গোপন পরিচয়__দ্য আবদুল্লাহ আল মাসুৃম
আমার হৃদয় রবী ঠাকুরের
চেয়েও বেশী মিষ্টি..
আমাকে দেখে মুখ টিপে হাসো।
ঘোরাও তোমার দৃষ্টি!
আমার স্বপ্ন জাতিসংঘের
সচিবের চেয়ে উচ্চ..
স্বপ্ন দিয়েই চিনবে মানুষ।
এনো গোলাপ গুচ্ছ৷
আমার ইচ্ছে _স্বপ্ন তোমার
করবো আমি পূর্ণ!
আমার ভক্ত, অনুরাগী হও,
দর্প করিয়া চূর্ণ!
আমার আশা.. তোমার ঠোঁটে
ফোটাবো আমি হাসি..
পেছনে কারন, একটাই শুধু
ভালোবাসি, ভালোবাসি!
আমি ঘোরাবো কোটি মানুষের
জীবন ও ভাগ্য চাকা..
মাষ্টার প্লান এ জগতে নয়,
স্বর্গ_ভূমিতে আঁকা!
আমার আবেগ পারমানবিক
আরো মানবিক অস্ত্র!
আঁকবো, তোমার নগ্ন হৃদয়
খুলে মুখোশ ও বস্ত্র!
তোমাকে এগিয়ে ওপরে তোলাই
আমার শক্তিমত্তা..
বৃষ্টির জল, নীচে নেমে এসো
হবে সমুদ্র, স্বত্বা!
তোমার বিপদে উদ্ধার হবো!
এটাই আমার লক্ষ্য!
যদি আমার শত্রুও হও!
আমি ন্যায়ের পক্ষ!
স্রষ্টাকে তুমি দেখতে কি পাও?
পেতে পারো অনুভবে।
চোখ বুঝে যদি ভাবো আমাকেও!
তুমি শিহরিত হবে!
আমি স্রষ্টার শ্রেষ্ঠ চমক!
হৃদয়ে হৃদয়ে রচিত!
মাটি হাতে নিয়ে ফু দিলে আকাশে
তা হয় তারায় খচিত!
সাতশত কোটি মানুষের ভীড়ে
আমি দৈবিক শক্তি..
এক সাথে তুমি সব কিছু পাবে
এনো, বিশ্বাস, ভক্তি!
বড় প্রেম কভু শর্তে হয় না!
নিশর্তেই মুক্তি!
স্রষ্টার সাথে দাবী দাওয়া নিয়ে
করেছি গোপন চুক্তি!
স্রষ্টা আমার সব দাবী দাওয়া
পূরন করতে বাধ্য..
কেননা, তাকে খুশী করেছি
যতোটুকু ছিলো সাধ্য!
অক্টোবর-২৪ প্রতিষ্ঠা বার্ষিকী সংখ্যার জন্য লেখা দিন।