কবিতা: (৭) টপ করে পড়া, অশ্রুকণা
টপ করে পড়া, অশ্রুকণা
কখনো মিথ্যে বলে না।
বলে, নিষ্পাপ এক হৃদয়ের
আত্মাহূতির গল্প।
সব পেয়েও, কিছু না পাওয়ার উপাখ্যান।
অশ্রু কখনো মিথ্যে বলে না।
যে অনুভূতিতে সামান্য অশ্রু থাকে –
সে অনুভূতি, খাঁটি সোনার
চাইতে খাঁটি!
অশ্রু কখনো সাজানো হয় না।
দুচোখ ভরা যেনো নীরব বৃষ্টিপাত!
প্রিয়, আমি কেঁদেছিলাম।
তুমিও কেঁদেছিলে
কিন্তু, আমরা দূরত্ব ঘোচাতে পারি নি।
অশ্রুতে পুষে রাখা পুষ্পও
হতে পারে ভালোবাসার আরেক নাম।
অশ্রুকনা/কবিতা
আবদুল্লাহ আল মাসুম /কবি
০৫/০৬/২০২২
সময় ১০/১৩
বেইলী রোড, ঢাকা।
মানুষ,হারিয়ে গেলে
তাকে আর খুঁজে পাওয়া যায় না।
সারা শহর ফাঁকা মনে হয়।
মনে হয়, এ শহরে আপন বলে কেউ নেই!
লাল টুকটুকে জামা ফিতা..
ডুমুরের গাড়ী,
আরেকটু বড় হলাম যখন,
পাহাড়ী পথে চলার মতো সাইকেল।
যখন যা চেয়েছি,
খুশী মনে এনে দিয়েছেন।
কখনো ঘোড়া হয়ে পিঠে তুলেছেন..
কখনো, পাতার বাঁশি বাজিয়ে
আমাকে মুগ্ধ করে রাখতেন!
ঘরে ফিরেই রোজ
এক মুখ ভর্তি হাসি দিয়ে
জড়িয়ে ধরতেন পাঁজরের ভেতর।
সম্ভব, অসম্ভব সব কিছুই
আমার জন্য আয়োজন করতেন ।
একবার আমি কাঁদছিলাম,
প্রচন্ড জ্বর হয়েছিলো বলে।
তার চোখও দেখেছিলাম অশ্রুসজল।
বাবা, পৃথিবীর সব পুরুষ
সমস্ত আদর মায়া দিয়েও
তোমার সমান হতে পারলো না।
না, কোনদিন পারবে,
না পারা সম্ভব!
কোটি কোটি পুরুষের মাঝে
খুঁজে ফিরি ‘ বাবা বাবা’ ঘ্রান!
কিনতু তারা একটা সময়
প্রেমিকই হতে চায়।
বহু যুহ কাটিয়ে এ জগতে
বলতে পারি, এমন কি নেই কেউ
মাথায় রেখে হাত
চোখের পানি মুছতে মুছতে
বলতে পারে
‘মাগো, তুমি ভালো থেকো।
কোথায় হারিয়ে গেলো
আমার ভরসা, আনন্দ, আশা?
বিশ্ব চরাচর ফাঁকা ফাঁকা লাগে।
তুমি এখন কোথায়?
অসম্ভব ব্যথা
হৃদয়ে জাগরুক
আবদুল্লাহ আল মাসুৃৃম
www.abdullahalmasum.com
বেইলী রোড, ঢাকা।
২৬/০৩/২০২২
চলো না মানুষের দেহ হতে
মুক্তি নিয়ে পরিপূর্ণ সবুজ বা হলুদ
পাখি হয়ে যাই!
বৃষ্টি ধোয়া আকাশে
হয়ে যাই রংধনু।
চলো হয়ে যাই
আলোর চেয়ে গতিময়, বাইকের সারথী!
চলো হয়ে যাই
উত্তর মেরুর বরফ ভাঙন!
গলগল করে প্রবাহিত হোক জল।
তৈরী করুক, ঝরোনা ও নদী।
চলো হয়ে যাই, এমন প্রজাপতি
যে শুধু প্রতি মিনিটে ঘটাবে
পরাগায়ন।
চলো হয়ে যাই, বিষ্ময়ে অভিভূত সোনালি হরিন “!
চলো হয়ে যাই
প্রকৃতির এমন আকৃতি,
যা অতিক্রম করে
আমাদের কল্পনা।
এমনও সুন্দর
যা সুবিশাল!
চলো হই বিবর্তন
আবদুল্লাহ আল মাসুম
১৮/০৩/২০২২
বেইলী রোড,ঢাকা।
৭. ৫০ পিএম
আমি,
পৃথিবী থেকে বিচ্ছিন্ন হই
যখন,অনুভব করি,
এই তো
আলিঙ্গনের সুখে
আমরা রঙিন
প্রজাপতির ডানার মতো
দোলায়িত আর নৃত্যরত!
আমি
নির্বাক হয়ে যাই
তোমার সকল
মধুরতরো
প্রতিউত্তরে।
এগুলো নয়
সাধারন কবিতা,
বরং, তুমি
সতেজ জীবন থেকে
আমদানী করেছো
অনেক জহরত।
এতোটা সমৃদ্ধি
আর কোথাও
মেলে নি কখনো।
স্বর্গে দাড়িয়ে আমি উঁকি দেই,নরকে ।
অথচ, তখনো তুমি
আমাকে ভেবে
একটা গান গাইছো,জগতে ।
গানটির সুরটি মর্মান্তিক আর
করূন বিলাপে ঠাঁসা।
তোমার পাশেই তো আমার থাকার কথা ছিলো
বহূদুর হতে
আমি একটু মুচকি মুচকি হাসছি।
প্রিয়তমা,
আমি তোমার সবটুকু সুর
শুষে নিতে চাই আমার অন্তরে।
কবিতা
মিশ্রন
আবদুল্লাহ আল মাসুম
১৪/০৩/২০২২
৩.৪০ পিএম
বেইলী রোড, ঢাকা।
www.abdullahalmasum.com
ভেবেছিলাম
প্রেম একটি টিলা!
শ্রমসাধ্য হলেও
উঠে দেখি _
প্রেম বাস করে আরো ওপরে।
সংযুক্ত গাছের উঁচু মগডাল বেয়ে
নীচে নেমে দেখি!…
প্রেমের দর্শন আরো আরো উঁচুতে।
পাহাড়ের ওপর দাড়িয়ে
আমি গরমাগরম কফি খেলাম!
টুকরো টুকরো মেঘ আমার নাভীতে কাতুকুতু দিয়ে পথ হারালো।
না,না না,
প্রহেলিকার মতো প্রেৃম।
তাকে এখনো ছুতে পারি নাই।
তার দৈর্ঘ্য,প্রস্থ কি
সবচেয়ে বৃহৎ
সমুদ্র সমান?
প্রেমের উচ্চতা কি তবে
এভারেষ্ট বা তার ৩ গুন
অলিম্পাস সমান?
এতো ক্ষুদ্রে কি
কখনো বাস করে প্রেম?
সম্ভবত _
প্রেমের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা
সুবিশাল এক হৃদয় সমান!
লহ লহ লহ
মোর অঞ্জলি
তোমার কথা কি বাজে
কোনো কবির অন্তরে!
তাহলে, বুঝে নিও
সব বাক্যের এটাই প্রমান!
প্রেমের বাসা
আবদুল্লাহ আল মাসুম
the poet of love.
www.abdullahalmasum.com
06/03/2022
10.55 am
dhaka, baily road.
dedicated to
রক্ত করবী।
সাত মহাদেশ তেরো নদী
পার হয়ে তোমার কাছে আসবো।
আসবো,
একটি পলক দেখার জন্য।
এক টুকরো হাসি
জ্বলজ্বল করবে..
সে আলোতে ভেসে যাবে
জমিন আসমান।
দাড়ি, কমা, সেমিকোলনের
ফাঁকে ফাঁকে
লুকিয়ে থাকা
জীবনের কবিতা
অথবা
কবিতার জীবন।
আমি, তোমার জীবনকে
রূপকথা বানাতে চাই।
এবং তা খুব সম্ভব
ছোট্ট কারনে।
আমি তোমাকে ভালোবাসি।
বুকে জড়িয়ে নিয়ে,
দুচোখ জুড়িয়ে দিয়ে
কখনো বলো না
তুমিও আমার অনুরূপ
ভালোবাসো।
আমরা দুজনেই এতে
অপারগতার অশ্রু বিসর্জন
দিবো..
দিতে থাকবো অনাদিকাল।
আমরা আমাদের আলিঙ্গনে
না পাবার থেকে কষ্ট কি আছে
একটি ক্ষুদ্র জীবনে?
জীবন থেকে আমরা
মূলত, ভালোবাসাই চাই।
চাই ভরপুর প্রেম।
চাই মিষ্টি খুশবো।
চাই, ভালোবাসার
পতাকা উড়ুক এভারেষ্ট এর চূড়ান্ত চূড়ায়।
প্রেমের বিজয় পতাকা
আবদুল্লাহ আল মাসুম
the poet of love
www.abdullahalmasum.com
বেইলী রোড, ঢাকা
১০.০৫ pm
০৫/০৩/২০২২
জগতে, কোথায় পাবো
এমন কাউকে,
যে আমার সাথে
স্বপ্নের উচ্চতায় বসবাস করবে!
এমম কাউকে কি
সত্যি পাওয়া যাবে?
আমার হৃদয় যে
একটি শিশুর মতো কাঁদে?
অন্তত, বুকে মাথা রেখে
আমার দুঃখ সঙ্গী হবে?
যেখানে কিছুটা সহানুভূতি প্রয়োজন,
সেখানে আঘাত করবে না!
একজন মানুষ হয়ে
মানুষের ব্যথা বুঝবে?
আমার জীবন পাতায়
এতো বড় চ্যালেঞ্জ আর আসে নি।
নিঃশব্দে মোকাবিলা করছি।
একাকী মোকাবিলা করছি।
প্রতিটি স্মৃতি যেনো
বিধ্বংসী মিসাইল! !
এখানো ওখানে
ফাকি ফাকি
এবড়ো, থেবড়ো করে দিচ্ছে!
নিশ্চুপে,নিভৃতে আমি
বারুদ কুড়াই,
ভবিষ্যত সুখের জন্য
সাজাই ফুলের ডালি!!
কে আছে এমন
আবদুল্লাহ আল মাসুম
the poet of love!
www.abdullahalmasum.com
ঢাকা,বেইলী রোড
৪.০৮ পিএম
০২/০৩/২০২২
তোমাকে দেখতে না পেলে
আমি তো অন্ধ হয়ে যাই!
তোমার স্পর্ষ না পেলে
হৃদযন্ত্র, যন্ত্রনা করে অহর্নিশ!
আমার ভেতর বিদ্রোহ করে
আমার আরেকটা মানুষ।
আমি স্থীর দাড়িয়ে রই
গজায় শেকর বাকড়।
তোমাকে একটু খানিক…
শুধু একবার দেখার জন্য
আমি মুখিয়ে আছি শতাব্দীকাল।
আমার পরান
ছটফটায় একটা খাঁচার ভেতর।।
জাদুবাস্তব আর স্বপ্বালু
দু পর্দার মাঝে দোল খায়
আমাদের প্রেম।
তোমাকে আরো একবার
একটি বার দেখার জন্য
আমার পরান পাখি বাইরাম বাইরাম করে, করে অহর্নিশ!
তোমাকে দেখতে না পেলে
আমি তো অন্ধ হয়ে যাই!
জন্মান্ধের মতো খুঁজি
আধারের পৃথিবী!
শুধু বলি কানে কানে
“ভোর হলো, দোর খোলো।
ভোর হলো দোর খোলো! “
কবিতা _
অন্ধ হয়ে যাই
আবদুল্লাহ আল মাসুম
৮.৩৪ পিএম
বেইলী রোড, ঢাকা। www.abdullahalmasum.com
dedicated to
রক্তকরবী
আবার বৃ্ষ্টি এলে
আমরা দুজনে, হাত ধরে নাচবো, তা তা থৈ থৈ “
কুয়াশা থেকে চেয়ে নেবো
এক কাপ গরম কফি!
যদিও বলি, বাসা বাঁধবো সাম্পানে
বা, ভালোবাসার ছোট্ট একটি ঘর!
মূলত অনাদিকাল আলেখ্য প্রেম
তোমার বন্দনায়।
গায়ে নাও, মেখে নাও
ফাল্গুনের লু হাওয়া, লিলুয়া বাতাস!
হাড় জুড়ানো জীবন আর
চারিধারে কড়া সুসংবাদ।
তোমার মতো, অতো সুন্দর করে
আমি তো গাইতে পারি না, গান!
অতো সুন্দর করে হাসতে পারি না।
ছড়াতে পারি না, মুগ্ধতা!
বিকশিত করি না প্রাণ।
পাতা ঝরে যায়, যায় সহস্র বার, বারংবার!
প্রকৃতির বুকে এক অবাধ্য ঠুমরি!
অসাধ্য খেয়াল।
জলের বুকে ঢেউয়ের
মিষ্টি নাচন আর
তলদেশে, গভীরে, ছেনালি আগ্রাসন!
কার্নিশে
ঝুলে থাকা সোনালি রোদ্দুর!
ঢুকবে বলে আর ঢোকে নি
আমি প্রতীক্ষায় রয়ে গেলাম
শতাব্দিব্যপী!
কবিতাগুলো
কালো কালো অক্ষর থেকে
জ্বলজ্যান্ত ফুল হয়ে
সুবাস ছড়াক।
অবিরত চেষ্টার ফল
কখনো কি বিফলে গিয়েছে?
তোমাতে কেন আমি মন্ত্রমুগ্ধ!
কি তার কারন!
কবিতা _ মন্ত্রমুগ্ধ
কবি _ আবদুল্লাহ আল মাসুম
১.০৫। am
baily road. dhaka.
২৫/০২/২০২২
www.abdullahalmasum.com
DEDICATED TO
রক্ত_করবী।
আমার জানলায় আবার ফিরে এসো কাল।
ফিরে এসো এক মুঠো রোদ্দুর হয়ে।
আলোকজ্জ্বল আসমানে
বেমানান বেঢপ
এক টুকরো মেঘ হয়ে!
ফিরে এসো বিনা নোটিশের
এক পশলা মিষ্টি হাওয়া হয়ে।
ফিরে এসো,
স্বপ্ন ও বাস্তবতার
অবিচ্ছিন্ন কাতরতায়।
ফিরে এসে
সজোর পরাক্রমী বৃষ্টি হয়ে।
আমাকে ছুতে না পেরে
সার্শিতে জলের রেলগাড়ী হয়ে।
ফিরে এসো মিষ্টি চাঁদ ও জোছনা হয়ে।
হয়ে যেও আমার বুক ব্যাথার উপশম হয়ে।
যা আমি প্রতিনিয়ত বলতে পারি না!
সব কিছু কি ব্যখ্যা করা যায়?
না কি, সব কিছু দৃশ্যমান
এ কপট জগতে!
ফিরে এসো।
পৃথিবীর তাবত সুন্দরের কসম
তুমি আবারও আমার শহরে ফিরে এসো
হয়ে ওঠো জমিনে জমিনে
আলোর ফোয়াড়া!!
ফিরে এসো
নাম না জানা, অবাধ্য পোষা পাখি!
যার ডানায় লেগে থাকে
মেঘের আবীর!
ফিরে এসো
আবদুল্লাহ আল মাসুম
১২.১২ Am
বেইলী রোড, ঢাকা।
19/02/2022
আমি ঠিক বুঝতে পারি,
ভীড়ের ভেতর,
আমাকে করে অনুস্বরন!
কার বারংবার পলকহীন চোখ
বিষ্ময়ে অভিভূত সোনালি হরিন!
লুকিয়ে লুকিয়ে দেখা বিড়ালের মতো!
তার শ্যেন দৃষ্টি, ফেলে আমাকে
গোলক ধাঁধায়!
সমুদ্রের জল ভিজিয়ে ভিজিয়ে
দিয়ে যায়, ভরা পূর্নিমা ও জোছনায়!
মাঝে মাঝে মনে হয়
শৃঙ্খলিত বড়, এ মানব জীবন।
শেকলে বাঁধা যায় না
অবাধ্য মন!
লুকিয়ে লুকিয়ে দেখা
দুটি নিষ্পাপ নয়ন!
তার চোখে
খেলে বিজলি,
দেখেও না দেখা
অথবা সামান্য হাসি,
অন্য দিকে ফিরে হাসা
সে কি আমার মরন!
যে কোনো আসক্ত প্রাণে
খুঁজে পাই,
হৃদয়ের মধুমিলন!
জীবনে, তাকে শুধু খুঁজি ফিরি
খুঁজি ফিরি সব খানে।
করি, একটু একটু স্মৃতিচারন!
সমুদ্রতটে লুকানো চোখ
আবদুল্লাহ আল মাসুম
the poet of love
www.abdullahalmasum.com
বেইলী রোড, ঢাকা।
১৭/০২/২০২২
১০.৫০ Pm.
সৌজন্যে
পৃথিবীর প্রথম ইচ্ছেপূরন রেষ্টুরেন্ট।
www.saturnrbd.com
Excelent photography by
Kabery!
পরিস্ফুটন
গ্যালক্সি হতে গ্যালাক্সিতে
হাতরে বেড়াই।
তোমাকে খুঁজি
বিশ্ব চরাচরে,
খুঁজি, পত্র পল্লবে,
খুৃজি তৃনলতায়।
খুৃঁজে মরি,
ফুলে ফুলে।
কোথায় তোমাকে পাবো?
খুঁজি স্বপ্ন ও কল্পনায়।
খুঁজি জীবনের বাঁকে বাঁকে!
খুঁজি, ডিম সিদ্ধ, আলু ভর্তায়,
প্লেটের কিনারে
আলগা লবনে।
খুঁজি, মহাধমনী, অলিন্দে।
খুৃঁজি সুরের মূর্চ্ছনায়,
গান হতে চাওয়া
কবিতার শরীরে।
কোথাও তোমাকে পাই না কেন?
তুমি কোথায়? তুমি কোথায়?
আমি কি তোমাকে
হারিয়ে ফেলেছি
ম্যালায়?
কীভাবে খুঁজে পাবো?
কী করিলে পাইবো তোমায়?
খুঁজি প্লাবিত রক্ত অনুতে
ফুল ফোটার গায়েবি শব্দে!
স্বর্গের বারান্দায়,
রমনার বটমূলে!
নতুন গানের
তীব্র মূর্চ্ছনায়!
আমার হৃদয়ে এসো।
সজোড়ে করো আলিঙ্গন।
জাদু বাস্তবতায়,
একটি জীবনকে করো
পরিস্ফুটন,
সহস্র, লক্ষ জীবনের
অসীম সম্ভাবনায়।
একটু অক্সিজেনের জন্য আমার ফুসফুস দৌড়ঝাঁপ করে বিভিন্ন মহল্লায় পাড়ায় পাড়ায়
নিজ অক্ষ ছেড়ে কত দূরে কোন অজানায়!
শুধু তুমি সম্মুখে এলে, সে ফিরে আসে নিজ আলয়ে, নিজ অক্ষে, সঠিক অবস্থানে!
আমার ফুসফুসের সঙ্গে তোমার উপস্থিতির কত না গভীর সম্বন্ধে!
এই সম্বন্ধই কি তবে প্রেম! এই সম্বন্ধই কি তবে ভালোবাসা!
এই সম্বন্ধই কি তবে সব শেষে অমরত্তের জিয়নকাঠি!
এই সম্বন্ধই কি তবে স্বর্গ ও পৃথিবীর একান্ত গোপন সংযোগ!
একটু অক্সিজেনের জন্য !
আবদুল্লাহ আল মাসুম
www.abdullahalmasum.com
বেইলী রোড, ঢাকা।
ফেব্রুয়ারী ২, ২০২২
সন্ধ্যা ৬।
সৌজন্যে
www.saturnrbd.com