skip to Main Content
দর্শন ও কবিতা

দর্শন ও কবিতা

১. আমার বিনাশে বাজুক কারো
অবিনাশী জাদু বাঁশি-
শুধু রেখে যাই, একটি বারতা
তবু, তবু, ভালোবাসি!

২.
সম্মুখে আমি মরিয়া যাইয়া
অমর হইয়া রবো-
আমি নাই তবু, প্রানে প্রানে গিয়ে
চুপি চুপি কথা কবো।

৩.
পাগল আমাকে সূধায় যাহারা
হোক আজ বোধদয়-
সত্যি আমি পাগল যেনো
ফুল পাগলই আমাকে মেনো
হাফ নই আমি, কেননা  আমার
ফুলে ফুলে ভরা হৃদয়।

৪.
ডাকাতে নেয় একবার প্রান,
বারবার নেয় ডাকাতিয়া বাঁশি..
কবির কাননে কতো কতো ফুল
নেচে নেচে দেয় হাসি!

৫.
স্নপ্নেরও মুগ্ধতা রচিবো..
প্রানেরো সূধা লয়ে বাঁচিবো
অসীমে সীমানা তুলে উচাটন..
ব্যথা, সুখে আলো হয়ে উঠিবো
ফুল হয়ে বাগিচায় ফুটিবো
ভালোবেসে ছুটিবো আমরন..
কমলের ব্যথা লয়ে হাসিবো
দূর্বার বলাকায় ভাসিবো
পাখা মেলে অসীমের নিবো মন..
বিশ্বাসে নিঃশ্বাসে রাখিবো..
পরিযায়ী সুখডোরে বাঁধিবো
ভরে যাবে নিশিভোর প্রানোমন…

__________  The poet of love.

৬.
মিষ্টি করে কইলে কথা
আর কিছু না চাই..
জোরে কথা বললে পরে
টা টা বাই বাই!


৭.
আমরা কেন ভান করি?
তার চে’ এসো গান করি! 
বৃষ্টিজলে শুদ্ধ হয়ে
ফুলের সাথে স্নান করি! 

আমরা কেন ভান করি? 
তার চে’ এসো মান করি!
অভিমানে গাল ফুলিয়ে
মুখের হাসি ম্লান করি! 

আমরা কেন ভান করি?
তার চে’ এসো প্লান করি-
অকপটে,  চিত্রপটে
ইচ্ছে যা হয়,  done করি! 

আমরা কেন ভান করি?
তার চে’ এসো তান করি..
লয়ের সাথে,  তালের মিলন
দিয়ে সিনা টান করি! 

আমরা কেন ভান করি?
তার চে’ এসো গলা খুলে
সকল রকম বিভেদ ভুলে
তাল বেতালে গান করি! 

তার চে’ এসো
ছড়াশিল্পী
আবদুল্লাহ আল মাসুম
dedicated to you.


৮.
পাহাড় না থাকলে কি
হতো ঝরোনার গান?
একাকী রাখা যায় না কখনো
সম্পূর্ণ অবদান!

৯.
স্বপ্ন সমান বড় তুমি
বড় তোমার বিশ্ব-
স্বপ্ন যদি হারিয়ে যায়
কে আর এতো নিঃশ্ব?

এই জীবনে মধুর হবে
অব্যাহত যাত্রা! 
স্বপ্ন দিয়েই ছাড়িয়ে যাও
স্বপ্ন দেখার মাত্রা!

জয়ের চূড়ো চাইলে ছুঁতে
মনোবল অদম্য-
রেখে তুমি, স্বপ্ন দেখো
তা হবে বোধগম্য! 

অবসম্ভাবী বিজয় তোমার
আসবেই পদতলে!
বাস্তব কি জন্মায় বলো
স্বপ্ন টা না হলে?

দূর্বার স্বপ্নের শক্তি
আবদুল্লাহ আল মাসুম



৯.
স্বর্গপুরীর সন্ধানে নেমে
নারীতে গড়েছি ঘর..
অবশেষে আমি বেছে নিয়েছি
প্রকৃতি ও ঈশ্বর।

১০.
ঘৃনা তোমাকে যাতনা দেবে
দেবে নিত্য দিন..
ভালোবাসা রয় চিরদিন তাই
রবে মৃত্যুহীন!


১১
আজকে আপন যদি
কাল কেন পর?
প্রেম দিলে আজ, পরে
ঘৃণার আচর?

প্রেম যদি দিলে, কেন
চিরদিন নয়?
প্রেম কি সাময়িক?
এমন বিষয়?..

যে প্রেমে সূধা থাকে
থাকে চিরকাল৷
নতশিরে তাকে পূজি
সকাল, বিকাল!

This Post Has 0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top