skip to Main Content
ছড়া: (৩) স্যাটায়ার ছড়া বিদায় পিথিবী

ছড়া: (৩) স্যাটায়ার ছড়া বিদায় পিথিবী

২০ খানা চিঠি লিখে, নাই উত্তর..
পৃথিবীটা হয়ে গেছে যেনো বর্বর! 
“কতো ফুল হাতে নিয়ে পথে দাড়ালাম!
কোনো কাজ হলো না তো”- ভাবে বাবু রাম! 

এক মেয়ে কিছুদিন বলেছিলো কথা! 
লাগে না এসব ভালো, সব অযথা! 

মেয়েটার এরকম কথা শুনে বাবু-
মনে মনে হয়েছিলো খুব বেশী কাবু! 

শেষটায় চেষ্টায় বাবু ধরে হাল..
ফেসবুকে মেসেজে কাছে ডাকে কাল।

একজন বলেছিলো বাঁধবে সে ঘর..
দেখা হলো,  বটমূলে, শোনো এরপর..

সেই মেয়ে জবাবে দিয়েছিলো চড়!
এরপর তিন দিন ছিলো তার জ্বর৷ 

জ্বরে ভুগে বাবুরাম বকেছে প্রলাপ..
এ জীবনে ভালোবাসা চাওয়া বুঝি পাপ!

টেইলার, মেকাপ ও ফটোগ্রাফি করে..
তবু, কেউ ডাকলো না নিকটে আদরে।।

বাবুরাম ক্লান্ত, প্রেম নাই Luck এ!
এরকম ব্যথা খুলে, বলবে সে কাকে?

ট্রাই করে সাতদিন রং নাম্বারে..
প্রেমভূত নামায় সে, যাহা ছিলো ঘাড়ে!

পৃথিবীতে প্রেম নাই, জেনে গেলো বাবু..
স্বেচ্ছায় সাথে কাঁদে ছোট ভাই হাবু৷

মরার এ পৃথিবীতে ভালোবাসা নাই-
বিদায় হে পিথিবী, টা টা বাই বাই!
.
.
.
.
স্যাটায়ার ছড়া
বিদায় পিথিবী
ছড়াশিল্পী
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
www.abdullahalmasum.com
গুলশান ২,  ঢাকা, বাংলাদেশ।
১৯ আগষ্ট, ২০২৩,  ৩.৫৪ বিকেল।




ভ্রমরার ন্যয় তার
চোখের গড়ন-
স্থীর চাহনিতে
হৃদয় হরণ৷
.
.

ধনুকের মতো ভ্রু
মায়াবী সে মুখ –
কপালে চুৃুমু খেতে
অবারিত সুখ৷
.
.

এ জগতে হবে সে
একটি প্রদীপ-
কই তার কপালে
বড় কালো টিপ?
.
.
হোক সে, একজন! 
জগতে বিরল –
তাকে দেখে গান গাক
পাখিদের দল৷
.
.

যেনো এক গোলগাল
পূর্ণিমা চাঁদ-!
হোক তার অন্তর
নিঁখুত,  নিখাদ! 

প্রকৃতির হৃদয়ে
হোক বসবাস –
তার ঘাড়ে না পড়ুক,
হায়েনার শ্বাস! 
.
.
যতো দূরে রও তুমি,
কভু দূরে নয় –
তুমি, কোটি মানুষের
একটি হৃদয়।

.
একটি হৃদয়
আবদুল্লাহ আল মাসুম

This Post Has 0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top