skip to Main Content

ধনী হবার সব চেয়ে সহজ উপায় হচ্ছে _সঠিক দূর্লভ

কাউকে,মনের অতলান্ত হতে মান্য করা, বিশ্বাস করা ও সম্মান করা।

কারো ভেতর যদি এ গুনগুলো পান _

অন্ধ অনুসারী হয়ে উঠুন।

হৃদয়বান, উদার, দূরদর্শী, প্রজ্ঞাবান,কল্যানকর,অক্ষতিকর,মিষ্টি,

ভালোবাসায় বিশ্বাসী, বড় চিন্তার, মানসিক ভাবে ধনী,

দর্শনে গভীর, অলৌকিক ও আধাত্ববাদে বিশ্বাসী,

সহযোগী মনোভাবের,  নিরঅহংকারী, আবেগপ্রবন,নতুন চিন্তার,সমব্যথী,তথ্যসমৃদ্ধ, বড় যোগাযোগের, সুপার পজেটিভ,মহানুভব,ভিন্ন চিন্তার,

অন্যের আনন্দে বেশী খুশী হন, প্রানবন্ত, কমিটেড, সৎ ও স্বচ্ছ, আত্মবিশ্বাসী, নির্ভীক,খোলা মনের, ব্যক্তি স্বার্থের উর্ধ্বে, ক্ষমাশীল, অনুপ্রেরনা সৃষ্টিকারী, তথ্যসেবা প্রদানকারী, মনস্তত্ব উন্নয়নকারী, চির শুভাকাঙ্খী,শান্তি স্থাপনকারী,  এমন মানুষকে সাধনা  করুন, মন থেকে ভালোবাসুন, শ্রদ্ধা ও সম্মান করুন, গাইড লাইন নিন ও সক্রিয় হোন।

আপনি মেঘের ভেতরে ভবিষ্যত বৃষ্টিকনা। অনেক উপরে বসে আছেন, কিন্তুু, অনেক ক্ষুদ্র, আপনাকে মেঘের গর্ভ ছিড়ে, গতিময় হয়ে সমুদ্রে এসে মিশতে হবে। এবং, প্রকৃতির সূত্র অনুযায়ী আপনি, সমুদ্রে বিবর্তিত হবেন, সমুদ্র বলে, চিহ্নিত হবেন। বড় হবার স্বার্থে,সফল হবার স্বার্থে, শান্তি ও সমৃদ্ধির স্বার্থে নীচে আসুন৷

অনেক উপরে, অসহায় হয়ে ঝুলে থাকা জরুরী?

না কি বৃহৎ স্বত্বায় আত্মপরিচয় ভুলে, বিবর্তন জরুরী?

নির্ধারন করুন।

আপনার অসহাত্ব ও দূর্বলতা যদি,  গতিময়তা ও বিবর্তনের ভেতর দিয়ে বিশাল তরঙ্গ শক্তিতে রূপান্তরিত হয়,  নিজেকে অনতিবিলম্বে বিবর্তিত করুন।

ঈর্ষা,ইগো,লকড থিংকিং, পুরোনো ধারনা, অবিশ্বাস, সন্দেহ, অপ্রয়োজনীয় ভয়, অমূলক সংশয়, কিছু ক্ষেত্রে অযৌক্তিক অপ্রয়োজনীয় আত্মসম্মানবোধ,দলকানা, ধর্মান্ধ মনোভাব, আত্মবিশ্বাসের অভাব আপনার গ্রোথকে থামিয়ে দিচ্ছে।

সব নেগেটিভ ফোর্সকে সমূলে ধ্বংস করে,

বেড়ে উঠুন। এসব ডাকাত ই আপানাকে পেছনে ধরে রেখেছে।

উল্লেখিত সমস্ত অদৃশ্য গুনাবলী সহ এমন কাউকে আপনার চারিপাশে আবিষ্কার করলে, আপনার করনীয় _

১. সব চেয়ে বেশী গুরুত্ব দিন তার নির্দেশনা। (প্রাধান্য)

২. সহস্র কোটি টাকার ওপরে কল্পনা করুন এমন ব্যক্তিত্বকে৷ (শ্রদ্ধা)

৩.ফুল ও বই উপহার দিন। (ভালোবাসা)

৪. নিয়মিত যোগাযোগ রাখুন ও মূল্যবান,সঠিক তথ্য প্রদান করুন। (সহযোগীতা)

৫. খাতির করুন,  বাদাম কিনে খাওয়ান ( আন্তরিকতা)

৬.তার সম্পর্কে কেউ মিথ্যে অপপ্রচার করলে, ভদ্রভাবে  প্রতিবাদ করুন ও আপনার প্রশংসাধ্বনী ও মূল্যায়ন নিঃশঙ্কচিত্তে ব্যক্ত করুন। নীরব থাকবেন না বা আড়ালে মুখ টিপে হাসবেন না। (অনুসারী)

৭.তাকে যথাসম্ভব প্রচার করুন ও প্রচারে সহযোগীতা করুন। (অনুরাগী)

৮.তার দর্শন, ভাবনা ও চিন্তা দ্বারা নিজেকে ভেঙে, পূনরায় বিন্যাস করুন। (ভক্তি)

৯.কোনো কিছু নির্দেশনা পেলে, যতোক্ষন, মানবতা, কল্যান, হৃদয়, বিবেক, প্রেম _ এসবের বিরদ্ধে যাবে না, তাকে পালন করুন ও দ্রুত সক্রিয়তা প্রমান করুন৷ ( সক্রিয়তা)

১০. তাকে সর্বোচ্চ মনোযোগের কেন্দ্রবিন্দু হিসেবে আরাধনা করুন ( কৌতূহল)

১১. মস্তিষ্ক থেকে নয়, হৃদয় হতে বিচার করুন। ( অনুভূতি)

১২.তাকে আপনার হৃদয়ের সিংহাসনে চিরন্তন রাজাধিরাজ হিসেবে শতাব্দীকালের জন্য

গভীর ভাবে ধারন করুন ( মান্য)

সারাংশ

আপনি যদি কৌতুহলী হয়ে, হৃদয় হতে শ্রদ্ধা,ভালোবাসা,আন্তরিকতা, ভক্তি দিয়ে এমন কারো অনুরাগী, অনুসারী হয়ে সক্রিয় অনুভূতি প্রকাশের মাধ্যমে প্রচারক হয়ে তাকে মান্য করেন ও প্রাধান্য দেন,

আপনি সুনিশ্চিত ভাবে সমৃদ্ধ  ও ধনী হবেন।

 

এমন মানুষ,  আপনাকে শুধু ধনী করে তুলতে পারে না, আপনাকে দিতে পারে প্রকৃত উন্নয়ন, খাঁটি প্রেম, খ্যাতী, ক্ষমতা, অমরত্বের সাধ, মানসিক প্রশান্তি, অনুপ্রেরনা,

জীবনের গভীর বোধ আর ঐতিহাসিক সাফল্য। ধনী মানে ধনে ও মনে উভয় দিকে সমৃদ্ধ হওয়া।

 

আশীর্বাদ সবার জন্য নয়।

আশীর্বাদ নিজের গুন দ্বারা অর্জন করতে হয়।

নিজের অভ্যন্তরীন গুনাবলীর উন্নয়ন ঘটান ও এমন কাউকে চারিপাশে খুঁজে বের করে আমার আরজি গুলো (প্রতিটি,অক্ষরে,  অক্ষরে) তামিল করুন৷

 

আপনি, সেখান থেকে বহূকিছু অর্জন না করলে,

ক্ষতিপূরন আমি দিবো৷

এমন কাউকে আপনার চেনা গন্ডীতে খুঁজে না পেলে,

আমার দ্বারস্থ হোন। আমি সহযোগীতা করবো তাকে খুঁজে পেতে৷

 

The Abdullah al masum.

Thought changer.

Back To Top