতে হবে। মিনিমাম ২০ ভাগ গ্রন্থ প্রতিটি প্রকাশক এই ভাবে প্রকাশ করতে বাধ্য থাকবে।

#এরকম আরো ২০+ সুবিধাদির আইডিয়া নিয়ে জনবান্ধব সরকার। এতে সরকারের কোনো খরচ বাড়বে না। কিন্তু, জনসাধারন উপকৃত হবে। প্রচলিত ট্যাক্স ভ্যাট এর কনসেপ্ট উঠে যাবে।

ব্যাংক গুলো পুরোনো ধারনা থেকে বেরিয়ে, আন্তরিক মানবিক হৃদয় বানিজ্য চালু করবে। শতাব্দী পুরোনো বিজনেস মডেলে আটকে থাকবে না ব্যাংক সহ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো।

সাধারন মানুষের জীবনকে যাদুকরী অলৌকিক আনন্দে ভরে দিতে হলে, পৃথিবীর সকল গনতান্ত্রিক সরকারকে “জনবান্ধব সরকার” এ আপডেট করতে হবে। গনতন্ত্র সাধারন মানুষের জীবন মানকে আনন্দময় ও সহজ করতে পারে নি। জনবান্ধব সরকার হবে, পৃথিবীর জন্য নতুন সরকার ব্যবস্থা। আমি আশা করি,
আগামি ২০ বছরে মিনিমাম ৩০ টি রাষ্ট্র এরকম মানবিক রাষ্ট্রে আপগ্রেডেড হবে।

সবচেয়ে মজার ব্যপার হলো,
সরকার যারা চালাবে, এসব আইডিয়া বাস্তবায়নে, এক টাকাও ইনভেষ্ট করতে হবে না সরকারের। শুধু ভালো মন মানসিকতাই যথেষ্ট৷ টাকা অটো জেনারেট হবে, কীভাবে হবে, সেটা লুকিয়ে রাখছি।
কোনো রাষ্ট্রপ্রধান, আমাকে “spiritual creative advisor” হিসেবে সম্মান দিলে, সেই বুদ্ধি প্রকাশ করবো।

একমাত্র নতুন এই ধারনাই মানুষকে আনন্দময় সহজ জীবন দিতে সক্ষম হবে।

রাজতন্ত্র এখন আর কেউ গ্রহন করে না।
রাজার ছেলে রাজা হবে, এরকম ফালতু সেন্টিমেন্টের যুগ এখন আর নেই। এ নিয়ম অনেক
পুরোনো আর অগ্রহনযোগ্য।

সমাজতন্ত্রের ধারনা মুখ থুবড়ে পড়েছে।কার্লমার্কস সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। গনতন্ত্র, অধিকাংশ কম শিক্ষিত রাষ্ট্রের জন্য আশীর্বাদ না হয়ে, অধিকাংশ অসচেতন ব্যক্তির প্রতিনিধিত্ব হয়ে দাড়িয়েছে। আব্রাহাম লিংকনের গনতন্ত্র সম্পূর্ন সফলতা পায় নি। মানুষকে দিতে ব্যর্থ হয়েছে আনন্দময় সহজ জীবন। সরকার ব্যবস্থায় পৃথিবীর সবচেয়ে নতুন কনসেপ্ট “জনবান্ধব সরকার ” এর প্রবক্তা
The Abdullah al masum 💞🇧🇩👑🌍❤️💥💦🕙🌹🦚🌎🥇

বিভিন্ন উন্নয়নশীল রাষ্ট্রে, যুগ যুগ ধরে এ দল, সে দল ক্ষমতা পাল্টে মানুষের ভাগ্য পরিবর্তন ঘটে নি।
আসলে,শাসক বদলের পরিবর্তে পলিসি, সিষ্টেম ও আইডিয়া বদল করাই অনিবার্য্য হয়ে পড়েছে৷ তাহলেই শুধু জনগনের লাভ হবে।

 

জনবান্ধব সরকার কি?

জনবান্ধব সরকার হলো, ২০/৩০ টি নতুন আইডিয়াকে আইনে রুপান্তরের ফল।
সরকারের খরচ বাড়বে না কিম্তু, জনগনের জীবন সহজ ও আনন্দময় হয়ে যাবে। জনগনের সহজ আনন্দময় জীবন, দূর্নীতিমুক্ত সরকার। এটাই হলো _ জনবান্ধব সরকারের মূল প্রতিপাদ্য৷

জনবান্ধব সরকারের উদ্দেশ্য _

মানবতা প্রতিষ্ঠা। হৃদয় বৃত্তিক শাসন ব্যবস্থা কায়েম। মানবাধিকার কে সর্বাগ্রে
স্থান দেয়া।

জনবান্ধব সরকারের আচরন ও মানসিকতা __

একজন কৃষক, দিন মজুর সাধারন মানুষ
প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির চেয়ে অধিক গুরুত্বপূর্ণ, সম্মনিত ও ক্ষমতাবান মনে করা হবে। নিজেকে মুখে মুখে শুধু নয়,
কর্মে, ব্যবহারে, উদ্দেশ্যে তা প্রমান করতে হবে৷ জনবান্ধব সরকার প্রধান কখনো যানজটে জনগনকে আটকে রেখে নিজে সুবিধা গ্রহন করবে না। জনগনকে আগে যেতে দেবে৷ নিজে কষ্ট করবে।

 

জনবান্ধব সরকারের অভ্যন্তরীন চালিকাশক্তি _

এক. মানবতা
দুই. হৃদয়
তিন. বৃহৎ কল্যান
চার. কর্ম দ্বারা অমরত্ব
পাঁচ. ভালোবাসা

 

জনবান্ধব সরকারের অর্থনৈতিক
উৎস _

১. প্রতি মাসে প্রত্যেকের “১০০ টাকা সহজ কর”( নির্ভুল ও নিঁখুত ভাবে কীভাবে তা অটো উত্তোলন করা হবে, তা আমার সহজ বুদ্ধি আছে। গোপন রাখছি)

জনবান্ধব সরকারের চমক __

# ১ টাকায় প্রতিদিন দুজনকে বাড়ী গাড়ী দেয়া৷ ( সরকারের কোনো টাকা খরচ হবে না, শুধু একটা আইন পাশ করতে হবে, এটুকুও সরকারের কাজ। দরকার একটু ভালো মানসিকতা। )

#সাধারন মানুষের থেকে প্রতিদিন ১০ জনের ইচ্ছেপূরন করা ও ১০ জনকে বিপদ মুক্ত করা হবে।

# জনবান্ধব সরকারের সব চেয়ে বড় চমক হচ্ছে, সরকারের ব্যয় মিটিয়ে
সঞ্চিত আয়ের ৪০ ভাগ একটি ডিজিটাল এপসের মাধ্যমে জনগনের মধ্যে সম বন্টন করে দেয়া। প্রতিটি মানুষই এই দেশের মালিক, রাষ্ট্রের ইনকামে তাই তার অংশ পাবার অধিকার রয়েছে।

“জনবান্ধব সরকার”-এর কর্মপরিকল্পনা,
নতুন আইন, ও অভিনব পদক্ষেপ সমূহ _

#প্রশাসন, রাজনৈতিক শক্তি বা পেশী শক্তি কোনো সাধারন জনতাকে জুলুম করলে, কঠিন শাস্তির ব্যবস্থা৷ ইনফরমার দের কাজ হবে, কেউ অন্যায় জুলুম করলে, সরাসরি তা প্রধানমন্ত্রীকে অবহিত করা৷ কেউ মিথ্যে অভিযোগ দায়ের করলে, দশ হাজার টাকা জরিমানা৷

#দূর্নীতির জন্য চরম শাস্তির প্রচলন।

#প্রথাগত ভোটিং সিষ্টেম রহিত করে,
অন লাইন এপস বেইজ নির্বাচন ও গনমতের ভিত্তিতে জনপ্রতিনিধি নির্বাচন।
জনপ্রতিনিধিদের মাধ্যমে, ও জনগনের সরাসরি মতামতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নির্বাচন । এতে ২০০০ কোটি টাকা বাঁচবে সরকারের।

#লাভবার্ড প্যাকেজ প্রচলন। প্রেমের বিয়েতে বাড়ী ছাড়া হলে, সরকার তাদের দায়িত্ব গ্রহন করবে৷ ( সরকারের কোনো টাকা লাগবে না। সহজ আইডিয়ার মাধ্যমে তা
বাস্তবায়ন করা সম্ভব৷সহজ বুদ্ধি আছে।)

#কোনো পরিবার, প্রেমের বিয়ের কারনে,কাউকে, ত্যাগ করলে, বাড়ী ছাড়া করলে, ওয়ারিশ সূত্রে প্রাপ্য সম্পদের অর্ধেক তাৎক্ষনিক প্রদান করতে বাধ্য হবে।

# স্বামী বেকার বা দরিদ্র হলে, কাবিনের মামলা হবার পূর্বে সরকারের ক্ষতিপূরন প্রদান৷ ( এ প্রজেক্ট চালাতে সরকারের টাকা লাগবে না, টাকা অটো জেনারেট হবে।বুদ্ধি আছে। )

# বাবা দরিদ্র হলে, ধনী দাদা, নানা,
নাতি নাতনিকে সামর্থ্য থাকলে, ভরন পোষন দিতে বাধ্য থাকবে। নতুন আইন আসবে।

# কোনো নারী ভূঞা নারী নির্যাতন মামলা দিলে,প্রমান হলে, আদালত সেই নারীকে জরিমানা করবে।
এক লাখ টাকা জরিমানা গুনতে হবে। ভুক্তভোগী তা পুরষ্কার হিসেবে পাবে।

# যে কেউ যে কোনো ভূঞা মামলা করে কাউকে কষ্ট দিলে, দুই লাখ টাকা জরিমানা দিতে হবে।

#অন্যের জমি দখল করলে বা নিজের দাবী করলে, কাগজপত্র সঠিক না থাকলে, দশ বছর জেল বা বিশ লাখ টাকা জরিমানা অথবা, জেল ও জরিমানা হতে মাফ যদি তিন বছর সরকারের রাস্তা বিনা পয়সায় পরিষ্কার করে! অন্যের জমি নিজের দাবী করলে, পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতে হবে অথবা জেল জরিমানা হবে।

#কোনো পুলিশ, সরকারী কর্মচারী,সংসদ সদস্য ঘুষ খেলে, দূর্নীতি প্রমান হলে, কোনো জেল জরিমানা নেই। প্রমান হলে, তাকে, সরকারী খরচে মালয়েশিয়া, সৌদি বা
ভুটানে কনষ্ট্রাকশনের কাজ, রোড ক্লীনারের চাকরি বা সাধারন চাকরিতে নির্বাসিত করা হবে।

# নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করলে,
ভুক্তভোগি ব্যক্তিকে সরকারের ক্ষতিপূরন মূল্য প্রদান৷ ধরা যাক, নিরপরাধ ব্যক্তিকে বেকসুর খালাস দিয়ে ২০ হাজার টাকা জরিমানা দিলো সরকার, সেক্ষেত্রে যে পুলিশ অফিসার তাকে গ্রেফতার করেছিলো, তার অর্ধেক জরিমানা প্রদান করতে হবে। অর্থাৎ ১০ হাজার টাকা।

# বিনা মূল্যে প্রতি মাসে ৫০০ জনকে আইনি সেবা প্রদান৷
# গনমাধ্যম ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানের জন্য ২০% ইনসেনেটিভ৷
# সৃজনশীল কর্মকান্ডের জন্য বছরে ২০০ কোটি টাকা বাজেট প্রদান৷
#মনস্তাত্বিক ও ব্যক্তিত্বের উন্নয়নের জন্য বছরে ৫০০ কোটি টাকা বাজেট প্রদান৷
#সংগীতকে, চিকিৎসা সেবা সমান সম্মান ও গুরুত্ব প্রদান৷
# শিশুদের সর্বাগ্রে গুরুত্ব প্রদান। শিশু সদন এর মাধ্যমে দরিদ্র দম্পতিদের বাচ্চার দুধের, খাদ্যের খরচ বহন।
# প্রেম এ বাঁধা প্রদানকারীকে বড় শাস্তি প্রদান।
#ফরেন ইনভেষ্টমেন্ট কে উৎসাহিত করে রাষ্ট্রকে ধনী করার জন্য বিজনেস এম্বাসেডর পদ সৃষ্টি।

#কৃষকদের কল্যানের জন্য
বীজ সার,মেশিন,সমস্ত কিছু বিনা পয়সায় সাপ্লাই, ফসল হলে, সেখান থেকে ভাগ নেয়া। আন্তরিক মানবিক হৃদয় বানিজ্য মডেল প্র্যাকটিস হবে।

# সুন্দর মানসিকতার জন্য ১০০০ ব্যক্তিকে, ১০০ কোটি টাকার বাৎসরিক আইকন এওয়ার্ড প্রদান।

#অহেতুক,ভিত্তিহীন, অপপ্রচার, বাজে কথার জন্য(প্রমান হলে) ১০ হাজার টাকা জরিমানার ব্যবস্থা উন্নয়ন৷

#মাদকাসক্তির জন্য আসল কারন অনুসন্ধান ও তাকে তার হতাশা থেকে বের হতে সাহায্য করা ও পরিবারের সামর্থ্য না থাকলে, সরকারের চিকিৎসা খরচ গ্রহন৷

#ব্লাকমেইল, ট্রাপ ও অপপ্রচারের জন্য দন্ড বিধান বা জরিমাণার ব্যবস্থা।

# পৈতৃক সম্পদ থেকে ভাই বোনকে বঞ্চিত করা হলে, ২৪ ঘন্টায় ইমেডিয়েট এ্যাকশান। যারা বঞ্চিত করেছে, প্রত্যেককে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও জরিমানা আদায়।

# কোনো স্বামী বা স্ত্রী দশ দিনের বেশী খারাপ ব্যবহার, গালাগালি করলে, বা গায়ে হাত তুললে,বা নিয়মিত অসম্মান করলে, সরকারী ব্যবস্থায়
স্বামী স্ত্রীর বাধ্যতামূলক ডিভোর্স, তাদের খরচ সরকার বহন। কেউ এ সিদ্ধান্তে বাজে কথা বললে, জোর খাটালে, শস্তির বিধান৷ (সরকারের নিজস্ব টাকা লাগবে না। আইডিয়া থেকে টাকা অটো জেনারেট হবে)

# বিয়ের পূর্বে বাধ্যতামূলক ৬ ঘন্টার ট্রেনিং। বিয়ে করতে হলে, ট্রেনিং এর বাধ্যতামূলক সার্টিফিকেট গ্রহন।

#দুই এর বেশী সন্তান গ্রহন করলে,
দুই থেকে পাঁচ লাখ টাকা জরিমানার বিধান।

#বিনামূল্যে জন্ম নিয়ন্ত্রন সামগ্রী বিতরন৷
#মেধা ও সৃজনশীলতার জন্য বৃত্তির প্রচলন।

#সন্ত্রাস ও মাদকের জন্য প্রথমে সংশোধন ও ভালো জীবনের সুবিধা প্রদান, অবাধ্য হলে, পূনরায় একই অপরাধে সম্পৃক্ত হলে, কঠোর পরিশ্রমের কাজে নিয়োগ ও জেল এ বসবাসের স্থায়ী ঠিকানা নির্ধারন।

#কেউ শখে লাইসন্স নিয়ে মদ্যপান করলে, বা অক্ষতিকর ভাবে গাঁজা সেবন করলে, তা আইনত অপরাধ হবে না।।কেননা, পরিমিত ওয়াইন হার্টের ব্লক না হবার জন্য উপকারী৷ পরিমিত গাঁজা সেবন, ক্যন্সারের প্রতিষেধক হিসেবে কাজ করে। যারা ইসলাম ধর্মে কঠোর ভাবে বিশ্বাস করেন, তারা অনুরূপ কিছু গ্রহন করলে, পাঁচ বছর জেল বা তিন লাখ টাকা জরিমানা৷

#অন লাইন ও অফ লাইন নিশি নন্দীনিদের জন্য দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন কারিগরী শিক্ষার ট্রেনিং ও তাদের জীবন পথ পরিবর্তনে অনুপ্রেরনা।

# আদালতের ভুল বিচারে জেল খাটা ব্যক্তিকে দুই লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরন প্রদান।

#রাষ্ট্র কাউকে অন্যায় ভাবে হত্যা করলে,
এক কোটি টাকা ক্ষতিপূরন প্রদান, রাষ্ট্রপ্রধানকে নিঃশর্তে ক্ষমা প্রার্থনা, সংশ্লিষ্ট অফিসারকে চাকরিচ্যুত করা ও তিন বছরের জেল।

# সাংবাদিক,পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, আর্মি,সরকারী কর্মচারীদের মধ্যে যারা মানবাধিকার
প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখবে,
তাদেরকে, ফ্লাট, বাড়ী গাড়ী উপহার প্রদান। গুড মার্ক তৈরী করতে পারলে,
ভবিষ্যতে সংসদ সদস্য হিসেবে গ্রহন করার সুযোগ।

#নতুন আইডিয়া সৃষ্টি করে যারা সমাজ, রাষ্ট্র, মানবতার বৃহত কল্যান সাধন করতে সমর্থ্য হবে,
প্রতি ১০০ জনে একজনকে এক কোটি টাকা পুরষ্কার প্রদান।

#যারা ভালো কিছুকে শেয়ার করবে ও সমাজে ছড়িয়ে দেবে, প্রশংসা করবে তাদের মধ্য থেকে প্রতি বছর দশজনকে এক লাখ করে পুরষ্কার৷

# যারা স্বাস্থ্য সচেতন, খাদ্য সচেতন ও সচেতন জনগন তাদের মধ্য থেকে প্রতি মাসে ১০ জনকে ১০ হাজার টাকা মূল্যের আইকন কনসাস এওয়ার্ড প্রদান।

# যারা জনকল্যান, স্বাস্থ্য কল্যান, গুরুত্বপূর্ন,কল্যানমূলক তথ্য, সোশাল মিডিয়ায় পোষ্ট করবেন, তাদের মধ্যে
১০ জনকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পুরষ্কার প্রদান।

# যারা জাতীয় মনস্ত্বাত্বিক উন্নয়ন নিয়ে কাজ করবেন লেখনী,সৃষ্টির মাধ্যমে, তাদেরকে নিয়মিত বেতনে চাকরি প্রদান৷ ঘরে বসে কাজ করে বেতন পাবেন।

#প্রতিবন্ধী শিশুদের সম্পূর্ণ খরচ সরকারের বহন।

# বিক্ষোভ, বিদ্রোহ, প্রতিবাদ জানাবার জন্য অন লাইন প্লাটফর্ম চালু করা হবে, কোনো প্রস্তাব পোলিং সিষ্টেমে অধিকাংশ মানুষ যা চায় সরকার তা করতে বাধ্য থাকবে, সরকার প্রধান নিজের ইচ্ছেয় নয়, অধিকাংশ জনগনের ইচ্ছেয় কনফ্লিক্টিং সিদ্ধান্তগুলো গ্রহন করবে। যারা বিদ্রোহ, বিক্ষোভের নামে, রাষ্ট্রের সম্পদ, শান্তি, শৃঙ্খলা নষ্ট করবে, তারা সরকারী সমস্ত সুযোগ সুবিধা হতে বঞ্চিত হবে, জরিমানা গুনতে হবে। অপরাধ ভয়াবহ হলে, জেল খাটতে হবে।

#এ সমস্ত প্রতিশ্রুতি দিয়ে যারা বিভিন্ন রাষ্ট্রে “জনবান্ধব সরকার” তৈরী করবে,তিনটির বেশী প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হলে সরকার প্রধানের দুই বছর বিনা শ্রমে কারাদন্ড হবে।

# যাদের জেল হবে, তাদের জন্য বই পড়া, গান শোনা, ইন্টারনেট ব্যবহার, থাকা, খওয়ার সুব্যবস্থা, ফোন ব্যবহার, টিভি দেখা ও সুূন্দর ব্যবহার নিশ্চিত করা হবে।
জেল কনসেপ্টটিকে মানবিক ভাবে আপডেট করা হবে। অপরাধী কোনো নারী হলে, তাকে তার সন্তানদের জন্য বিশেষ মাতৃ_ভাতা মাসে ১০০০ টাকা প্রদান করা হবে। জেলে প্রশিক্ষন দিয়ে তাকে কাজে নিয়োগ করা হবে।

# যারা মানুষ হিসেবে অতি উন্নত স্তরের, যেমন, পজেটিভ, অন্যের প্রশংসা করে, সাহসী, স্বপ্নবান, সৃজনশীল, উদার, সহযোগী, মানবিক, নম্র, ভদ্র, ধৈর্য্যশীল,
সুইট টকার, বিশ্বস্থ, অক্ষিতকর, প্রেমময়, তাদের মধ্য থেকে প্রতি বছর ১০০ জন পাবেন গুড হিউম্যান আইকন এওয়ার্ড। মূল্যমান _ এক লাখ টাকা করে। এদের মধ্যে একজন পাবেন ৩ কাঠা জমি।

# ব্যবসায়িক, সাংবাদিক, লেখক, নেতা কারো ১০ টি প্রতিশ্রুতি বা তথ্য মিথ্যে প্রমান হলে ৫০ হাজার টাকা জরিমানা৷ এজন্য ভ্রাম্যমান আদালত গঠন করা হবে।

# প্রতিটি চিকিৎসককে প্রতি মাসে ১০ জনকে ফ্রী প্রেসক্রিপশন দিতে বাধ্য করা হবে,
কাদেরকে তিনি ফ্রী সেবা দিলেন, অন লাইনে তা রোগীর ফোন নাম্বার সহ সংরক্ষন করবেন, পালন না করলে, ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল। প্রতিটি হাসপাতাল ক্লিনিক প্রতি মাসে ৫ জনকে ফ্রী চিকিৎসা দিতে বাধ্য থাকবেন।

জনবান্ধব সরকারের চরিত্র কেমন হবে?__

১. জুলুমকারী স্বেচ্ছাচারী সরকার নয়, সহযোগী সরকার।
২. নিজেকে মুখে ও কাজে সকলের সেবক হিসেবে প্রমান৷
৩. প্রধানমন্ত্রীর চেয়ে একজন সাধারন মানুষ বেশী সম্মানিত ও গুরুত্বপূর্ণ, এ ধারনায় বিশ্বাস।
৪. সরকারী কর্মচারীদের প্রভুসুলভ মনোভাব থেকে কল্যানমূলক সেবক চরিত্রে উত্তরন। সকল সরকারী কর্মচারী
সকল জনগনকে স্যার ডাকতে বাধ্য থাকবেন, চাকরি টিকে থাকার পূর্বশর্ত৷

জনবান্ধব সরকারের উদ্দেশ্য __
জনবান্ধব সরকারে উদ্দেশ্য ভালো মানসিকতা গঠন ও মানুষের জীবনকে সহজ ও আনন্দময় করা। দূর্নীতি, জুলুম, ও অত্যাচার থেকে রাষ্ট্রকে বাঁচানো।

জনবান্ধব সরকারের পরিকল্পক ও মূল ভাবনা কে সৃষ্টি করেছেন?

ধর্ম তৈরী করেছে রাজতন্ত্র।
কার্ল মার্কস তৈরী করেছেন সমাজ তন্ত্র।
আব্রাহাম লিংকন এর আবিষ্কার গনতন্ত্র।
The Abdullah al masum.
www.abdullahalmasum.com
(জগতের অদ্বিতীয় ব্যক্তিত্ব তৈরী করেছেন, ‘জনবান্ধব সরকার ‘৷

পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র তার চরিত্র বদল করে, জনবান্ধব সরকারে আপডেট হবে,
তা দাবী করছি৷

বাংলাদেশের সাবেক,বর্তমান সেনাপ্রধানদের,রাষ্ট্রপতিকে,সাবেক দুই প্রধানমন্ত্রী, সরকার পতন আন্দোলনের রাপকার young force দের প্রস্তাব করছি, বিশ্বের বুকে প্রথম এ ধরনের সরকার উপহার দিয়ে Roll model হবার জন্য।

অসীম ভালোবাসা ও সম্মান

( জনবান্ধব সরকার
পৃথিবী জুড়ে দরকার)
আপনি, এই সরকার ব্যবস্থাকে সমর্থন করলে, এই লেখাটি copy করে আপনার একটি হাস্যজ্জ্বল ছবি সহ টাইম লাইনেও পোষ্ট করুন৷ মুহুর্তে সারা পৃথিবীতে জনপ্রিয় করে তুলুন এই সরকার ব্যবস্থা ও নতুন আইডিয়াগুলো।

৭০০ কোটি মানুষের পক্ষে দাড়ালাম আমি _____(শূন্য ঘরে আপনার নাম লিখে,পুরো লেখাটি করে এবং সকলকে নতুন সরকার ব্যবস্থা সম্পর্কে জানতে দিন৷ _!
ভালো ভাবে বাঁচতে হলে, ভালো জীবন পেতে হলে, জনবান্ধব সরকারের বিকল্প নেই।

Back To Top