বিপদ নাম্বার ১ সমাধান করা হলো
হঠাত দেখি কক্সবাজার বীচে একটি বাচ্চা ছেলে খুব কাঁদছে। জানতে চাইলাম, কি হয়েছে বাবু তোমার?
বয়েস আট। বাবা নেই। দুভাই মিলে কাজ করে সংসার চালায়। সে কক্সবাজার সৈকতে পানির বোতল বিক্রয় করে রোজ ২০০ /২৫০ টাকা কামায়।
প্রশ্নের উত্তরে বললো_ সে ১২ টি পানির বোতল দিয়েছিলো কয়েকজনকে৷ আইসক্রীম কিনতে পাশেই গিয়েছিলো, এসে দেখে তারা নেই।
শাকের ১২ বোতল পানি কেনে, বিক্রি করে সে টাকা দিয়ে আবার ১২ বোতল কেনো। এভাবে ব্যবসা চালায়।
তার এ মুহুর্তে হাতে পুজি নেই যে, নতুন করে ১২ বোতল পানি কিনে বিক্রয় করবে!
ক্ষতিপূরন হিসেবে,
তাকে ৫০০ টাকা দিলাম। মুহূর্তেই তার কান্না থামলো।
অতি সামান্য টাকায় একজন শিশু বিপদ হতে রক্ষা পেলো৷
তার কান্না মুছে গিয়ে মুখে হাসি ফুটলো৷ আমরা সবার মুখে হাসি ফোটাতে চাই, এটাই আমাদের মূল লক্ষ্য।
তার কোনো ফোন নাম্বার নাই, তাই, পোস্টের সাথে তার নাম্বার দেয়া গেলো না।
চেনা অচেনা মানুষের ছোট ছোট বিপদ সমাধানের চেষ্টা আপনার কেমন লাগে, কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে, আপনার টাইম লাইনে৷ শেয়ার করতে পারেন।