skip to Main Content
কবিতা: (২) চলো না মানুষের

কবিতা: (২) চলো না মানুষের

চলো না মানুষের দেহ হতে
মুক্তি নিয়ে পরিপূর্ণ সবুজ বা হলুদ
পাখি হয়ে যাই!

বৃষ্টি ধোয়া আকাশে
হয়ে যাই রংধনু।

চলো হয়ে যাই
আলোর চেয়ে গতিময়, বাইকের সারথী!

চলো  হয়ে যাই
উত্তর মেরুর বরফ ভাঙন!

গলগল করে প্রবাহিত হোক জল। 
তৈরী করুক,  ঝরোনা ও নদী।

চলো হয়ে যাই, এমন প্রজাপতি
যে শুধু প্রতি মিনিটে ঘটাবে
পরাগায়ন।

চলো হয়ে যাই, বিষ্ময়ে অভিভূত সোনালি হরিন “!

চলো হয়ে যাই
প্রকৃতির এমন আকৃতি,
যা অতিক্রম করে
আমাদের কল্পনা। 
এমনও সুন্দর
যা সুবিশাল!

চলো হই বিবর্তন
আবদুল্লাহ আল মাসুম
১৮/০৩/২০২২
বেইলী রোড,ঢাকা। 
৭. ৫০ পিএম


চাঁদ যদি গুটি গুটি পায়
চুপি চুপি নেমে আসতো এ ধরায়…
কেমন হতো দেখতে
অবিকল
তোমার মতো? 

একটি হরিন শাবক
পথ হারিয়ে যদি
টলটল চোখে
খুঁজে পেতো পথ
তোমার ইশারায়? 
কেমন হতো তার সজল নয়ন?
তোমারই মতোন! 

কাশফুলের কোমড়ে কোমড়ে
দোলা লাগায় যে দখিনা হাওয়া? 
কেমন সে উথাল পাথাল! 
তোমারই মতো কোমল, শুভ্র!
মার্জিত অনাদিকাল? 

জগত ভরা সমস্ত,মিষ্টি
হাসির যোগফল
কেমন হতো?
তোমার হাসির একটি
সহজ সমীকরন। 

মূলত,  আমি তোমাকে
ভালোবাসি,
সব সুন্দর তোমার মাঝে
খুঁজে পাই।

জবানবন্দী
আবদুল্লাহ আল মাসুম
the poet of love. 
www.abdullahalmasum.com




বেইলী রোড ১০.৫৯
ঢাকা।
এপ্রিল ০৮, ২০২২
bgd.









আমার যকৃত, ফুসফুস, মহাধমনী,  বাম নিলয়ে তুমি এক
উত্তেজিত আনন্দময় চিতকার! 
রক্তে এক টগবগে দাবানল।
সুতীব্র চিকন আগুনের লেলিহান  শিখা! 

গোপন নীরব আবেগের অপ্রতিরোধ্য মিছিল! টগবগিয়ে
খুন হাসে,  হৃদয়ের পাড়ায় জ্বলে
তারাবাতির,  অবাক মায়বী ইন্দ্রজাল! 

আমার বাহুত, নাভীতে,  নাসিকান,কর্নে লেগে থাকা এক
প্রচন্ড শক্তিমান ঝড়ো হাওয়া আর ঝটিকা তান্ডব,  আনন্দ আর তুমুল উত্তেজনার শিহরন তুমি! 


মধুর আবেশে প্রচন্ড ঘূর্ণি! 
এক আরোগ্যহীন চমতকার অসুখ!  আসমানের ঘন ঘন
খাঁড়াজিলি! তুমুল শিহরনে, 
বিপুল চমক আর দেহ অবশ করা অনন্য অসীম আগ্নেগিরি! 
না কি বৃষ্টি জল।

আগুনের দাবানল হলে,
এবার জল হও। ঝরো ও ঝরাও। 
বারোমাসি খে্জুর গাছ হও,
শীতের সকালে, আমার রসের পেয়ালা হও। 

আমার আকন্ঠ সূধা হও। 
আমার শান্তি ও ঘুম হও।
আমার য়ামরত্ব আর উপশম হও।  আমাকে বিষ দাও আর আমার জীবনের মধুর উপসংহার হও। 

মধুর এ যন্ত্রনা, 
অসহ্য,
মানবতা আজ কোথায়?
মানুষ,হারিয়ে গেলে
তাকে আর খুঁজে পাওয়া যায় না। 
সারা শহর ফাঁকা মনে হয়। 
মনে হয়,  এ শহরে আপন বলে কেউ নেই! 


লাল টুকটুকে জামা ফিতা..
ডুমুরের গাড়ী, 
আরেকটু বড় হলাম যখন, 
পাহাড়ী পথে চলার মতো সাইকেল। 
যখন যা চেয়েছি,
খুশী মনে এনে দিয়েছেন। 


কখনো ঘোড়া হয়ে পিঠে তুলেছেন..
কখনো, পাতার বাঁশি বাজিয়ে
আমাকে মুগ্ধ করে রাখতেন! 

ঘরে ফিরেই রোজ
এক মুখ ভর্তি হাসি দিয়ে
জড়িয়ে ধরতেন পাঁজরের ভেতর। 


সম্ভব, অসম্ভব সব কিছুই
আমার জন্য আয়োজন করতেন ।


একবার আমি কাঁদছিলাম,
প্রচন্ড জ্বর হয়েছিলো বলে। 
তার চোখও দেখেছিলাম অশ্রুসজল।


বাবা, পৃথিবীর সব পুরুষ
সমস্ত আদর মায়া দিয়েও
তোমার সমান হতে পারলো না।
না, কোনদিন পারবে, 
না পারা সম্ভব! 

কোটি কোটি পুরুষের  মাঝে
খুঁজে ফিরি ‘ বাবা বাবা’ ঘ্রান! 
কিনতু তারা একটা সময়
প্রেমিকই হতে চায়।

বহু যুহ কাটিয়ে এ জগতে
বলতে পারি,  এমন কি নেই কেউ
মাথায় রেখে হাত
চোখের পানি মুছতে মুছতে
বলতে পারে
‘মাগো, তুমি ভালো থেকো।

কোথায় হারিয়ে গেলো
আমার ভরসা, আনন্দ, আশা?
বিশ্ব চরাচর ফাঁকা ফাঁকা লাগে। 
তুমি এখন কোথায়?



অসম্ভব ব্যথা
হৃদয়ে জাগরুক
আবদুল্লাহ আল মাসুৃৃম
www.abdullahalmasum.com

বেইলী রোড, ঢাকা। 
২৬/০৩/২০২২


ভেবেছিলাম
প্রেম একটি টিলা!
শ্রমসাধ্য হলেও
উঠে দেখি _
প্রেম বাস করে আরো ওপরে। 
সংযুক্ত গাছের উঁচু মগডাল বেয়ে
নীচে নেমে দেখি!…
প্রেমের দর্শন আরো আরো উঁচুতে। 

পাহাড়ের ওপর দাড়িয়ে
আমি গরমাগরম কফি খেলাম!
টুকরো টুকরো মেঘ আমার নাভীতে কাতুকুতু দিয়ে পথ হারালো।

না,না না,
প্রহেলিকার মতো প্রেৃম।
তাকে এখনো ছুতে পারি নাই। 

তার দৈর্ঘ্য,প্রস্থ কি
সবচেয়ে বৃহৎ
সমুদ্র সমান? 

প্রেমের উচ্চতা কি তবে
এভারেষ্ট বা তার ৩ গুন
অলিম্পাস সমান? 

এতো ক্ষুদ্রে কি
কখনো বাস করে প্রেম? 
সম্ভবত _
প্রেমের দৈর্ঘ্য, প্রস্থ,  উচ্চতা
সুবিশাল এক 💓 হৃদয় সমান!

লহ লহ লহ
মোর অঞ্জলি ♥
তোমার কথা কি বাজে
কোনো কবির অন্তরে! 
তাহলে, বুঝে নিও
সব বাক্যের এটাই প্রমান!

প্রেমের বাসা
আবদুল্লাহ আল মাসুম
the poet of love. 
www.abdullahalmasum.com
06/03/2022
10.55 am
dhaka,  baily road. 

dedicated to
রক্ত করবী।


শয্যায়,
লজ্জায়
হয়ে গেছো
লাল!
রোদে বানে
গানে গানে
এনেছো সকাল। 

তৃপ্ত
দীপ্ত
একাকী
মাতাল! 
সূক্ষ
দুঃখ
আকাশ – পাতাল !



উন্নত শির
উন্নত রবে
পথে _ চির কল্যান! 
যা যা কিছু আছে
অসফলতা, তা,
ইতিহাসে হবে ম্লান।

দৃপ্ত শপথে
হই আগুয়ান।
মুছে ফেলি
চলো, ভয়! 
বিজয়ের পথে
আসল বাধা
দ্বিধা,ভয়,সংশয়!

_______________আবদুল্লাহ আল মাসুম 💓
bgd

চলো না মানুষের দেহ হতে
মুক্তি নিয়ে পরিপূর্ণ সবুজ বা হলুদ
পাখি হয়ে যাই!

বৃষ্টি ধোয়া আকাশে
হয়ে যাই রংধনু।

চলো হয়ে যাই
আলোর চেয়ে গতিময়, বাইকের সারথী!


চলো  হয়ে যাই
উত্তর মেরুর বরফ ভাঙন!
গলগল করে প্রবাহিত হোক জল। 

তৈরী করুক,  ঝরোনা ও নদী।


চলো হয়ে যাই, এমন প্রজাপতি
যে শুধু প্রতি মিনিটে ঘটাবে
পরাগায়ন।

চলো হয়ে যাই, বিষ্ময়ে অভিভূত সোনালি হরিন “!

চলো হয়ে যাই
প্রকৃতির এমন আকৃতি,
যা অতিক্রম করে
আমাদের কল্পনা। 
এমনও সুন্দর
যা সুবিশাল!



চলো হই বিবর্তন
আবদুল্লাহ আল মাসুম
১৮/০৩/২০২২
বেইলী রোড,ঢাকা। 
৭. ৫০ পিএম


শয্যায়,
লজ্জায়
হয়ে গেছো
লাল!
রোদে বানে
গানে গানে
এনেছো সকাল। 

তৃপ্ত
দীপ্ত
একাকী
মাতাল! 
সূক্ষ
দুঃখ
আকাশ – পাতাল !



আমি,
পৃথিবী থেকে বিচ্ছিন্ন হই
যখন,অনুভব করি,
এই তো
আলিঙ্গনের সুখে
আমরা রঙিন
প্রজাপতির ডানার মতো
দোলায়িত আর নৃত্যরত!



আমি
নির্বাক হয়ে যাই
তোমার সকল
মধুরতরো
প্রতিউত্তরে। 
এগুলো নয়
সাধারন কবিতা,
বরং, তুমি
সতেজ জীবন থেকে
আমদানী করেছো
অনেক জহরত। 
এতোটা সমৃদ্ধি
আর কোথাও
মেলে নি কখনো।


স্বর্গে দাড়িয়ে আমি উঁকি দেই,নরকে । 
অথচ,  তখনো তুমি
আমাকে ভেবে
একটা গান গাইছো,জগতে ।
গানটির সুরটি মর্মান্তিক আর
করূন বিলাপে ঠাঁসা। 

তোমার পাশেই তো আমার থাকার কথা ছিলো
বহূদুর হতে
আমি একটু মুচকি মুচকি হাসছি। 


প্রিয়তমা, 
আমি তোমার সবটুকু সুর
শুষে নিতে চাই আমার অন্তরে।




কবিতা
মিশ্রন
আবদুল্লাহ আল মাসুম
১৪/০৩/২০২২
৩.৪০ পিএম
বেইলী রোড, ঢাকা।
www.abdullahalmasum.com


আমার জানলায় আবার ফিরে এসো কাল।
ফিরে এসো এক মুঠো রোদ্দুর হয়ে। 
আলোকজ্জ্বল আসমানে
বেমানান বেঢপ
এক টুকরো মেঘ হয়ে!
ফিরে এসো বিনা নোটিশের
এক পশলা মিষ্টি হাওয়া হয়ে।

ফিরে এসো, 
স্বপ্ন ও বাস্তবতার
অবিচ্ছিন্ন কাতরতায়। 

ফিরে এসে
সজোর পরাক্রমী বৃষ্টি হয়ে। 
আমাকে ছুতে না পেরে
সার্শিতে জলের রেলগাড়ী হয়ে।

ফিরে এসো মিষ্টি চাঁদ ও জোছনা হয়ে। 
হয়ে যেও আমার বুক ব্যাথার উপশম হয়ে।
যা আমি প্রতিনিয়ত বলতে পারি না! 
সব কিছু কি ব্যখ্যা করা যায়? 
না কি,  সব কিছু দৃশ্যমান
এ কপট জগতে! 

ফিরে এসো। 
পৃথিবীর তাবত সুন্দরের কসম
তুমি আবারও আমার শহরে ফিরে এসো
হয়ে ওঠো জমিনে জমিনে
আলোর ফোয়াড়া!! 

ফিরে এসো
নাম না জানা, অবাধ্য পোষা পাখি! 
যার ডানায় লেগে থাকে
মেঘের আবীর! 

ফিরে এসো
আবদুল্লাহ আল মাসুম
১২.১২ Am
বেইলী রোড,  ঢাকা। 
19/02/2022
💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓



আবার বৃ্ষ্টি এলে
আমরা দুজনে, হাত ধরে নাচবো, তা তা থৈ থৈ “
কুয়াশা থেকে চেয়ে নেবো
এক কাপ গরম কফি! 

যদিও বলি, বাসা বাঁধবো সাম্পানে
বা,  ভালোবাসার ছোট্ট একটি ঘর!
মূলত♥ অনাদিকাল আলেখ্য প্রেম
তোমার বন্দনায়। 

গায়ে নাও, মেখে নাও
ফাল্গুনের লু হাওয়া,  লিলুয়া বাতাস! 
হাড় জুড়ানো জীবন আর
চারিধারে কড়া সুসংবাদ।

তোমার মতো,  অতো সুন্দর করে
আমি তো গাইতে পারি না, গান! 
অতো সুন্দর করে হাসতে পারি না।
ছড়াতে পারি না, মুগ্ধতা!
বিকশিত করি না প্রাণ। 

পাতা ঝরে যায়, যায় সহস্র বার,  বারংবার! 
প্রকৃতির বুকে এক অবাধ্য ঠুমরি! 
অসাধ্য খেয়াল। 

জলের বুকে ঢেউয়ের
মিষ্টি নাচন আর
তলদেশে, গভীরে, ছেনালি আগ্রাসন! 

কার্নিশে
ঝুলে থাকা সোনালি রোদ্দুর!
ঢুকবে বলে আর ঢোকে নি
আমি প্রতীক্ষায় রয়ে গেলাম
শতাব্দিব্যপী! 

কবিতাগুলো
কালো কালো অক্ষর থেকে
জ্বলজ্যান্ত ফুল হয়ে
সুবাস ছড়াক। 
অবিরত চেষ্টার ফল
কখনো কি বিফলে গিয়েছে? 

তোমাতে কেন আমি মন্ত্রমুগ্ধ! 
কি তার কারন! 

কবিতা _ মন্ত্রমুগ্ধ
কবি _ আবদুল্লাহ আল মাসুম
১.০৫। am
baily road.  dhaka. 
২৫/০২/২০২২
www.abdullahalmasum.com

DEDICATED TO
রক্ত_করবী। 💓🌷💓



ভেবেছিলাম
প্রেম একটি টিলা!
শ্রমসাধ্য হলেও
উঠে দেখি _
প্রেম বাস করে আরো ওপরে। 
সংযুক্ত গাছের উঁচু মগডাল বেয়ে
নীচে নেমে দেখি!…
প্রেমের দর্শন আরো আরো উঁচুতে। 

পাহাড়ের ওপর দাড়িয়ে
আমি গরমাগরম কফি খেলাম!
টুকরো টুকরো মেঘ আমার নাভীতে কাতুকুতু দিয়ে পথ হারালো।

না,না না,
প্রহেলিকার মতো প্রেৃম।
তাকে এখনো ছুতে পারি নাই। 

তার দৈর্ঘ্য,প্রস্থ কি
সবচেয়ে বৃহৎ
সমুদ্র সমান? 

প্রেমের উচ্চতা কি তবে
এভারেষ্ট বা তার ৩ গুন
অলিম্পাস সমান? 

এতো ক্ষুদ্রে কি
কখনো বাস করে প্রেম? 
সম্ভবত _
প্রেমের দৈর্ঘ্য, প্রস্থ,  উচ্চতা
সুবিশাল এক 💓 হৃদয় সমান!

লহ লহ লহ
মোর অঞ্জলি ♥
তোমার কথা কি বাজে
কোনো কবির অন্তরে! 
তাহলে, বুঝে নিও
সব বাক্যের এটাই প্রমান!

প্রেমের বাসা
আবদুল্লাহ আল মাসুম
the poet of love. 
www.abdullahalmasum.com
06/03/2022
10.55 am
dhaka,  baily road. 

dedicated to
রক্ত করবী।

💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓


আমি কি তোমার
সম্পূর্ণ সমুদ্র? 
না কি সমুদ্র বন্দর? 
খালাস হলে বিদেয়?

আমি কি তোমার
ট্রানজিট না
ডেসটিনেশান?

আমি কি তোমার
আলো না কি
আলেয়া?

আমি কি তোমার
ভালোবাসা না প্রেম? 

আমি কি তোমার
সর্বাঙ্গের আনন্দময় আগুন
না নিভন্ত ধ্বিকি ধ্বিকি?



আমি কে তোমার
আবদুল্লাহ আল মাসুম
১০.৫০    am
বেইলী রোড।
  b_gd

************************



সাত মহাদেশ তেরো নদী
পার হয়ে তোমার কাছে আসবো। 

আসবো,
একটি পলক দেখার জন্য। 
এক টুকরো হাসি
জ্বলজ্বল করবে..
সে আলোতে ভেসে যাবে
জমিন আসমান। 

দাড়ি, কমা, সেমিকোলনের
ফাঁকে ফাঁকে
লুকিয়ে থাকা
জীবনের কবিতা
অথবা
কবিতার জীবন। 


আমি, তোমার জীবনকে
রূপকথা বানাতে চাই। 
এবং তা খুব সম্ভব
ছোট্ট কারনে। 

আমি তোমাকে ভালোবাসি। 
বুকে জড়িয়ে নিয়ে,
দুচোখ জুড়িয়ে দিয়ে
কখনো বলো না
তুমিও আমার অনুরূপ
ভালোবাসো। 

আমরা দুজনেই এতে
অপারগতার অশ্রু বিসর্জন
দিবো..
দিতে থাকবো অনাদিকাল। 


আমরা আমাদের আলিঙ্গনে
না পাবার থেকে কষ্ট কি আছে
একটি ক্ষুদ্র জীবনে?

জীবন থেকে আমরা
মূলত, ভালোবাসাই চাই। 
চাই ভরপুর প্রেম। 
চাই মিষ্টি খুশবো।
চাই,  ভালোবাসার
পতাকা উড়ুক এভারেষ্ট এর চূড়ান্ত চূড়ায়।


প্রেমের বিজয় পতাকা
আবদুল্লাহ আল মাসু
the poet of love
www.abdullahalmasum.com
বেইলী রোড, ঢাকা
১০.০৫  pm
০৫/০৩/২০২২
bgd


💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓


তোমাকে দেখতে না পেলে
আমি তো অন্ধ হয়ে যাই! 
তোমার স্পর্ষ না পেলে
হৃদযন্ত্র, যন্ত্রনা করে অহর্নিশ! 

আমার ভেতর বিদ্রোহ করে
আমার আরেকটা মানুষ। 
আমি স্থীর দাড়িয়ে রই
গজায় শেকর বাকড়।

তোমাকে একটু খানিক…
শুধু একবার দেখার জন্য
আমি মুখিয়ে আছি শতাব্দীকাল।
আমার পরান
ছটফটায় একটা খাঁচার ভেতর।।

জাদুবাস্তব আর স্বপ্বালু
দু পর্দার মাঝে দোল খায়
আমাদের প্রেম। 

তোমাকে আরো একবার
একটি বার দেখার জন্য
আমার পরান পাখি বাইরাম বাইরাম করে, করে অহর্নিশ!

তোমাকে দেখতে না পেলে
আমি তো অন্ধ হয়ে যাই! 
জন্মান্ধের মতো খুঁজি
আধারের পৃথিবী! 

শুধু বলি কানে কানে
“ভোর হলো,  দোর খোলো।
ভোর হলো দোর খোলো! “

কবিতা _
অন্ধ হয়ে যাই
আবদুল্লাহ আল মাসুম
২৬/০২/২০২২
৮.৩৪ পিএম
বেইলী রোড, ঢাকা। 
www.abdullahalmasum.com

dedicated to
রক্তকরবী 🌷

This Post Has 0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top