Icon Award 1
Ahmad shadin, rhyme writer got
Icon coffee award for his rhyme on facebook.
For following writings…
সখি তোর গলার নিচে তিল দেখেছি
সে তিলের সাথে যেটার মিল দেখেছি-
সেটা আজ বলবো না থাক লজ্জা পাবি
ঘরে তোর কোল বালিশে মুখ লুকাবি
আমি তোর জন্য বরং স্বপ্ন আঁকি
যেখানে হাজার রংয়ের মাখামাখি
যেখানে আকাশ থাকে উপুর হয়ে
আসে না রাত সারাক্ষন দুপুর হয়ে-
সময়ও স্থিরতায় দাড়িয়ে থাকে
মেঘেরা দু হাত মেলে বাড়িয়ে থাকে,
হেঁটে তোর চলার পথে ছায়া দিতে
কখনও বৃষ্টি হয়ে মায়া দিতে!
তবু তুই আমার থেকে পালিয়ে যাবি
দূরে থেকে আশার খেয়া চালিয়ে যাবি
আমি তোর শীতের রাতের শাল হতে চাই
আধাঁরের শেষে প্রভাত কাল হতে চাই।
- একটি পুরনো কাব্য (তোর জন্য স্বপ্ন আঁকি)
আহমাদ স্বাধীন
Congratulation Ahmad shadin.
Idea created by
Abdullah al masum
The poet of love.❤️
www.abdullahalmasum.com