skip to Main Content
কবিতা: (১০) প্রনয়-সংগম

কবিতা: (১০) প্রনয়-সংগম

সমস্ত পৃথিবী থেকে আমি বিচ্ছিন্ন হই
অসহ্য মায়ার টানে..
তেরোশো কোটি স্নায়ু জেগে ওঠে..
পুলকে..
তোমার ভাবনায়,
সঞ্চারিত হয় প্রানে।

ফুলের মঞ্জরীতে খসে পড়ে
তারকারাজীর আলো..
ফিস ফিস করে বলি কানে কানে
তোমাকে বাসি ভালো। 

তোমার জন্য পেতেছি সামিয়ানা
ধরেছি প্রেম এই মনে..
দুটি হৃদয়ে হলো অবাক মিতালি
জোছনায় হাঁটি, বনে..

নীরবে তুমিও হয়েছো আমার
বুঝি, সেটা আমি জানি…
আমার তালুতে জাগিয়ে দিলাম
চোখ বোঝা মুখ খানি..

মহুয়ার রসে মাতাল হয়েছে
দ্বিতীয়া তিথির চাঁদ-
ভুলো দ্বিধা, ভয়, ভুলো সংশয়
নাও জীবনের স্বাদ।

আমার দেহে বাজাও মাদল
ছন্দে কাঁপুক প্রান-
উত্তাল সমুদ্রে ডুবি আর ভাসি
হয়ে এক সাম্পান। 💕



আবদুল্লাহ আল মাসুম🌹
the poet of love.
www.abdullahalmasum.com
বেইলী রোড, ঢাকা। বাংলাদেশ।
২৭ জুন,  ২০২৩।  সন্ধ্যা ৭ টা।




কবিতা
প্রতিশোধের কবিতা
কবি
আবদুল্লাহ আল মাসুম


এরপর,  সাড়াশি দিয়ে
টেনে হিচড়ে বের করে আনলে
আমার হৃদয়..
রাজপথে তা রক্তাক্ত গড়াগড়ি খাচ্ছিলো! 

নির্মম সেই যন্ত্রনা সয়ে
মুখ বুঝে অশ্রু সজল হলাম। 
তুমি চলে গেলে, 
আমি,  ছিন্ন, বিচ্ছিন্ন হৃদয়
সেলাই করতে মন দিলাম। 


আবারো তুমি ফিরে এলে,
চাপাতির আঘাতে
বিচ্ছিন্ন করলে একটি আঙুল! 
জমিনে পড়ে তা জীবন্ত মাছের মতো ছটফট করছিলো। 

আর
আমার বিধ্বস্ত শরীরে ঢেলে দিলে কেরোসিন,  শলাকা জ্বালিয়ে ছুড়ে মারার আগে,
আমি তোমাকে প্রতিহত করলাম
সর্বশক্তি দিয়ে, এবং তোমাকে যেতে দিয়েছিলাম। 

তুমি চলে গিয়ে পূনরায় ফিরে এলে বিষের ঘড়া হাতে। 

এবার আমি দাউ দাউ করে জ্বলে উঠলাম, আর তোমাকেই পান করতে বাধ্য করলাম
তোমার বিষের ঘড়া। 

আমি ততক্ষন ক্ষমাশীল,
যতক্ষন তা ধৈর্যের সীমানা
কাঁচের বয়ামের মতো
চুড়মার হয়ে ভেঙে না পড়ে! 

তোমার মৃত্যুই
আমাকে জীবন দিয়েছিলো। 
বিতৃষ্ণার অন্ধকারে
তবু জ্বলে ধ্বিকি ধ্বিকি
প্রতিশোধের আগুন। 💥



আবদুল্লাহ আল মাসুম 🌹
the poet of love. 
www.abdullahalmasum.com
২৮ জুন,  ২০২৩,  দুপুর ১২.৪০।




কবিতা
একদিন চলে যাবো! 
কবি
আবদুল্লাহ আল মাসুম

এতো কাছে তুমি, তবু মনে হয়
শতাব্দীকাল, আলোকবর্ষ দূরে..
বিনা নোটিসে, একদিন আমি চলে যাবো
নির্জলা কোনো শৃঙ্গারে কাঁপা বৃষ্টির দুপুরে! 

এমন ভাবে চলে যাবো,  আসবো না ফিরে আর..
এতোটা দূরে চলে যাবো..
বিষন্নতা থেকে পৃথিবী নামবে
হতাশায় আবার। 

কদমের বনে, জুই, চামেলি
দোলনচাঁপার দল-
ঠিকানা হারিয়ে পথে পরে রবে
বৃষ্টির কাঁদা জল! 

কেঁটে গেলে সন্দেহের ধূম্রজাল
কেঁটে গেলে অহেতুক সংশয় –
আমায় নিয়ে তুমিও বেঁধো গান
তোমার প্রেমে বাঁচতে ইচ্ছে হয়!!

কবিতা
একদিন চলে যাবো
কবি
আবদুল্লাহ আল মাসুম 🌹
The poet of love
www.abdullahalmasum.com
৩০ জুন,  ২০২৩,  সকাল ১০.২৬




পৃথিবীর সব সুন্দর মিলে
একটাই হয়, তুৃমি! 
খসে পড়া সব তারা
এক সাথে জ্বলে উঠলে
তুমি! 

সব ফুলের কানে কানে
একটাই ধ্রুব সঙ্গীত..
তুমি! 

যে হৃদয়,  ধরে হিমালয় উচ্চতা
সে তুমি! 
জগতের বুকে এক কিম্বার্লি মাইন,
তুমি! 

অনাদি থেকে অশেষ অবধি
যার আলো দীপ্তমান –
তুমি! 

মরুতে এক জলের ফোয়াড়া
তুমি! 
হৃতপিন্ডের রক্তক্ষরন
তুমি! 

জীবনের এক অমৃত ধারা
তুমি! 
না ফুরানো তীব্র চমক
তুমি! 

স্বর্গে মর্তে অবাক মিতালি
তুমি! 
সীমা পেরুনো অসীম গোলক
তুমি! 

ভূগোল, সময় পেরিয়ে যাওয়া
প্রেমের প্রতীক তুমি! 

আবদুল্লাহ আল মাসুম
the poet of love.

💚♥️💛

On a very special day…
dedicated to you 💕
jun 29,  2023.  2 pm.

This Post Has 0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top