skip to Main Content
Icon Award 3

Icon Award 3

ড.আবেদ চৌধুরী প্রেষ্টিজিয়াস আইকন এওয়ার্ড এর জন্য নির্বাচিত হলেন। মূল্যমান এক লাখ টাকা।
The Abdullah al masum প্রবর্তিত এই বিশেষ এওয়ার্ডটি পৃথিবীর প্রথম এওয়ার্ড যা সুন্দর মানসিকতার জন্য প্রচলন করা হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অনেকে পাবেন৷
আড়ম্বর পূর্ন অনুষ্ঠানের ভেতর দিয়ে এই পুরষ্কার প্রদান করা হবে।

মূল সংবাদ __

পঞ্চব্রীহি ধান উদ্ভাবন।।

খাদ্য সংকটের বিশ্বে বাংলাদেশকে ১০০ বছর এগিয়ে দিয়েছেন তিনি ! জমিতে একবার চারা রোপণ করে পাঁচবার ফলন দেয়া পঞ্চব্রীহি ধান উদ্ভাবন করেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। খাদ্য সংকটের আগামীর বিশ্বে যা বাংলাদেশকে ১০০ বছর এগিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের এমআইটি বিশ্ববিদ্যালয়ে বিশ্বের সেরা সব বিজ্ঞানীদের সাথে তিনি গবেষণা করেছেন। বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের স্বার্থেই তিনি বাংলাদেশেই তার সেই গবেষণা কাজে লাগিয়েছেন।
এতবড় একটা আবিষ্কার করে যিনি আমাদের মত জনবহুল একটি দেশের খাদ্যের যেন ঘাটতি না হয় সে ব্যাবস্থা করলেন আমরা সতেরো কোটি + মানুষের মধ্যে কজনইবা আমরা জানি বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী।
বিনম্র শ্রদ্ধা জানাই এই প্রচার বিমুখ মানুষটিকে।

তথ্য সুত্র :

Wikipedia

@highlight

This Post Has 0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top