Abdullah AL Masum
The Poet of Love
Abdullah al masum is famous writer, poet, reciter,trainer,philosopher, surprising idea maker, presenter, video editor,animator, trainer of artists, models news presenters, motivational speaker, song writer, tuner, singer & photographer,traveler. He is adviser, consultant,Brand ambassador of Big 6 groups of Bangladesh & foreign companies
He is doing research on “foreign loan” for past 5 years. Also doing consultancy on 22+ businesses. connected with big energy positive peoples of Earth.
Born In Bangladesh, Asia
POEM LOVER
Read The Poem of Abdullah AL Masum
Mega News of Abdullah Al Masum
আমার ভেতরে কি পাও নি,
বৃষ্টির অমিয় ধারা, প্রকৃতির ধ্রুব মুখ?
আমার ভেতরে কি দেখো নি তুমি
সীমাহীন মানবতা?
আমার ভেতরে কি পাও নি ধর্মের প্রতি প্রণয়?
আধ্যাত্মবাদের নম্র আলোয় পাও নি কি খুঁজে
স্বর্গ ও জগতের একান্ত সংযোগ?
আমার ভেতর পাও নি? অসীম অনন্ত
ফল্গুধারার মতো ফাগুনের হাওয়ার মতো প্রেম?
দেখো নি দোলায়িত শাদা শাদা কাশফুল?
দেখো নি নৌকার পাটাতনে ভেজা ভেজা শরীরে
ঠান্ডা জলের অবাক সন্তরন?
আমার ভেতরে কি উঁকি মেরে দেখতে পাও নি
একটি নিষ্পাপ শিশু?
দেখো নি কি লৌহ কঠিন শতাব্দী জয়ী ধৈর্য্য?
অনুভব করো নি কি, মাতৃ-মমতা ভরা হৃদয়?
পাও নি আমাকে ক্ষমার চূড়ান্ত চূড়ায়?
প্রজ্ঞায় কি পাও নি খুঁজে সমুদ্রের সুগভীরতা?
পাও নি কি ভাবনার বিশালতা?
পাও নি কি খুজে একের পর এক দুরন্ত চমক?
পাও নি এমন কিছু অকল্পনীয়, যা ছিলো অজ্ঞাত?
পাও নি কি সৃষ্টি সুখের উল্লাসে রক্ত অনুর আদিম নৃত্য?
পাও নি কি শব্দের শরীরে জ্যান্ত অচেনা বুদবুদ?
প্রকৃত পক্ষে তোমার সমস্ত স্বপ্নের সমাধান পেয়েছো৷
এর বেশী আর কি জগতে খোঁজো অন্ধ মানুষ?
আমি হয়তো তোমার জগতে এক বিরল উপহার!
আমার ভেতরে কি দেখতে পাও নি
অশেষ অদৃশ্য মহা শক্তিমান তরঙ্গ!
আমার ভেতরে কি উপলব্ধি করো নি এখনো
অসীম গুপ্তধন, অকল্পনীয় সম্পদ?
আমার ভেতরে কি পাও নি অসীম কল্যান?
চোখ মেলো, ধুলোর ছানি সরাও চশমার দেয়াল থেকে।
আপাদমস্তক শিহরনে তুৃমি কেঁপে উঠবে,
এমন খুব বেশী কিছু নেই, এ জগতে।
স্বর্গের বাগান থেকে ছিড়ে আনা আমার
খাঁটি হৃদয়!
এখনো অনুভব করো নি তুমি?
তোমার জাগতিক নিদ্রায়?
এর চেয়ে বেশী, কি খোঁজো তুমি
বিন্দুর মতো ঝুলে থাকা ক্ষুদ্র এ পৃথিবীতে?
তোমার সবচেয়ে বড় স্বপ্নটি হয়তো আমি!
তোমার সবচেয়ে বড়ো অলৌকিক সরোবর হয়তো আমি৷
তোমার সবচেয়ে বড় সুরক্ষা ও সাহস হয়তো আমি!
পানকৌড়ির মতো ডুব দাও ভাবনার জলে।
তুলে আনো মনি মানিক্য,
কিছু, মানুষ চিরকাল পেয়ে হারাতেই ভালোবাসে!
সরিয়ে এসো জাগতিক সব বাঁধা৷
তোমার প্রশান্তির একমাত্র পবিত্র ঠিকানা আমি।
তোমার ভালোবাসার এক অদ্বিতীয় তীর্থভূমি।
আমি তোমার অদ্বিতীয় সূর্য্য। রুপাম্তরিত হও একটি গ্রহে।
পরিভ্রমন করো আমাকে ঘিরে।
এক ফোটা জল, সমুদ্রে মিলিত হলে, থাকে না তার আলাদা অস্তিত্ব৷ মেঘের গর্ভ ছিড়ে, সে হয়ে ওঠে,
আসমান ও জমিনের গতিশীল দূত।
অনতিবিলম্বে চিহৃিত হয় সমুদ্র বলেই।
তুমি যা জানো না, আমি তা আবিষ্কার করেছি।
আমাকে কল্পনা করো, এমন এক সুবর্ণভূমি, যেখান থেকে
যে কোনো গন্তব্যে তুমি সহজেই যেতে পারো!
হৃদয়ে সংযুক্ত হও, টোটাবিদ্ধ মাছের মতো।
Contact Us
For Any Query Email to me