skip to Main Content
কবিতা: (১৭) মাথা উঁচু করে বাঁচো !

কবিতা: (১৭) মাথা উঁচু করে বাঁচো !

নিজের গভীরে সৃষ্টির সুখে
তা তা থৈ থৈ নাচো! 
মাথা উচু করে বাঁচো হে বন্ধু
মাথা উঁচু করে বাঁচো!

অপরাধ কোনো করো না কখনো
কাউকে দিও না ফাঁকি..
তাহলে খেলবে তোমার হৃদয়ে
শত ফুল আর পাখি।
শিশিরের কাছে নতুন প্রভাত
আবেদন করো,  যাচো!!
মাথা উঁচু করে বাঁচো হে বন্ধু
মাথা উঁচু করে বাঁচো!!


এসো,  নটবর,  তোমার বুকেতে
প্রেমের ছবিটি আঁকি..
ছোট্ট জীবনে এখনো তোমার
অনেক পাওয়া তো বাকি!
যৌবনা এক লাল গোলাপের
দেহে বৃষ্টিতে আছো।
মাথা উঁচু করে বাঁচো হে বন্ধু
মাথা উঁচু করে বাঁচো!!


স্বপ্ন সারথী, তির তির করে
ভেতরে মারবে ঝাঁকি!
পাতার ফাঁকেতে রোদ ঝিকিমিকি
কবিতায় ধরে রাখি!
অক্ষরগুলো ফুলের রেনুতে
বিলীন হয়েছে গাছও!
মাথা উঁচু করে বাঁচো হে বন্ধু
মাথা উঁচু করে বাঁচো!!




আগুন!!!
আবদুল্লাহ আল মাসুম ❤️🇧🇩❤️


পাহাড় চূড়োতে জিহ্বা ছোঁয়াতে
কেঁপে উঠেছে দিল..
নাক ঘষে ঘষে তুলে ফেলবো
ছোট্ট একটা তিল।

দুই পাহাড়ের মাঝে চুমু খেয়ে
শিহরনে এলো শীত..
আমূল কেঁপেছে, নড়ে নড়ে ওঠে
চর্যাপদের ভীত৷

আমার ওপরে তোমার সওয়ার
আগ্রাসী কোনো নাচ..
আরো দাও আরো দিতে থাকো তুমি!
সই আগুনের আঁচ।

নখের আঁচড়ে,  দাঁতের কামড়ে
চাকা চাকা লাল দাগ..
প্রেমের রেনুতে ঝরো ঝরো আজ
অভিমান,  অনুরাগ!

নদীতে উঠুক বিশাল তুফান
নাকে, গালে ছোটে ঘাম..
আহা আহা আমি মরছি আদরে
লই আল্লাহর নাম৷


পৃথিবী কাঁপিয়ে চরম ঠাপিয়ে
অজানা অচেনা সুখ..
দেবদারু ছোড়ে তরল জোছনা
তুমি পেতে উন্মুখ! 

তোমার সিঁথিতে আমার আঙুল
ভালোবাসা রচে ধীর..
দেহের পূরানে, প্রেমের আরতি
কতো না সুখের নীড়! 

আগুনের সাথে করেছো খেলা কি?
পেয়েছো তৃপ্তি স্বাদ?
তুমি যে আমার বিশাল আকাশে
একমাত্র চাঁদ৷

This Post Has 0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top