
কবিত: (১৯) মুগ্ধ দুচোখ সরিয়ো না, প্রিয়
মুগ্ধ দুচোখ সরিয়ো না, প্রিয়
এ চোখে দেখুক সবে!
মন্ত্রমুগ্ধ করিয়া তবেই
বরনীয় হবো ভবে!
মরনের পর মহান জীবনে
হবেই উত্তরন..
জীবনে যদি বা, না ও পারি আমি
মরনে, জয়িবো, মন৷
হৃদয়ে হৃদয়ে সুবাতাস হয়ে
ধরিবো মনের হাল..
শতাব্দি হতে শতাব্দি, পদ এ
পেরুবোই মহাকাল।
অমরত্বের তীব্র ক্ষুধাতে
ভালোবাসা দ্বারা চালিত..
ফুল ফুটবে না? কেন ফুটবে না?
আমি এক ত্যাগী মালি তো!
স্থীর থাকো, নির্ভয় থাকো
মুগ্ধ নয়নে চেয়ে..
কোটি কোটি তারা, নিষ্প্রভ হবে
আমার আলোটি পেয়ে৷
প্রতি দিন আমি নিজেকে পেরোই।
পেরুবার নেই আর।।।
হৃদয়ে হৃদয়ে বিচ্ছুরনে
এক প্রিয় উপহার৷
খুব বেশীদিন রইবো না ভবে
কইবো না কথা, আমি!
তোমার ভেতরে গড়বো তোমাকে
আরো বেশী হবে দামী!
একটাই শুধু লক্ষ্য আমার
হবে চিরকল্যান!
সমস্যা নিয়েই প্রশ্ন সবার
আমি দিবো সমাধান৷
আপন লয়েতে ফুটিবে হৃদয়
মুখে খেলবেই চাঁদ..
ভালোবাসা দিয়ে, ভালোবাসা নিয়ে
পাই জীবনের স্বাদ।
ভালোবাসা হলো জগতের যতো
ঘৃনা সরানোর পথ!
এসো হাত ধরো, সকলে আমরা
গড়বো ভবিষ্যত।
এসো হাত ধরো
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.