skip to Main Content

আমার তৈরী করা কিছু গনমাধ্যমকর্মী

গনমাধ্যমে আমার তৈরী করা কিছু কলা কৌশলী, এডিটর, নির্মাতা,সংবাদপাঠক ও মডেল ।

আমি প্রায় ৫৭ টি ব্যাচ ছেড়েছি সম্পাদনা, চিত্রগ্রহন, আবৃত্তি সংবাদ পাঠ এর ওপর৷ আমার প্রতিষ্ঠান Media station ও আমার ব্যক্তিগত সহযোগীতায় গনমাধ্যমে অনেকেই আজ প্রতিষ্ঠিত হয়েছেন। কেউ কেউ রিটায়ারও করেছেন গনমাধ্যম থেকে।

জাকারিয়া ভূইয়া

ভিডিও সম্পাদক, দীপ্ত টিভি

তূর্যা

সাবেক সংবাদ পাঠক পাঠক এশিয়ান টিভি ও বৈশাখী,

এখন অন্য একটি প্রাইভেট চ্যানেলে পড়ছে

মেহেদী হক রনি

পুরষ্কৃত হয়েছে প্রধানমন্ত্রীর কাছে

শারমিন

সাবেক সংবাদ পাঠক চ্যানেল আই, এস এ টিভি,  সাবেক সংবাদ পাঠক বিবিসি

ব্যারিষ্টার তারেক রাজা

৯ টি বিজ্ঞাপন এ মডেল হয়েছে। লাইফ বয়, তীর সহ বহু বিজ্ঞাপনে ।

এখন শুধুই ল প্র্যাকটিস করে, গনমাধ্যমে নেই

এখন অন্য একটি প্রাইভেট চ্যানেলে পড়ছে

লুবনা

মডেল হিসেবে ১০০ এর বেশী প্রতিষ্ঠানের মডেল হয়েছে ।

আফরোজা আকতার

বিটিভিতে ভিডিও সম্পাদনার দায়িত্বে আছে । কতো কতো মেধাভিত্তিক নাম

হেলাল

হেলাল, মীর,  মিতু, কবীর,  সুমন, শোভন,রাফিন, সিফাত, সোমা, মৌ, দিবা, রাতুল, হারুন, ফয়সাল অনেকেই নিজ নিজ সাধনার ও পরিশ্রমের কারনে সুনাম অর্জন করেছে নিজ নিজ কর্মক্ষেত্রে

গনমাধ্যমে আমার সংযুক্ততা প্রায় ২২ বছর হলো।

প্রশিক্ষন নিলে বা কাজ করবার স্কোপ পেলেই সকলে এগিয়ে যেতে পারে না। অনেককে দেখেছি,  অনেক মেধা থাকা স্বত্বেও পথে ঝড়ে যেতে।

শৈশব থেকেই কাউকে সহযোগীতা করতে পারলে আমি বড়ই তৃপ্তি পাই৷ আমার অন্তরের আলো কিছু কিছু বাতির মধ্যে প্রজ্জ্বলিত হয়,  হোক তা আমার খুব সামান্য অংশ,

এটা ভাবতেই আমার ভালো লাগে৷

জ্ঞান শিক্ষা দক্ষতা ছড়িয়ে দেবার জন্যই। এগুলো লুকিয়ে রাখার বিষয় নয়। সবাইকে আমি সব ক্লাসে দুয়েকবার হলেও স্বরন করিয়ে দিয়েছি বা ব্যক্তিগতভাবে বলেছি,

সবার আগে মানুষ হিসেবে ভালো হতে হবে। কতো তারকা আসে যায়, কতো মেধাবী আসে যায়!  যাকে দিয়ে মানুষের কল্যান হয় না, তার অস্তিত্বের মহান অর্থ দাড়ায় না।

এ মুহুর্তে পৃথিবীতে গুনী মানুষের সংখ্যা ৩০ লাখের বেশী,

তারকাট সংখ্যা ২৮,০০০ এর বেশী।

পৃথিবীতে নিজ অস্তিত্বের মৌলিক অর্থ দাড় করাতে হলে,

পৃথিবীকে কিছু একটা দিতে পারতে হবে। শুধু, স্ব প্রতিষ্ঠাই

সব কিছু নয়৷

সকলের কল্যান হোক।

শুভাশীষ৷

আবদুল্লাহ আল মাসুম

গনমাধ্যম ব্যক্তিত্ব

Back To Top