skip to Main Content
বিপদ নাম্বার ১৭ সমাধান করা হলো

বিপদ নাম্বার ১৭ সমাধান করা হলো

বৃষ্টি (fake name) (01975511957)
নতুন বিয়ে হয়েছে বৃষ্টির!
যশোরে থাকেন৷
বাবা মসজিদের ইমাম। তার পরীক্ষা চলছে, কয়েকটি বই কেনা খুব দরকার।
বৃষ্টি ঢাকার বাইরে এসেছে পরীক্ষা দিতে।
বিয়ের বয়েস এক মাস।

বাবাকে বই কিনে দিতে বলায়, বাবা বলেছেন, এখন তোমার বিয়ে হয়েছে, স্বামীর কাছে চাও। স্বামীকে বই কিনে দিতে বলায়, স্বামী বলেছেন, তোমাকে বিয়ের এক মাস হয় নি, চৌদ্দ হাজার টাকা দিয়েছি। সেখান থেকে বই কিনো।

বৃষ্টি লুকিয়ে নতুন মোবাইল ফোন কিনেছে, সেই টাকায়। যা একটি সিক্রেট।
শ্বশুর শ্বাশুরি অনেক ধনী হলেও,শ্বাশুরি খুবই রক্ষনশীল। মোবাইল ব্যবহার করতে দেয় না। স্বামী লুকিয়ে মোবাইল ব্যবহার করার পারমিশান দিয়েছেন৷

পরীক্ষা দিতে হলে, বৃষ্টির বই গুলো কেনা খুব জরুরী। শ্বশুর ঢাকায়, পাঁচটি বাড়ীর মালিক হলেও, আড়ষ্টতার কারনে, বইয়ের টাকা চাইতে পারছে না বৃষ্টি।

এমতাবস্থায়, নিজের নাম, পরিচয় লুকানোর শর্তে, বৃষ্টি বিপদে পড়ে বই কেনার টাকা চেয়েছে।

বৃষ্টিকে ১৪৫০ টাকা পাঠানো হয়েছে।
সমাধান হলো, আরেকজনের সমস্যা।
তার পাশে থাকতে পেরে আমরা সম্মানিত বোধ করছি।

Donor _ Kabery Mirza.

বিশেষ নোট _
কেউ যদি আমাদের মাধ্যমে ডোনেট করে
কারো বিপদে স্বেচ্ছায় পাশে দাড়াতে চান,
তাহলে, যোগাযোগ করুন। বাছাইকৃত ডোনাদের জন্য বড় পুরষ্কার থাকবে। আইকন এওয়ার্ড৷

[email protected]
+88017-720-33940

তার বিপদটি উপস্থাপন করেছেন
ভুক্তভোগী নিজেই৷

Idea generated by
The abdullah al masum.

English version..

Brishty (fake name) (01975511957)
Bristy is newly married.
Living in Jessore.
Father is imam of a mosque.
She need some important books due to her examination.
Bristy came out of Dhaka to attend
Examination. She is married for one month only.

She asked her father to buy important books. Her father said, it is duty of your husband now.
She asked husband, her husaband told, i have given 14 thounsads taka within one month of marriage. You please buy books from that money.

Bristy bought a new mobile, whixhbisba secret. Her father in law, mother in law is too rich, but,
Mother in law is not so educated and so conservetive. She did not allow mobile phone to her daughter in law. Hisband gave her permission to use mobile phone.

If she want to attend, the examination, books are too important. Her father in law is
Owner of 5 building in dhaka,
But, for hesitation she could not ask for money to her father in law.

In this situation,
Bristy wanted to hide her real name
And identity and wanted help
From me.

I send her 1450 taka ( 15 usd)
And problem number 17 was solved. We are feeling honoured
Standing beside her.

if any one want to donate to solve any problem of any person through us, mail me.. Or what’s up
there will be a prestigious icon award for selective donors.

[email protected]
+88017-720-33940

Problem presented by
Effected person.

Donor _ Kabery Mirza.

Idea generated by
The abdullah al masum.

This Post Has 0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top