বিপদ নাম্বার ২ সমাধান করা হলো
চাকরি হারিয়ে বিভীষকাময় হাহাকারে বিপন্ন হয়ে ওঠেন স্বরেআা কাদির ( +8801568-894968) । তিন বাচ্চার সংসার।
একটি চাকরি পেতে অনেককেই নক করেন, কিন্তু, অনেকেই সহযোগীতা করার ভান করেন বা দিতে অক্ষম হন৷ তাকে একটি চাকরির ব্যবস্থা করে দেয়া হয়েছে৷
তিনি গোপালগঞ্জ থেকে গাজীপুরে চাকরিতে জয়েন করতে আসার জন্য গাড়ী ভাড়ার সংকটে পড়েন৷১২ দিন চেষ্টা করেও কারো কাছ থেকে সামান্য সহযোগীতা পেতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত, হাতের এন্ড্রয়েড মোবাইল সেটটি বিক্রয় করতে বাধ্য হন মাত্র ৭০০ টাকায়৷ জানতে পেরে ততক্ষনাত তাকে, ৭০০ টাকা বিকাশ করি,মেবাইল উদ্ধারের জন্য, বিপদের বন্ধু & icon award প্লাটফর্ম থেকে।
সমস্যা থেকে যায় আরো কিছুটা৷
জয়েন করার পর একমাস তার নিজ খরচে খাওয়া
দাওয়া করতে হবে৷ তার একাংশ হিসেবে আরো ১২৫০ টাকা আগাম জমা দিতে হবে৷ কাদির গাজীপুর পৌঁছে এসিসটেন্ট ম্যানেজার হিসেবে ১৪৫০০ টাকা বেতনে জয়েন করলে, চাকরি দাতার সাথে কথা বলে নিশ্চিত হয়ে আরো ১২৫০ টাকা তাকে বিকাশ করি৷
ঘোর বিপদে পড়ছিলেন স্বরেআ কাদির।
এমন বিপদে ১০ হাজার টাকার বেতনেও কাজ করতে তিনি রাজী ও বাধ্য ছিলেন!
শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এ কাজটি তার জন্য পাওয়া সহজ ছিলো না।
তার আরেকটি বিপদ আছে৷ তিনি তার পৈতৃিক সম্পত্তি পেয়েছেন প্রায় ৬০ লক্ষ টাকার ২৮ শতাংশ জমি৷
গোপালগঞ্জে তার জমিটি দুজন ব্যক্তি দ্বারা বে দখল হয়ে আছে৷ সময়ের ব্যবধানে তার জমিটিও দখলমুক্ত করে দেয়া হবে ।
স্বরেআ কাদির একজন ভালো ছড়াকার৷
পজেটিভ, সত, পরিশ্রমী,ভালো মানসিকতার মানুষ৷ অথচ, তার প্রতি সমাজের কিছু মানুষের আচরন টা খেয়াল করে দেখবেন! আমাদের সবারই উচিত অন্যের বিপদে সামান্য একটু হলেও এগিয়ে আসা৷
মানুষ এর প্রধান ধর্ম হওয়া উচিত মানবতা৷ যেখানে
মানবতা নেই, সেখানে ধর্ম অসহায় হয়ে ক্রন্দন করে।
কাদিরের ঘোর বিপদে তার পাশে দাড়াতে পেরে
আমরা সম্মানিত বোধ করছি।
একটি পরিবার রক্ষা পাবার পথ তৈরী হলো, অথচ, কতো কম টাকায় এটা সম্ভব হলো৷
যারা এই পেইজের বা আইডিয়ার মাধ্যমে অন্যের বিপদে এগিয়ে আসতে আগ্রহী হবেন, পেইজের মেসেজ বক্সে আপনার আগ্রহ জানাবেন৷ ভালো মানসিকতার ডোনারদের জন্য থাকবে এওয়ার্ড, স্বীকৃতি ও সমৃদ্ধি। চলুন, বিশ্বের নানা প্রান্ত থেকে আমরা বিপদগ্রস্থদের পাশে একটু একটু করে এগিয়ে আসি। এটি হতে পারে একটি শ্রেষ্ঠ ইবাদত৷
কাদিরের জন্য শুভকামনা।
সবার পাশে সবাই দাড়াই
ভালোবেসে হাতটি বাড়াই৷
———————- বিপদের বন্ধু & icon award.
Danger number 2, solved.
Kadir lost his job before one month.
He is father of 3 chieldren.by lossing job,he faced a critical crisis moment. I gave him a job in gazipur as assistent superviser. But, problem come infront when he need money to come dhaka from Gopalganj. He sold his android old mobile set to come and join. I send him money by hearing it to recover and to get back his mobile phone. More problem is there.
He have to pay for food for one month,kadir tried 12 days but no one gave him loan. after getting salary he can pay for food, but,now he is empty. I send him more 1250 taka for part of one month payment after joining there.
Now, kadir is working there. This is a great example that with a little bit money a big problem can be solved of a life. We feel so good and honoured that a family will be saved from diseaster. It can be excepted as great prayer to almighty God. Thanks to all donar.
Kadir is good rhyme writer, positive. Honest &
Nice person. But, see the behaviour of society toward him.
Donated by
Monnujan monju
আওলাদ হোসেন সুৃমন
Masudul alam shangram
Adv mahfuza ahmed.
Idea created by
Abdullah al masum
The poet of love.❤️
www.abdullahalmasum.com