skip to Main Content
কবিতা: (১৪) ভালোবাসার মৃত্যু

কবিতা: (১৪) ভালোবাসার মৃত্যু

চোখে অনেক স্বপ্ন ছিলো
স্বপ্ন নিলে কেড়ে-
স্বপ্ন ছেড়ে আশা নিয়েই
প্রেম উঠেছে বেড়ে! 

এক সময়ে আশাও হলো
তটে বালির ঘর! 
ঢেউ এসে তা, মুছে দিলো
কাঁদলো এ অন্তর।

আশা গেলো, স্বপ্ন গেলো
রইলো বাকি সুখ-
সঙ্গে কিছু শান্তি আমার
দেখলে তোমার মুখ!

অবহেলায় শান্তিও শেষ
মৃদু অপমান! 
ঈর্ষার বিষ, বদলে দিলো
পুরোনো সুঘ্রান! 

রইলো শুধু সুখেরই খোঁজ
কাঁপতো তাতে মন –
সময়ে তা,  করলে বিলীন
জলের সন্তরন।

ব্যস্ত থাকার অভিনয়ে
শুধুই অজুহাত-
তোমার ভাবনাতে যদিও
দিন কাটে আর রাত! 

সব হারালেও, হারালো না
অনেক কৃতজ্ঞতা! 
আমাকে যা দিয়েছিলে
চন্দ্র, মেঘের কথা!

কৃতজ্ঞতা রইলো বুকে
থাকলো হয়ে হাসি-
দক্ষতাতে এড়িয়ে যাও!
তবুও ভালোবাসি! 

লীন হলো তাও, ফিকে হলো!
প্রেরনা রয় বাকি! 
তোমার অনুপ্রেরনাতে
জীবন আমি আঁকি! 

প্রেরনাও ধীরে ধীরে
করলে অগভীর –
তবু, আমি ভালোবাসার
ধারনায় স্থীর!

অজান্তে, এক চোরাকাটা
বিঁধলে, চোখে হায়!
এমনি তবে,  ভালোবাসা
মৃত্যু খুঁজে পায়?

প্রনয় গানে কেটে গেলো
প্রানের মিষ্টি সুর –
অগ্নিদহন, প্রবল হলো
হৃদয়ে ভেঙে চুর৷

মনে, মাথায়, জীবন জুড়ে
যে রয়েছে, তার –
মিষ্টি কথায় আবার পাবো
স্বর্গ উপহার! 

মায়ার জালে পড়ে বাঁধা
লটকে তবু রই –
রক্তে মিশে গেছে যে জন
তা হারাবো কই?

অপমানের তীব্র জ্বালায়
বুঝে থাকি মুখ-
আমার খুবই জ্বর হয়েছে
সারছে না অসুখ।
.
.
.
.

কবিতা
ভালোবাসার মৃত্যু
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
www.abdullahalmasum.com
২৯ জুলাই, ২০২৩, সকাল ১০.৩০
বেইলী রোড, ঢাকা, বাংলাদেশ।…..



ভালোবাসা ক্ষমা করে, ঘৃনা নেয় প্রতিশোধ-
আগুনে জল ঢালে, সুরে কাঁপে আমার সরোদ।

ঘৃনা দিয়ে,পৃথিবীর চারিধার ভরা-
চারিদিকে ক্ষোভ আর ঘৃনার পশরা! 

ঘৃনা ভুলে, ছড়াবে যে ভালোবেসে মন –
মানুষ হিসেবে সে উত্তম জন৷

ভালোবাসা এনে দেয় ভালোবাসা আরো-
ঘৃনা নিয়ে কথা নয়, তাই একবারও! 

মনে যদি ঘৃনা থাকে বাঘের মতন-
পারবে না হতে তুমি অনূল্য রতন।

ঘৃনা করে কথা বলে যারা নরাধম!
ভালোবাসা কেন নয়?  হবো উত্তম।

#ভালোবাসা_ও_ঘৃনা
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
www.abdullahalmasum.com



বাজী
আবদুল্লাহ আল মাসুম

আগুন নয়, যেনো আগ্নেগিরি! 
জন্ম হতে মৃত্যু,  আমি ঘুরে ফিরি! 

একবার শুধু ছোঁয়াবো বলে
ঠোঁটের মাঝে ঠোঁট-
এ জীবন করি উৎস্বর্গ
এলে জ্বালাময়ী চোট! 

জীবন পেরিয়ে মহাজীবনে
ধরি আমি মহা বাজী –
তুমি এসো যদি জীবনে আমার
আমিও তবে, রাজী।




উন্নত দেশে, রাষ্ট্রই দেয়
জীবনের নিরাপত্তা! 
আমাদের দেশে নেই তো বিচার
কেউ হয়ে গেলে হত্যা! 

উন্নত দেশে কখনো থাকে না
ধর্মের কড়াকড়ি-
আমাদের দেশে চুন খসলেই
গুলি করে সরাসরি! 

উন্নত দেশে স্বাধীনতা আছে
ব্যক্তির চিন্তার! 
আমাদের দেশে মুখ খুললেই
হয়ে যায় গ্রেফতার।

উন্নত দেশে শিক্ষার মান
শিক্ষার পরিবেশ-
আমাদের দেশে, নেশা, রাজনীতি
ছাত্রজীবন শেষ! 

উন্নত দেশে, ভাইরাল হয়
ভালো কাজ কারবার! 
আমাদের দেশে নোংরা ভিডিও
যৌবনে, কে কাহার! 

উন্নত দেশে,  জনগন থাকে
ভালো নেতাদের দলে! 
আমাদের দেশে নেতা হয়ে ওঠে
টাকা, অস্ত্রের বলে! 

আমরা যদি বা হই পুরাতন
চিন্তার ক্রীতদাস! 
বদলে যাবে না,  কোন দৃশ্যই
বদলাও বিশ্বাস! 

কেউ কখনোই আমলে কি নেয়
ক্রীতদাসের হাসি?
নতুন চিন্তা মগজে ঢোকাও
ছেড়ে পুরাতন, বাসি।

উন্নত দেশ আমরাও পাবো
উঁচু যার সম্মান!
উ্চু চিন্তার সারথী হয়ে
উন্নত করি প্রান!
.
.
.
.

#ক্রীতদাসের_হাসি
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
www.abdullahalmasum.com
উত্তরা,  ঢাকা, বাংলাদেশ।
৩০ জুলাই, ২০২৩, বিকেল ৪.১০


জীবনের গল্প
আবদুল্লাহ আল মাসুম

শ্বশুর বাড়ীতে রাখবে না আর
বাবা তুলবে না বাড়ী! 
কিছুদিন হলো হয়েছে আমার
সন্তান ডেলিভারী! 

দুই বেলা খাওয়া,  এই টুকু চাওয়া
মাথা গুঁজবার ঠাঁই –
এতো বড় এই পৃথিবী তবুও
হয়তো কোথাও নাই! 

মা হারা হয়েছি শৈশবে আমি
সব মা ই লাগে মা-
তবুও আমার হয় নি তো গতি
স্রোতে ভাসালাম গা।

রাষ্ট্র আমাকে দেয় নি কিছুই
নিয়েছে শুধুই ভোট-
দলে দলে তারা, সময়ের পাখি
জোট কিবা মহাজোট! 

ধর্ম আমাকে খাদ্য দেয় নি
এটাই তো বাস্তব-
মানুষের ভীড়ে মানুষ পাই নি
মুখোশে ঘিরেছে সব৷

সমাজ আমাকে নিন্দা দিয়েছে
পাই নি সহানুভূতি-
এক পাল্লায় ওজন করেছে
টুপি, ক্রুশ, আর ধূতি! 

ধর্মগুরুকে জানাতে দুঃখ
গিয়েছি নিশুথি রাতে-
ধর্ষন করে পাঁচশত টাকা
ধরিয়ে দিয়েছে হাতে! 

পুলিশের কাছে ধর্ণা দিয়েছি
বলে, “রাতে কেন গেলে?
আমার বাসায় বেড়িয়ো, নইলে,
তোমাকেই দেবো জেলে!”

বিচারের আশা ছেড়ে আমি তাই
লড়া’য়ে নেমেছি পথে! 
বাঁচবার আশা ক্ষীন হয়ে আসে
কী আছে, ভবিষ্যতে! 

আমি নারী তবু, রিক্সা চালাই
লোকে মারে টিটকারী –
আজেবাজে কথা,  প্যাসেঞ্জারের!
জীবনের বোঝা ভারী!

ছোট বাচ্চাটি, পাশের বাড়ীর
দিদিই দেখছে নিয়ে! 
বস্তির এক ছোট ঘরে থাকি
দু’হাজার টাকা দিয়ে! 

এখনো আমি  রয়েছি খাসা! 
রূপে আর যৌবনে!
আমার বাসনা, চলবোই আমি
নিজের উপার্জনে! 

এড়িয়ে চলেছি, দিবস রজনী
পুরুষের হাতছানি –
পুরুষ চিনেছি, জীবন থেকেই
কেমন, সেটা তো জানি! 

একদা একটি দূর্ঘটনায়
আমার মৃত্যু হলো-
মর্গের লাশ হলাম তবুও
দুটি চোখ ছলো ছলো! 

দুধের বাচ্চা,  একা হয়ে গেলো
এ কেমন অবিচার! 
আল্লাহ তবে কি এতো নিষ্ঠুর! 
এতো নীচু মন তার! 

মর্গের লাশ,  হয়েও আমার
রক্ষা পায় নি দেহ –
সংগম করে লাশ কাটা ঘরে
মুচকি হেসেছে কেহ! 

পূনরায় আমি ধর্ষিতা হয়ে
করিয়াছি আহাজারি-
শোনে নি কেউ সে, চিৎকার ধ্বনি
কারন, আমি যে নারী!
.
.
.
.

জীবনের গল্প
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
www.abdullahalmasum.com
গুলশান ২, ঢাকা, বাংলাদেশ।
৩০ জুলাই, ২০২৩। ৫.২৭  বিকেল




গন্তব্য
আবদুল্লাহ আল মাসুম



দূর্গম পাহাড় থেকে ঝরোনা হয়ে ছুটে চলেছি অবিরাম..
অনেকটা দূরত্ব পেরুতে দেখি –
আমি হয়ে গেছি কাবেরি নামের নদী।

নদী হয়ে সহস্র মাইল, এঁকে বেকে ঘুরে পৌছলাম মোহনায়।
হলো, সমুদ্র সঙ্গম।

সমুদ্র চিহ্নিত হলাম, মিশে যাবার পর।

সূর্যের টানে,  বাষ্প হয়ে মেঘে মেঘে ভাসলাম।
আমি তখন তুলো তুলো মেঘ।
মেঘলা আমার নাম।

পোয়াতি মেঘের গর্ভ থেকে
বৃষ্টি হয়ে ঝরলাম।
ফুলের মঞ্জুরিতে, বনে জঙ্গলে,
টিনের চালে রুমঝুম আর
তোমার জানলার কাঁচে হলাম জলের রেলগাড়ী! 
ইচ্ছে, ছিলো ভারী!
যদি তোমাকে ছুঁতে পারি! 

জানালা খোলো নি তুমি! 
হেঁটে এসেছিলে ছাদে।
চোখে ছিলো অশ্রুকনা, 
দুঃখভরা মনে! 

তোমার অশ্রু মিলিয়ে গেলো
বৃস্টিকনার সাথে –
তোমার হৃদয় গন্তব্য
জলের জীবনটাতে!


জীবনের চাওয়া
আবদুল্লাহ আল মাসুম

যার টাকা নাই, সে টাকা চাবেই
চাবে কিছু সম্পদ-
টাকা থাকলেও আরো প্রয়োজন
হতে পারে, আলবত! 

কারো জীবনে খ্যাতিটাই হলো
প্রধান আকর্ষন-
খ্যাতীর পেছনে,  দ্রুত বেগে ধায়
তাহার পরান,মন।

কেউ বা জীবনে চাইছে পেতে
ক্ষমতার উত্তাপ-
ক্ষমতা লাভের জন্য তাহার
জীবনের দৌড়-ঝাপ! 

কেউ বা আবার ধর্মভীরু ও
ধর্মের প্রভাবে-
জীবনে তেমন চায় না কিছু
মরনের পর পাবে৷

কেউ শুধু চায় সুখ,শান্তির
নির্জন পরিবেশ-
এটুকু হলেই চোখ বুঝে তারা
জীবনটা করে শেষ!

জীবনের গানে, কেউ খোঁজে মানে
অন্যের কল্যানে-
স্বার্থবিহীন উঁচু করে শির
খোঁজে জীবনের টানে! 

আমার জীবনে, সবটাই আছে
এই কথাটুকু সত্য!
আমি তাই খুঁজি, অশেষ প্রনয় ও
অপরূপ অমরত্ব।
.
.
.
.
কবিতা
জীবনের চাওয়া
কবি
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
www.abdullahalmasum.com
বেইলী রোড, ঢাকা,বাংলাদেশ।
৩১ জুলাই, ২০২৩। সন্ধ্যা ৭.১০




কবিতা
নিষ্কাম প্রেম
কবি
আবদুল্লাহ আল মাসুম
.
.
বারুদের মতো কবিতা দিলাম
বৃষ্টির মতো গান-
চাই নি কখনো, আশাও করি না
এর কোনো প্রতিদান!

নিষ্কাম প্রেমে জড়াতে তোমাকে
চেয়েছি জীবন ভর-
হৃদয়ের কাছে এসেও তুমি
হয়ে থেকেছো পর! 

কোথায় যেনো বা একটি দেয়াল
এতো উঁচু যার শির!
দেখছি শুধুই পারছি না ছুতে
হৃদয়ের ভাঙা তীর! 

তোমার হয়ে তো দুঃখ পেয়েছি
ভেবেছিও রাতভর-
আপন হবার ছলনা ছিলো না
কেঁদেছিলো অন্তর।

সব কিছু ভুলে, তুমি একদিন
বাড়িয়ে দেবে কি হাত?
জীবনের তরে বিদায় জানাবে
অমানিশা কালো রাত।

প্রতিশোধে নয়,  ক্ষমাতেই খুঁজি
এলে উপসংহার-
ভালোবাসি আমি জমিয়ে, গড়ি
হীরক দানার হার! 

মৃত্যুর চেয়ে বড় ঘটনা তো
প্রেম পাইবার দিন! 
ভালোবাসা দিয়ে, আদরে সোহাগে
বাড়ায়ে দিবে কি ঋন?


একটি জীবন আমাদের শুধু
শত কোটি তাহা নয়-
ভালোবাসা দিয়ে রচিবো পৃথিবী
করিবো না কোনো ভয়! 

অজানা চমক লুকিয়ে রয়েছে
যা পেয়ে জীবন ধন্য! 
গুপ্তধনের মতোই প্রনয়
হবে অগ্রগন্য! 

তোমার জীবনে, নিষ্কাম প্রেম!
আমিই প্রথম, শেষ! 
কামনার কোনো প্রশ্ন এলে
হবো নিরুদ্দেশ!
.
.
.
.

কবিতা
নিষ্কাম প্রেম
কবি
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
www.abdullahalmasum.com
৩১ জুলাই, ২০২৩,  রাত ৯ টা।
বেইলী রোড, ঢাকা,  বাংলাদেশ।




পেরিয়ে যাবো
আবদুল্লাহ আল মাসুম
.
.
.
পেরিয়ে যাবো একদিন আমি
যাকে বলে সুন্দর –
প্রেমের আরতি, অসীম আলোতে
ভরাবোই অন্তর।

পেরিয়ে যাবো একদিন আমি
যাকে বলে নন্দন –
রচিত হবেই হৃদয়ে হৃদয়ে
অপরূপ বন্ধন।

পেরিয়ে যাবোই একদিন আমি
প্রকৃত প্রকৃতি সুর –
বৃষ্টি নামাবো, জোছনা রাঙাবো
ঝরোনা রবে না দূর৷

পেরিয়ে যাবো একদিন আমি
ঈর্ষার দাবনল-
কোমল হৃদয়ে বইবে সবার
প্রেমের অশ্রু জল!

পেরিয়ে যাবো একদিন আমি
যাকে বলে কল্যান-
অন্ধ চোখের আলো হবো আর
প্রভাত জাগানো গান! 

পেরিয়ো যাবো একদিন আমি
যাকে বলে মানচিত্র! 
কোটি মানুষের শোভন হৃদয়
হবে আমারই মিত্র! 

পেরিয়ে যাবো, দেখো, একদিন
মৃত্যুর শেষ দাড়ি! 
করবো প্রমান, মরনের পর
কতোটা বাঁচতে পারি! 
.
.
.
.

কবিতা
পেরিয়ে যাবো
কবি
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
www.abdullahalmasum.com
বেইলী রোড,ঢাকা, বাংলাদেশ৷
৩১ জুলাই, ২০২৩। রাত ১০.০৮.


আগুনের তাপে,  পুড়বে যখন
বৃষ্টির কাছে যেয়ো-
পূর্ন চাঁদের জোছনা দিয়ে
একটু শান্তি পেয়ো।

মানুষের হাতে শুধু দাবানল
প্রকৃতির কাছে এসো-
তৃনলতা আর ঘাসেদের মন,
প্রজাপতি ভালোবেসো।

ব্যথার সাগরে পথহারা হয়ে
যদি বা কান্না পায় –
লিখে রেখো তুমি সেই ইতিহাস
বুনো পাহাড়ের গায়! 

যন্ত্রনা যদি, এতোটাই হয়!
ভাঙে হৃদয়ের হাড়! 
কবিতার কাছে, সুর খুঁজে নিও
মরন হবে না যার! 
.

কবিতা
দুঃখ পেলে তুমি
কবি
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
www.abdullahalmasum.com
৩১ জুলাই, ২০২৩,  রাত ১০.৩২।
বেইলী রোড, ঢাকা, বাংলাদেশ।

This Post Has 0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top