১০৫ ডিগ্রী কবিতা
১.
তুমি আমার প্রথম নারী
যাকে এতো ভালো বেসেছি__
থাকবে কি তুমি সারাটি জীবন?
সে কথা জানতে এসেছি৷
২.
শাদা মনে লাগাইয়ো না দাগ..
বুকে এসো, ভুলে গিয়ে রাগ।
৩.
গন্ধম কেন বানালে?
ভালো হতো জানালে।
৪.
দুইজন একা হলে
লিফটের কক্ষে _
বহূকিছু সম্ভব
আমাদের পক্ষে।
৫.
মনের গোপন ঘরে আছে
নামটি কাহার খোদাই!
তুমি জানো, আমি জানি
আর জানে ঐ খোদা-ই!
৬.
তোমার আমার দুজনারই
অনেক বেশী মিল আছে..
দুজনারই বাম বুকেতে
একটা করে তিল আছে।
৭.
তুমি গেলে ক্ষেপে…
ডাকবো তোমায় আলু, পটল, পেঁপে!
ভালোবেসে ধরবো তোমায় চেপে।
চুমু খেলে উঠবে তুমি কেঁপে!
হাসি দিলে, চলবে না তো মেপে!
৮.
খাঁটি ভালোবাসা দিলে, নারী!
কিনে দিবো লাল টুকটুক গাড়ী৷
৯.
পৃথিবীর সব শেষ হয়ে যায়
মুগ্ধতা শেষ হয় না!
সুন্দর কেউ এতো নয় জেনো
ওগো আমারই ময়না!
১০.
যতো আছে
বিন্দু হতে সিন্ধু!
তুমি আমার মনোযোগের
আসল কেন্দ্রবিন্দু!
১১.
নিশি রাতে লগ্গি তোমার
জোরে মারো মাঝী..
নৌকা তোমার উজানে বাও
আমি ও চাঁদ, রাজী৷
১২.
সম্মান দেই আগে তোমায়
ভালোবাসা পরে..
সারা জীবন রইবো পাশে
এসো, আমার ঘরে!
১৩.
দেহ একগামী, তবু
মন বহূগামী!..
মন বড়, বড় পাপী,
তাই, তুমি, আমি!
১৪.
চোখ টলমল
হাসি ঝলমল
কি দারুন এক দৃশ্য!
তোমাকে পেলেই
মনে হয় যেনো
পেয়েছি পুরোটা বিশ্ব!
তুমি ছাড়া আমি
নই মোটে দামী
একদম শেষ, নিঃস্ব।
১৫.
আমার শুধু জমা আছে
প্রেমের অপরাধ..
তুমি আমার আকাশেতে
একমাত্র চাঁদ।
১৬.
কাবিন দিয়ে খুব সহজে
দেহ কেনা যায়..
মনের দামে মন কিনিতে
ক’জনে পথ পায়?
১৭.
যে মেয়েটার ওপর আমার
ছিলো অনেক দাবী!
দূর্ঘটাবশতঃ সে
আজকে আমার ভাবী৷
১৮.
তুমি আমায় ‘হাই’ লিখো নি সকালে!
হচ্ছে মনে, মরে যাবো অকালে!
১৯.
নাই বা দেশে হলো ভোট!
বুকে নাও,চুষি ঠোঁট!
২০.
বিয়ের বয়েস…দিন মাত্র আট!
মড়মড়িয়ে ভেঙে গেলো _ _!
২১.
সাইজে অনেক বড়..
দিয়েছো যে ফুল!
প্রথম তুমি কি ভেবেছো?
বুঝলে, তুমি! ভুল?
২২.
কেন তোমার এতো বাড়াবাড়ি!
ছাড় দিবে না এতো তাড়াতাড়ি!
২৩.
তোমার খুশীর স্বার্থে!
পারি তোমায় ছাড়তে!
২৪.
ফুল দিয়ে হয়, প্রেমের শুরু
ফার্মেসি দিয়ে শেষ!
অশেষ প্রনয় হয় না কেন?
কাটে না যার রেশ!
২৫.
মনের কাবায় একটি ছবি
সারাটি দিন দেখি!
সবটা আমার সত্যি আসল
একটুও নয় মেকি!
ভালোবাসি তোমায় আমি।
বলবে আমায় কে কি?
২৬.
জন্ম সত্য, মৃত্যু সত্য
প্রেম সত্য জানি!
ধর্মের চেয়ে স্বভাব ধর্ম
বড় বলে মানি!
বুঝেছো, আমার Honey?
২৭.
কতো ধর্মের জন্ম হলো
কতোগুলো গেলো মরে..
মানুষ তবুও, প্রনয় হতে
কখনো গেলো না সরে!
২৮.
প্রেমের মানে নারী, পুরুষ
মন ও দেহ নয়..
পাঁচ প্রেমেতে জীবন গড়ো
তবেই নেই ক্ষয়।
মানব প্রেমে স্রষ্টা খুশী
স্রষ্টা প্রেমে আমি..
দেশ প্রেম আর প্রকৃতি প্রেম
অনেক বেশী দামী।
প্রনয় রসে জীবন গড়ো
জীবন হবে ধন্য…
জীবন হবে স্বার্থক এই
পাঁচ প্রনয়ের জন্য৷
২৯.
দেহের সাথে দেহের মিলন
মনের সাথে মন..
৭০০ কোটি মানুষ তবু,
আপন তো একজন !
৩০.
কি উপহার পেলে তোমার
ফুটবে মুখে হাসি?
বুঝবে তুমি, সবচে আমি
তোমায় ভালোবাসি?
৩১.
মিষ্টি করে সৃষ্টি করো
কবিতা আর গান..
ভালোবাসার অমর আরক
করতে দিবো পান।
জীবন হবে Fun.
৩২.
ভালোবাসা কখনো কি
বানায় ক্রীতদাস?
প্রজাপতি পেতে হলে
ফুল করো গো চাষ!
৩৩.
ভুল গুলো সব ফুল হয়ে যাক
আমার দুচোখে হায়..
ভালোবাসলে তো ক্ষমা করা যায়
রাখে না মনের দায়।
৩৪.
দায়িত্ব সব নিবো তোমার
সারা জীবন ভর..
এসো, দুজন, মিলে সাজাই
শান্তি সুখের ঘর!
৩৫.
ফুলের যোনীতে মৌমাছি ঐ
রসের ভাগারে যায়..
আমাকেও নাও তোমার ফুলেতে
কাছে আসি পায় পায়।
৩৬.
১৬ থেকে ৮০..
এসো ভালোবাসি।
৩৭.
কামেরই ফুল ধীরে ধীরে যেই
প্রেমের বৃক্ষে ফোটে..
অন্তরালে, প্রভু খুশী আর
স্বর্গ হেসে ওঠে।
প্রেমের নদীতে কাম যদি হয়
সাগর সমান বড়!
নিজের দেহকে নিষ্পাপ করে
নতুন করিয়া গড়ো!
কামনা হোক রাষ্ট্র সমান
প্রেমের দুনিয়াতে!
ভালোবাসা আর, হৃদয় জয়ী
হয়ে যাবে ঠিক তাতে!
৩৮.
আমার হৃদয়ে
আল্লাহ করে বাস..
তোমার মাঝেও
তাহারই নিঃশ্বাস।
দুটি হৃদয়ের গভীর মিলনে
স্বর্গ বারোমাস !
৩৯.
দুঃক্ষ দিয়ে সূক্ষ ভাবে
সরে গেলে দূরে..
চেনা গানের সুর বাজে আজ
অচিন কোনো সুরে।
৪০.
স্বপ্ন, সাহস, প্রেরনা আর
উত্তেজনায় ছিলে..
ভাগ্য তোমায় কেড়ে নিলো
খুঁজি, আকাশ, নীলে!
৪১.
একটি জীবন ক্ষুদ্র সময়!
জন্ম থেকে মৃত্যু শুধু নয়..
মৃত্যু হবার পরেও যেনো
তোমার আমার মধু মিলন হয়!
৪২.
___বৃষ্টির রাত! কী যে তুফান!
নিশি ভরে আজ চালাবো গাড়ী!
___ তেল ফুরিয়ে যায় সহজে
রাস্তা ফুরায় কখনো কি? (ঝাড়ি!!! ).
৪৩.
পাহাড় চুড়োতে নাক ঘষে দেই
টগবগ ফোঁটে রক্ত!
ছুঁয়ো না, ছুঁয়ো না, কোমল, এখন
লোহার মতো, _ _!
৪৪.
ফুলের গভীরে
নীরবে ফাটছে রস..
প্রয়োজন খুব,
জোরালো তুফান,ধ্বস!
৪৫.
মনের মুকুরে
কি করে দিয়েছো হাত?
এখন কি করে
কাটাই একাকী রাত?
৪৬.
এই জীবনে পাই যদি গো তোমাকে_
ভয় করি না দীন আনবিক বোমাকে।
৪৭.
করতে পারি নি আঁচ..
হীরের টুকরো ফেলে দিয়েছি
মনে করেছি কাঁচ।
৪৮.
করো না করো না ছল..
আমি, জেনো- নির্মল!
ভালোবাসো যদি, সত্যি বেসো
ভেঙো না মনোবল!
আমাকে ভেবো না
“ইঁদুর” ধরার কল!
৪৯.
মনের ক্ষুধা, দেহের ক্ষুধা
কোনটা যাবে ফেলা?
দুই ক্ষুধাতেই জীবন গড়া
তা, জীবনের খেলা!
৫০.
ভাসাও তোমার
কল্পনা সাম্পান..
সুদূর থেকে, ইনবক্সে..
আদর করো জান৷
৫১.
“প্রতি অঙ্গের লাগিয়া কাঁদে যে
আমার প্রতিটি অঙ্গ৷”
” তুমি যে আমার, আমি যে তোমার “
শর্ত করো না ভঙ্গ!.
নইলে, তাহা যে, মানবে না আর
হৃদয়ের জাতিসংঘ!
৫২.
দেহ না কি মন বড়?
সে হিসেব আগে করো।
মন যদি দিতে পারো
দেহ কেন নয়?
ভালোবাসা নিখাঁদ কি?
জানার বিষয়!
৫৩.
একশ কোটি প্রজাপতি
যাবে তোমার বাড়ী..
মিষ্টি করে বোঝাও আমায়
কেন দিলে আড়ি?
ফিরে এসো, কিনে দিবো
বেনারশি শাড়ী!
তোমায় ছাড়া একটি দিনও
থাকতে আমি পারি?
৫৪.
আদর করে হাত বোলাবো গায়..
এসো তুমি নুপূর পড়ে পায়৷
বাজবে নুপূর ঝুমুর ঝুমুর ঝুম..
ঐ কপালে এঁকে দিবো চুম।
বুকের মাঝে মাথা নিয়ে
পাড়িয়ে দিবো ঘুম৷
বৃষ্টি হবে টিনের চালে
ঝুম ঝুম ঝুম… ঝুম!
৫৫.
Give & take এর এই দুনিয়ায়
কিছুই নাই ফাও!
বেশী করে ডলার কামাও
যদি আমায় চাও !
৫৬.
তোমায় আমি মিস করি!
কাছে এলেই Kiss করি।
৫৭.
নাই বা হলো কাছে আসা!
নাই বা হলো ভালোবাসা!
সুদূর থেকে মন ছুঁয়ে যাও
থেকো অনুভবে!
হয়তো এতে অমর কোনো
গান সৃষ্টি হবে!
৫৮.
সত্য তুমি, খাঁটি তুমি!
তোমার প্রনয় সত্য!
তোমার প্রেমের রশি ধরে
আমার অমরত্ব৷
৫৯.
স্বর্গ জগতে রচনা করেছি
গোপনও সংযোগ!
আমার সুবাস নিও তুমি জান
ফুল করো উপভোগ!
৬০.
সাক্ষী তুমি রাখিয়াছো
আল্লাহ, ভগবান..
দিতে পারি তোমায় আমি
যা চাইছো, জান!
তুমি আমার প্রানোনাথ
তুমি আমার প্রান৷
৬১.
পায়ে পায়ে ভালোবাসা
কতো ছলাকলা..
দেখে নাই, কেউ, জানে-
টেবিলের তলা!
৬২.
পুকুর ভেবে ঝাপ দিয়েছি
সমুদ্র তা, ভাবি নি!
উত্তাল তা, কল্পনাতীত
তুই কি তাহা পাবি নি?
৬৩.
এখন তুমি নাই বা পারো
আশি হলে আসিও..
তবু,প্রিয় এই জীবনে
আমায় ভালোবাসিও৷
৬৪.
আরো দাও, আরো দাও
দাও গো অশেষ!
দিতে থাকো চিরদিন
না ই হোক, শেষ!
৬৫.
তুমি অনেক জোশ..
মেনে গেছো পোষ।
৬৬.
সম্পর্কে বেআইন!
কিছুই নয় বে আইন!
৬৭.
চুরি করে বড়ই খেলে
বিশ গুন হয় স্বাদ..
লুকিয়ে কেন প্রেম করছি?
বুঝলে আমার চাঁদ?
৬৮.
মন দিয়েছো, মন দিয়েছি!
মনের বিনিময়..
মন খুলে তাই, দেবো তোমায়!
দিলেই আমার জয়।
৬৯.
মনের কথা, প্রানের ব্যথা
লিখো তুমি চিঠি!
আকাশ তারা তোমার দুখে
জ্বলবে মিটিমিটি।
৭০.
বিকাশে কিংবা নগতে..
চাই না তোমাকে জগতে।
স্বর্গের ভূমি, আমি ও তুমি
ঠিক ঠিক দেখো মারাবো!.
আলিঙ্গনের নিবিঢ় ভাষায়
বাহুতে জড়িয়ে দাড়াবো।
৭১.
অসহ্য এক টান..
তাই তো আমি তোমায় ডাকি, “জান”!
বৃষ্টি ছোঁয়ায় কাঁপে আমার প্রান!
৭২.
ফুল অথবা তোমার হাসি মুখ!
ইনবক্সে পেলেই লাগে সুখ।
৭৩.
সবার সমুখে নয়..
আড়ালে কথা হয়।
বলতে পারি না, তুমি যে আমার!
লোক লজ্জার ভয়।
৭৪.
মনে একজন! ফোনে একজন!
একজন হলো বাসরে!
কি করে আমি হিসাব দিবো গো
বলো তো রোজ হাসরে?
৭৫.
লস কোনো নেই,
বরং অনেক লাভ!
তোমার আমার হয়ে গেছে
তাই তো এতো ভাব!
৭৬.
অবহেলা করে
দিয়েছো আমাকে দুঃখ..
কাউকে আমি বলবো না সেটা
অপমান ছিলো সূক্ষ!
এসব কারনে মেজাজ হয়েছে রুক্ষ!
৭৭.
তোমাকে নিয়ে রচনা করছি কাব্য!
তোমার জীবন নিয়েও আমি ভাববো৷
৭৮
নিঃশর্তে, নিঃস্বার্থে
এগিয়ে তোমায় দেবো!
শুধু আমায় তোমার আপন ভেবো।
৭৯.
আমি এক তারকা’র রূপকার!
ক্ষতি কারো করি না তো
পারি যদি, করি কিছু উপকার।
৮০.
মজা করো, সে ই ভালো
চেয়ো না হৃদয়..
ভালোবেসে, দূরে গেলে
নেই নিরাময়।
৮১.
চাই না খ্যাতি, চাই না টাকা
নেই ক্ষমতার লোভ..
ভালোবাসা না দাও যদি
বাড়বে আমার ক্ষোভ।
৮২.
৫০ থেকে ৬০ -এ!
চাইছি তোমাকে খাটে।
পিঠে দেবে হাত বুলিয়ে তুমি
সূর্য্য গেলে পাটে!
৮৩.
কেন মিছে দেখাচ্ছো ভয়
এসপি, ওসি, আইজি?
পুলিশরা কি এতোই বোকা
দেয় না বিয়ে ভাইঝি?
৮৪.
পর্ন দেখো না,
চোখের জ্যোতি কমে..
ধীরে ধীরে খাটো হবে দম_এ।
এছাড়াও আছে
অনেক অনেক ক্ষতি..
তারচে, ভালো
ভালোবাসার মানুষ খুঁজে
করো কোনো গতি৷
৮৫.
তিনটি কথা, মনে রেখো,
শোনো পরান দিয়ে..
ভালোবেসে কখনো করো না তো বিয়ে।
এ্যারেঞ্জ ম্যারেজও নয়..
সেখানেও আছে ভয়৷
বিয়েটাই এক প্যারা!
বাঘকে বানায় ভেড়া৷
একবার যায় বেল তলাতে ন্যাড়া৷
জীবন হবে পুরো ছ্যাড়াব্যাড়া!
৮৬.
খাঁটি প্রেম হলো, এমন যাদু!
সব কিছু দিয়ে, সুখ!
লৌকিক নয়, স্বর্গীয় সূধা
পেলে হবো উন্মুখ!
৮৮.
এতো যখন রস!
কাছে আয়, ঘষ!
৮৯.
কোনো কিছুই আটকায় না মুখে!
চরমও কাম, আছে তোমার Look-এ!
৯০.
ডলারের ঘ্রান ফুলের চেয়েও ভালো!
আমার কোনোই অসুবিধা নেই
তুমি যতো হও কালো!
নিগ্রো হলে, আমি আরো বেশী খুশি..
তাদের জন্য আলাদা আবেগ পুষি!
৯১.
তেতুল পাতা তেতুল পাতা
তেতুল বড় টক..
তোমার সাথে হলো প্রিয়
প্রেম করিবার শখ!
৯২.
কয়েক রকম মন!
ধর্মের চেয়ে গনিত কাউকে
করে আকর্ষন!
কেউবা আবার কবিতায় করে
নিজেকে সমর্পন!
কারো কাছে হয় বিজ্ঞান দামী!
যুক্তিতে কথা কন!
শুনুন, সূধীগন..
সব কিছুই গ্রহন করে
কোথায় এমন জন?
৯৩.
মৃত্যুর পর পাবো কি পাবো না!
আছে কি? না কি নাই!
আমি যে এক জীবন বাদী
জীবনেই আমি চাই।
৯৪.
চুলের মতো চিকন হবে
পুলসিরাতের পুল..
পাপ করো না, পাপ করো না
করো না গো ভুল!
৯৫.
ধর্ম আমাকে খাদ্য দেয় নি৷
দেয় নি আমাকে বস্ত্র!
ধর্মের নামে তবু কিছু লোক
ধরিয়ে দিয়েছে অস্ত্র!
সেই ধর্মই করবো পালন
যার মানে হবে শান্তি!
ধর্মান্ধকে বয়কট করি
শেষ হোক বিভ্রান্তি!
ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে
বড় যেটা ইবাদত..
সেটা হলো গিয়ে, সকলের তরে
খাঁটি মহব্বত।
৯৬.
তাকে পাই নি বলিয়া আমি যে
পাগলা গারদে আছি..
বুক চাপড়ে বাঁচি৷
পাশের কক্ষে আছেন আমার
অপরিচিত ভাই..
পেয়েছিলো তাকে, করেছিলো বিয়ে
যাকে আমি পাই নাই!
৯৭.
ডাকাতে নেয় একবার প্রান!
বারবার নেয় ডাকাতিয়া বাঁশি!
তোমার জন্য কাঁদি আমি জান
তোমার জন্য হাসি।
একটি জীবন পেরিয়ে এলাম
বয়েস হলো আশি৷
৯৮.
প্রয়োজনে, দিতে পারি কিডনি!
চলো যাই, ঘুরে আসি সিডনী!
৯৯.
চুম্বন হতে পারে
এতো উদভ্রান্ত!
জানা হতো না তো যদি
তুমি হতে শান্ত!
১০০.
মিষ্টি কথা বলে বলে, ক্রমে!
দু বাচ্চার মায়ের সাথে
প্রেম গিয়েছে জমে!
আমি থাকি জাপান!
আমার কথা ভেবে ভেবে
তাহার দুচোখ যাচ্ছে ডেবে!
ঢাকায় বসে একা একা
সে করছে চা পান!
মনের ভেতর উথাল দেয়
প্রেমে আমায় কাঁপান৷
রাত্রি বেলায় তাহার স্বামী
তাহাকে খুব _ _ _!
কষ্ট লাগে ভারী!
তাহার সাথে ঘর বেঁধেছি
সুদূরের সংসারী৷
১০১.
প্রোফাইল দেখে
ভেবেছিলাম মাইয়া!
ও পাশেতে, হাসে বসে ভাইয়া!
১০২.
দেখাও তোমার গোপন তুমি
দেখাও তোমার নন্দন!
অচেনা আর অজানাতে
রচিত হোক বন্ধন৷
১০৩.
চোখে চেয়ে মারলে যে তীর!
ছিলো তাতে বিষ!
ঘায়েল হলাম, ইস!
১০৪.
খরচ অনেক ঢাকা!
সময় দিবো, দিলে আমায় টাকা৷
ইমোতে আমি দোকান খুলেছি
ভাই, চাচা, মামা, কাকা!
সবার জন্য হবো ধন্য
রঙিন সময় আঁকা!
১০৫.
বস দিয়েছে বাড়তি বেতন
বস দিয়েছে পদ..
আমি নদী তাই তো তিনি
হয়ে গেছেন নদ৷
১০৬.
এসো!
ভালোবেসো।
১০৭.
জীবনে চাই নি, বাড়তি কিছুই
চাইছি স্বর্গে সুখ..
সকালে খাই না নাশতা কখনো
শুকিয়ে গিয়েছে মুখ!
তবুও মানুষ বদনাম গায়
কেউ তো বোঝে না দুখ!
১০৮.
ক্ষমতায় নয়, মমতায় যদি
হৃদয় দখল করো,
চিরদিন তুমি মন মন্দিরে
রইবে হয়ে বড়!
পারো যদি তুমি, ভালোবাসা দিয়ে
পুরোটা জীবন গড়ো!
১০৯.
চরিত্রহীন হলে তুমি
করবে আমায় ডাউট!
এর চে ভালো, দূরে সরো!
জীবন থেকে আউট!
১১০.
ভালোবাসার চেয়ে বড়
শ্রদ্ধা ও সম্মান..
সম্মান না করলে তুমি
প্রেম চাই না জান৷
১১১.
কুয়োর ব্যাঙে আকাশ দেখে
চাকতি তারে কয়….
আকাশটা তো বিশাল অনেক
ব্যপ্ত ভুবনময়।
লেজ ধরিয়া অন্ধ বলে
হাতি দড়ির মতো..
চারিপাশে এমন মানুষ
দেখছি কতো শতো!
কলঙ্ককে বিশাল দেখে!
পায় না তারা চাঁদ..
জীবন থেকে অষ্ট রসের
হাড়িটা হয় বাদ৷
ভালো কিছু দেখতে পেলে
দেখতে পেলে পুরু..
সেখান থেকে নতুন করে
হয় জীবনের শুরু৷
১১২.
স্বার্থের কাছে হেরেছে হৃদয়
মাথা নোয়ালো প্রেম!
জীবন আসলে কঠিন অনেক
Its like a game!
১১৩.
একটু ছুয়েছি!
এক মন ঘি!
১১৪.
সোনা নিয়ে হাতে, দিনে আর রাতে
ঘুরছি জীবনভর..
সকলেই শোনো..ক্রেতা নেই কোনো
বেচিতে সয় না তর..
উড়ে গেছে চাল..ঘরে নেই ডাল
সকলে হয়েছে পর৷
সোনা ছিলো খাঁটি, চেনে নি তো মাটি!
এমনই ভয়ংকর!
১১৫.
যতো হতে পারি সাধারন..
ততো ছুৃয়ে যাবো কারো মন!
১১৬.
ফেলে দিলে আর,
ফিরে দেখবার
নেই কোনো প্রয়োজন..
হয়তো, আমার বোকার মতো মন
১১৭.
মিষ্টি হাসির দুষ্টমিতে
জুড়িয়ে যায় মন..
ফুলের দেহে, করবো তোমায়
পুরো উন্মোচন।
১১৮.
দিতে পারি আমি একটি আকাশ
দিতে পারি আমি চাঁদ..
যেও না কখনো দূরে তুমি প্রিয়
হয়ে যাবো বরবাদ।
১১৯.
দুচোখে তোমার এতো আবেদন!
দেহ ভরা নন্দন!
আমার হৃদয়ে মেলাও হৃদয়
গড়ে তোলো বন্ধন!
১২০.
তোমার সাথে গড়তে চাই
আমার ভবিষ্যত!
গোপন চিঠি পাঠিয়ে দিও
লিখে মতামত৷
১২১.
তুমি আছো বলে সবচেয়ে সুখী আমি!
এ জীবন আজ লাগে এতো বেশী দামী!
১২৩.
তোমাকে ভীষন সুন্দর লাগে
যখন তুমি হাসো!
মনের বীণায় গান হয় তা!
যখন ভালোবাসো!
১২৪.
সবচে’ প্রিয় মানুষ তুমি
সবচে কাছের জন..
কখনো তা হয় নি বলা!
শোনো আমার মন৷
১২৫.
তোমাকে পেলে যাবো না কোথাও
তোমাকেই শুধু চাই..
হাজার কবিতা হাজার গানে
তোমাকেই লিখে যাই৷
তুমি ছাড়া আর জীবনে আমার
অন্য কেউ নাই।
১২৬.
তোমার জন্য নিতে পারি ঝুঁকি..
নরক থেকে স্বর্গে দিবো উঁকি!
চিরটা কাল আমার কাছে
তুমি বেবী, খুকি!
১২৭.
যৌবনা এক লাল গোলাপের
বিলাপ শোনো তুমি..
বৃষ্টি হয়ে, শিহরিত
করো মনোভূমি।
১২৮.
মন দিয়ে খুব, শুনি তোমার
সকল কথা আমি!
লাগে যেনো মিষ্টি গানের
চেয়েও অনেক দামী।
১২৯.
জীবন তুমি পার করিবে
নিজের মনের মতো!
আমি শুধু ছায়া হবো
হয়ে পরিনত!
১৩০.
হৃদয় যদি হয় বিধাতার আসন!
কি প্রয়োজন বলো মিছে শাসন?
পরিস্থিতি যতোই কঠিন হোক!
তোমার কাছে করি সত্য ভাষন!
১৩১.
বারন ফুলে মৌ জমেছে
কারন জানা নেই..
ইনবক্সে, ছোট করে
ডাক দিয়েছি __ এই!
১৩২.
পোষাকে নয় আসল পরিচয়…
মনের ভেতর দেখো মেরে উঁকি!
ভালোবাসায় হয় কতোটা ঝুঁকি!
মনের ছবি তুললে হবে জয়।
১৩৩.
চাই নি কখনো, কারো হৃদয় জিততে!
তোমাকে দেখে শিহরন এলো চিত্তে!
ইচ্ছে করে ঢুকিয়ে রাখি
ঠিক কলিজার ভিত্তে!
তোমাকে পেলাম
প্রজাপতির নৃত্বে!
১৩৪.
তোমার কথাতে রক্ত অনুতে
থই থই নাচে সুর..
সারা দিন তুমি, গল্প করো না!
কী যে তা সুমধুর!
১৩৫.
করি না তো বাজে খরচা..
তোমার কিছু প্রয়োজন হলে
করবো হৃদয় চর্চা!
গনিত তখন ফেল!
প্রতিশ্রুতি ভাঙলে আমি
দিও আমায় জেল!
১৩৬.
বৃদ্ধ যারা কষ্টে আছেন
শোনো আমার প্রিয়..
আমার মনের পক্ষ থেকে
তাদের মায়া দিও৷
১৩৭.
মিষ্টি কথা, ব্যবহারে
বংশ পরিচয় _
তুমি এতো ভালো কেন?
নেই তো কোনো ভয়!
১৩৮.
প্রান খুলে তুমি
হাসতে পারো!
চোখ টিপে কাছে
আসতে পারো!
নম্র তুমি, ভদ্র তুমি
দুষ্টমিতে সেরা!
রসিক তুমি, আশিক তুমি
নাই তো কোনো প্যারা!
কথায় কথায় মিছেমিছি
করো না তো জেরা!
তুমি আমার মনের মতো!
সবার চেয়ে সেরা!
১৩৯.
দিবো তোমায় মন,দেহ!
আছে কোনো সন্দেহ?
১৪০.
সারা জীবন কাটাই যদি
তোমার প্রশংসাতে!
তবুও তো কম হবে গো
চুমু দিলাম হাতে!
১৪১.
ভালোবাসার কারবার!
তিনবার বা চারবার!
১৪২.
রেখো না মনে কড়াকড়ি..
কথা বলবো সরাসরি –
তোমায় আমি ভালোবাসি!
তাইতো দেখে মিষ্টি হাসি!
১৪৩.
যেটা আমি পারবো না গো,
দিবো না আশ্বাস-
তোমার কাছে স্বচ্ছ আমি
করিয়ো বিশ্বাস!
১৪৪.
নেতিবাচক মন্তব্যে
কভু আমি নেই..
ইতিবাচক শব্দগুলো
দেই উপহার দেই৷
১৪৫.
ফ্যাশন এবং ষ্টাইলে
এগিয়ে আমি রই..
তোমার কাছে যেনো আমি
মিষ্টি গানের বই!
১৪৬.
কমে গেলে estrogen এর মাত্রা!
মুডসুইং এ করতে পারো যাত্রা!
ধৈর্য্য ধরে রাখি রঙিন মনটা!
বাজিয়ে দিয়ে নানান সুরের ঘন্টা!
১৪৭.
কারো চোখে চোখ রেখে কি?
বুক করে ধুকপুক!
মানব মনের গোপন চাওয়া
বৈচিত্রের সুখ!
ফুলের দেহে দেখো না ঐ
মৌমাছি উন্মুখ!
১৪৮.
তোমার রসে আমার উদর
পূর্ন তুমি চাও? .
তরল কিছু জোছানাতে
ভরে ভরে দাও৷
১৪৯.
নাভীর কাছে একশ কোটি
প্রজাপতি কামড়ায়..
সূর্যকিরন রাত্রি বেলায়
ঝিলিক মারে চামড়ায়৷
নিজের ভেতর হঠাত কেন
সমুদ্র উত্তাল!
তুমি আমার শখের আহা
টক, মিষ্টি, ঝাল!
১৫০.
আমি একটু “ইয়ে”!
শালী ছাড়া কখনোই
করবো না তাই বিয়ে।
১৫১
অনেক সেজেছি মানুষ আমরা
দুজনে নদী ও নদ !
তোমার দু_ঠোঁট শুষে নিবেই
আমার ঠোঁটের মদ৷
সমুদ্রে যাই, চলো এবার
লোকে বলুক, বদ!
নিষিক্ত হোক, অন্তরালে
প্রেমের চর্যাপদ!
১৫২.
শর্ত দিয়ে হয় না তো প্রেম
মনের লেনাদেনা..
আমার হৃদয় ভালোবাসায়
শুধু যাবে কেনা।
১৫৩.
চোখে রেখে চোখ কথা বলো প্রিয়
কি অবাক শিহরন..
তুফান চলছে মনের ভেতর
মনে মিলাও মন৷
১৫৪.
তোমার সুরে যাদু আছে
তা যে অলৌকিক..
লাগছে যেনো, শত জনম
তোমায় চিনি ঠিক!
১৫৫.
আমি খুব সাধারন
চাই শুধু তোর মন৷
১৫৬.
কিছু আমার ভাল্লাগে না
তোকে শুধু ভাবি..
দুধের গ্লাস দেখিয়ে বলিস_
আজকে কি দুধ খাবি?
১৫৭.
“অন্যের বউ” সকল সময়ে
সুন্দরী বেশী হয়..
সবার এ ফীল, সহজাত বুঝি
অপরাধ কোনো নয়।
লুকিয়ে রাখে এ আবেগ মানুষ!
বলে না! কারন, ভয়!
১৫৮.
তুমি এখন রিস্কি ক্লাস নাইন..
তোমায় জানাই হ্যাপী ভ্যালেন্টাইন৷
১৫৯.
পড়লে তোমার কাব্য গান
দেহে শিহরন..
কেমন করে ও যাদুকর
নিলে আমার মন?
১৬০.
আমার মনে ঊষার আলো
নেই তো কোনো ছল!
উদ্দেশ্য মহত হলে
বাড়বে মনোবল..
ভালোবাসি চল…
১৬১.
হয়তো তুমি রাগ করবে!
মিথ্যে তবু নয়..
সত্য বলে কাছে এসে
মন করবো জয়।
১৬২.
Honey!
বেশী করে খেয়ো তুমি পানি!
১৬৩.
Money যদি হয় টার্গেট, তবে
পাবে না প্রেমের সূধা!
হয়তো এতে মিটতে পারে
শুধু দুজনের ক্ষুধা!
টার্গেট যদি প্রেম হয়, তবে
খরচ করিয়ো Money..
ভালোবেসে যদি কিছু দাও তুমি
তোমাকে ডাকবে Honey!
টার্গেট যদি বিয়ে করা হয়
কখনো দিয়ো না ধরা..
পরবর্তীতে এটা নিয়েই
ঝগরা হবে কড়া৷
টার্গেট যদি fun হয়, তবে
Time pass করো জোরসে..
মিথ্যে ছলনায় আশা দিও না
গেলে ইন্টারকোর্সে!
নিজেকে সূধাও টার্গেট কি?
তারপর হাটো সূক্ষ!
নইলে কপালে আসতে পারে
অনেক অজানা দুঃখ!
১৬৪.
অনেক করেছি sex.
বলি না কে আমার x ।
এর বেশী যদি বলে দেই আমি
সরকার চাবে ট্যাক্স!
১৬৫.
তোমার আদর পেলাম আমি
কারন, করেছি, পূন্য..
পূর্ন করেছো আমাকে তুমি
এ হৃদয় ছিলো শূন্য!
খাঁটি ভালোবাসা মানব জীবনে
স্বর্গীয় উপহার..
বিনিময়ে আমি হৃদয় দিয়েছি!
সঙ্গে সোনার হার।
মনিহার তুমি দিয়েছো আমায়
পড়ায়ে আমার গলে..
কুসুমও কোমলও হৃদয়খানিকে
ধুইবো চোখের জলে!
জলের ধারাটি ছড়ায়ে পড়িবে
নায়াগ্রা প্রপাতে..
মিটি মিটি এক তারার জীবন
দিয়েছি তোমার হাতে।
হাতের তালুতে পৃথিবী পেয়েছো
অর্থ, খ্যাতী ও মান..
বিনিময়ে তুমি দিয়ে গিয়েছো
অমর প্রেমের গান৷
গানের আরতি, সন্ধ্যা মালতি
দুলছে জোছনা ঐ….
কতো দূর তুমি হারায়ে গিয়েছো
আবার এসো না সই!
হাজারো জোনাকি, সহস্র ফুল
সুবাস, আলোতে, ভাবে ..
অপার মায়াবী অসহ্য এ টান
মহাকালে রয়ে যাবে।
১৬৬.
হ্যা আর না আর মধ্যিখানে
ঝরছে শুধু জল..
ভালোবাসার শক্তি দিয়ে
বাড়াও মনোবল।
১৬৭.
ইশকুল কেটে সিনেমায় গিয়ে
আঁধারে, মেপেছো জ্বর..
রাত ভর আমি ঘুমাতে পারি নি
বুক এতো ধড়ফর!
তোমার হাতের সুবাসে ছেয়েছে
বুকের প্রতিটি রোম..
মাথায় ঘষেছি বরফের কুঁচি
ওম! শান্তি! ওম!!
আগুন জ্বলছে দ্বিগুন গতিতে
প্রয়োজন এক ঝড়!
নিজের এমন অচেনা রূপে
নিজেকে মারছি চড়!
বন্য ঘোড়ার খুড়ের আঘাত
গভীরেতে প্রয়োজন..
টগবগ করে রক্ত অনু যে
হারিয়ে নিয়ন্ত্রন!
আমি হতে চাই নিঃস্ব এবং
আমি হতে চাই শেষ..
আমার বুকের হাড় ভেঙে, রাখো
আলিঙ্গনের রেশ।
অগ্নিতে ঢালো তরল জোছনা
করো করো নির্মল!
বাঁচে না চাতকী, না পায় যদি
একটু বৃষ্টি জল!
চুষবো আমি জলের আঁধার
চেটে চেটে ভরে প্রান..
শান্তি হবে, নিজের ভেতরে
পাবো স্বর্গের ঘ্রান!
১৬৮.
সবার আগে খোদা
তারপর হলো _ _!
নইলে,
মানুষ কেন জন্ম নিলো
খাইয়া মধুর _ _?
১৬৯.
তুমি খুঁজলে অন্য এক
চাইলে হতে ধন্য!.
আমি নিবো তবে, দশ
হয়ে যাবো বন্য।
১৭০.
নাভীতে আমার কামড়ায় যেনো
লক্ষ প্রজাপতি_
কাঁচা মনে প্রেম ছড়াইয়া
করলা এ কী ক্ষতি!
তুমি ছাড়া ঔষধি নাই
করো আমার গতি!
১৭১.
ফাও খেতে চায় এই দুনিয়ায়
আছে অনেক লোক..
ফ্রী তে কি মিলে না কি
বার্গার আর কোক?
এক মুঠো চাল মিলতে পারে
দয়ার পরবেশে..
ভিখারী নয়, এসো তুমি
মন শিকারীর বেশে।
১৭২.
সূক্ষ ভাবে
দুঃখ দিলে
মূখ্য বিষয় এই!
আমি ছিলাম
আগে তোমার
এখন তো আর নেই।
১৭৩.
আমিই কেন? তোমার চাওয়া?
জানার ইচ্ছে ভারী!
উত্তরটা সঠিক হলে
আসতে কাছে পারি।
১৭৪.
ভালোবাসার ছল করিয়া
করবে না তো ক্ষতি!
সম্মানটা চলে গেলে
নেই জীবনের গতি!
তুমি যেমন ভালোবাসো
আমিও বাসি অতি।
১৭৫.
ইচ্ছে, আমারও হয়।
পথে দ্বিধা আর ভয়।
তোমাকে চিনি না পুরোটা আমি
তাই এতো সংশয়।
১৭৬.
কবিতাতে পেট ভরে না।
আমার পেটে ক্ষুধা..
চাঁদ দেখালে কাজ হবে না।
বুঝবো না সেই সূধা।
তোমার যতো মিষ্টি কথা
লাগবে আমার হূদা৷
Give & take এর এই দুনিয়ায়
point বুঝো, to the…!
১৭৭.
আড়াল ভেঙে দাড়ালে..
মরে যাবো, হারালে!…
১৭৮.
জিহ্বায় নিয়ে নাও
রসে ভেজা জবজবে মিষ্টি!
চুষে খাও, চেটে খাও,
চোখ বুঝে, সংযত দৃষ্টি!
আহা আহা ইস ইসসস
বৃষ্টি! বৃষ্টি!! বৃষ্টি!!!
১৭৯.
ও চাঁদ তুমি,
গুপ্ত গুহায় তরল ছোছনা ঢালো..
ভালোবাসা দিয়ে হৃদয়ে ছড়াও আলো।
১৭৯.
Inbox, জানে, সব
হৃদয়ের চিত্র!
একগামী না কি খোঁজো
শুধু বৈচিত্র!
মনে রেখো, শত্রুও
সেজে থাকে মিত্র!
১৮০.
দ্বিধা, ভয়, সংশয়..
এই তিনে পরাজয়।
সংগমে থাকতে নয়৷
১৮১.
নারী, তুমি, বাসতে ভালো
করো আমায় জোর..
ডাকাত হয়ে লুটিয়া নাও
রাত্রি করো ভোর।
খিল দিয়েছি, খুব সহজে
খুলবো না তো দোর৷
১৮২.
লিংকড ইন এ পরিচয়
ফেসবুকে চ্যাট..
হোয়াটস আপে দেখাদেখি
ঘটক তো Net!
কেন এলে জীবনে
এতো করে লেট?
ভালোবেসো চিরদিন
করো না গো Hate.
বেড়ে দাও ভাত তুমি
এই নাও প্লেট।
চিরদিন পাশাপাশি
করবোই হাসাহাসি।
চলো ধরি, বেট!
১৮৩.
অচেনা এক যুবক, বাসে
ঘষে দিলো হাত..
তার চিন্তায় এখন আমার
আর কাটে না রাত!
১৮৪.
তুমি আমার ইয়াবা
তুমি আমার মদ..
তোমার দুচোখ কেন এমন
দুষ্টু এবং বদ?
১৮৫.
দুধ দেয় গাভী!
আর কেন
বেশী কিছু দাবী?
১৮৬.
গুলি করে ফেলো আমায়
মারিয়া!
থেমে তবু, দিয়ো না গো,
ছাড়িয়া৷
.
.
.
.
গ্রন্থ_ ১০৫ ডিগ্রী কবিতা!
আবদুল্লাহ আল মাসুম
The abdullah al masum
জগতের অদ্বিতীয় ব্যক্তিত্ব