ছড়া: (১) কুড়ি থেকে ফুল হও
কুড়ি থেকে ফুল হও…
মৌমাছি ডাকে..
সৌরভ ছড়াবেইপ
জীবনের বাঁকে।
চিরদিন থাকো হয়ে
প্রেমের প্রতীক-
সুন্দর, প্রেমময়ী
কেউ বা আশিক!
ভ্রমরার গুঞ্জনে
সুরে সুরে অনুরনে
কোমর দুলিয়ে নাচো
হাওয়ায় হাওয়ায়..
বৃষ্টি চুমু খাবে
প্রেমের ভাষায়..
ছুয়ে দেবে তনু তব
দিয়ে শিহরন..
যতোক্ষন বেঁচে রও
মুগ্ধ জীবন..
এ জীবন যদি হতো
একটি গোলাপ…
পারতো না ছুতে কভু
কোনো কালো,পাপ…
এ জীবন হতো তবে
ধন্য জীবন…
আমিও হবো ফুল
তোমার মতন!
ছড়া
একটি গোলাপ জীবন
ছড়াকার
আবদুল্লাহ আল মাসুম
২২ জুন,২০২৩,বেইলী রোড,ঢাকা।
www.abdullahalmasum.com
ছড়া
বৃস্টিতে মাছ ধরা
ছড়াকার
আবদুল্লাহ আল মাসুম
টিপ টিপ বৃষ্টি, ডাকিতেছে দেয়া
ফুটেছে কদম বনে কামিনী ও কেয়া।
গুটি কয় ছেলে মেয়ে
আমরা ক’জন –
বিলে ঝিলে মাছ ধরি
করে আয়োজন।
বিল জলে চলে আজ
ভরা মরসুম –
নায়ে বসে ছিপ দিয়ে
মাছ ধরি ধূম।
ধুকপুক করে বুক
টোম নিলে টেনে –
মাছ রাখি পাতিলায়
টেনে টেনে এনে।
খেতে খেতে বিস্কুট
মুড়ি, চানাচুর –
আসমানে দেখি মেঘ
করে গুড়গুড়!
হিজল তমাল গাছে
নড়ে চড়ে পাতা –
ইশকুলে যাবো বলে
ছিলো বই, খাতা।
বৃষ্টিতে ভিজে বই..
ডাকছে ডাহুক-
মাছ ধরে কজনায়
পাই ভারী সুখ!
পুঁটি, কই, শিং আর
কখনো বা সাপ –
উঠে আসে বড়শিতে
বাপ্রে, বাপ!
টিপ টিপ টিপ টিপ
বৃষ্টির সুর..
ছেলেবেলা মাছ ধরা..
স্মৃতিটা মধুর!
আবদুল্লাহ আল মাসুম
The poet of love
www.abdullahalmasum.com
২৮ জুন, ২০২৩, দুপুর ১ টা।
ছড়াগুচ্ছ
ছড়াকার
আবদুল্লাহ আল মাসুম
১. ট্রেনের বাড়ী কই?
কু ঝিক ঝিক ট্রেন চলেছে..
ট্রেনের বাড়ী কই?
ট্রেনের চলা শুনতে হলে
খোলো ছড়ার বই।
খোকা খুকু গোল করো না
করো না হইচই..
ট্রেনে চড়ো সঙ্গে নিয়ে
চিড়া, মুড়ি দই।
কু ঝিক ঝিক কু ঝিক ঝিক
ট্রেনের বাড়ী কই?
২.
খুকুর বিয়ে
আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে টিয়ে –
কাঁদছে খোকা, বোয়াল মাছে
ছিপ গিয়েছে নিয়ে!
আজকে হবে ভোজ আয়োজন
কোরমা পোলাও দিয়ে..
বাদ্য বাজাও, কনে সাজাও
খুকুমনির বিয়ে!
৩.
সমুদ্র তীর
সাগর পাড়ে
আকাশ গেছে নেমে
যেতে যেতে, পথ নেই আর,
পথটি গেছে থেমে।
ঢেউ এসেছে গুড়িয়ে দিতে
বালি পাড়ের ঘর –
ঢেউয়ের মাথায় দৈত্য দানো
করেছিলো ভর –
ঝিনুক কুড়ায়, শামুক কুড়ায়
কুড়ানিদের দল-
তাদের চোখে আরো বেশী,
সাগরে যা জল!
৪.
মানবতার গান
বাংলাদেশে দিন যখন
কানাডাতে রাত-
কোথাও বা আট তারিখ
কোথাও বা সাত!
এক জগতে কেন এতো
সময়, তারিখ ফের?
কীভাবে তা ঘটছে বলো
জবাব কী বা, এর!
কোনো দেশে মানুষ কালো
কোনো দেশে শাদা –
কোনো দেশে গরু বেশী
কোনো দেশে গাধা!
কোনো দেশে আল্লাহ চলে
কোথাও ভগবান-
এক জগতে ধর্মেও তো
হাজার রকম গান!
কোনো দেশে মানুষ রাগী
কোথাও হাসি,খুশী –
কতো দেশে কতো ভাষা
মাথার ভেতর পুষি!
রক্ত সবার লালই, সেটা
নাই তো ব্যবধান –
এসো, সবাই, মানবতার
গাইবো জয়োগান!
৫.
ইন্টার নেট
যতো কিছু জমা আছে
মানুষের পেটে-
সব কিছু পাবে তুমি
ইন্টার নেটে!
ছড়া, ছবি, কবিতা
সব দেশী গান-
টিপ দিলে পেয়ে যাবে
মুভি শতখান!
যা যা চাও পেয়ে যাবে
এ এক তাবিজ-
মানুষের সাথে যেনো
জগতের ব্রীজ!
পেয়ে যাবে সংবাদ
আইনের ধারা –
গীতা কিবা কোরানের
ভার্সেস, পাড়া!
রাষ্ট্র, সমাজ আর
ধর্ম জীবন-
এছাড়াও শত পদ
সব আয়োজন!
ইন্টারনেটে আরো
কতো কিছু পারো –
তবে যদি ব্যবহারে
ক্ষতি করো কারো-
ডিজিটাল আইনে
হতে পারে জেল-
তাই সব কিছু করো
রেখে আক্কেল !
আবদুল্লাহ আল মাসুম
The poet of love
www.abdullahalmasum.com
২৮ জুন, ২০২৩, দুপুর ২.৩৮
ছড়া
কাঁচা লঙ্কা
ছড়াকার
আবদুল্লাহ আল মাসুম
ওহে, কাঁচা লঙ্কা..
কি খবর? বলো..
অগ্নিবিহীন তুমি
ধোঁয়াহীন জ্বলো।
গাঁয়ে বুঝি এতো তেজ!
এতো যৌবন!
তোর চেয়ে কম যেনো
সোনার ওজন!
জনতায়, সরকারে
বৃদ্ধ আঙুল..
দেখায়ে নাচছিস!
যেনো, নাই ভুল!
হট নায়িকার দেহ
যতোটা গরম..
তার চেয়ে হট তুই
নয় মোটে কম!
বাড়ছেই দাম তোর
বাড়ছেই নাম-
সংবাদ শিরোনামে
ছুয়েছো মোকাম!
এতো তোর অহমিকা!
এতো তোর ঝাল-
জাতিকে বানিয়ে দিস
নাদান,আবাল!
গোড়া তোর মোটা আর
আগাটা চিকন-
লম্বায় ইয়া বড়
ভারী প্রয়োজন!
চিরদিন জ্বালিয়ে
গলা আর ঠোঁট..
পন বুঝি, বাড়াবি
বিরোধীর ভোট!
আবদুল্লাহ আল মাসুম
The poet of love
www.abdullahalmasum.com
২ জুলাই ২০২৩, দুপুর ১২.৪০।
নাম না জানা নদী
আবদুল্লাহ আল মাসুম
ছোট্ট একটা নদী আমি
ছোট্ট একটা নদী –
কীসের আশায় কাহার পানে
ছুটছি নিরবধী?
আমার বুকে যায় না ছুটে
জাহাজ মস্ত বড় –
নাই তো জোয়ার, ভাটার টানে
হয় না লোকে জড়ো।
দু’কুল জুড়ে ভাঙি না তো
আমি আমার পাড়-
শান্ত আমি, খুব নামী নই
গলায় মতির হার।
আমার তীরে বৃক্ষ তলে
রাখাল বাজায় বাঁশি-
বুকের ভেতর রোদের ঝিলিক
রুই, চিতলের হাসি৷
যাচ্ছি বয়ে কোন অজানায়
পথটি চেনা কম-
আমারও কি পেতে হবে
সমুদ্র সঙ্গম!
শাড়ী,চুড়ি নাই যে আমার
নাই কপালে টিপ-
জাগছে বুকে পলিমাটির
ছোট্ট স্বাধীন দ্বীপ!
আবদুল্লাহ আল মাসুম
The poet of love
www.abdullahalmasum.com
৩ জুন, ২০২৩, দুপুর ৩.৪৭
ছেলেবেলার ভাবনা
আবদুল্লাহ আল মাসুম
ছোটবেলায় ভাবনা কতো
আজীব আজীব থাকে –
মনের ভেতর ছড়ায় ছড়ায়
সাজাই এখন তাকে।
লাল পিপরা মুসলিম আর
কালোগুলো হিন্দু-
বয়েস ছিলো নয় কি দশ
মনটা ছিলো বিন্দু!
মাথার সাথে মাথার গুতো
খেলে গজায় শিং-
মনের ভেতর টেনশান আর
তিরিং বিরিং তিং!
হাটলে আমি চাঁদ মামাও
সাথে সাথে হাঁটে –
তাকে নিয়ে দূরে গিয়ে
সন্ধ্যা কতো কাটে!
গাছ গজাবে পেটের ভেতর
ফেললে খেয়ে বিঁচি-
বিঁচি খেয়ে কাঁদলে আমি
আওয়াজ হতো চি চি!
দাঁত পড়িলে ইঁদুর এসে
দাঁতটি নিয়ে যায়!
কিন্তু, কোনদিনও তাহা
দেখি নি তো হায়!
I love you বললে পরে
বাচ্চা পেটে হয় –
“এই” কথাটা শুনলে আমার
লাগতো খুবই ভয়!
গালে কেউ চুমু দিলে
থাকে না সম্মান!
মানুষ আমি অনেক পরে
আগে মুসলমান!
মাথা ভরা ছিলো আমার
কত্তো ঘোড়ার ডিম –
এখন,মানুষ আগে। পরে,
হিন্দু বা মুসলিম!
ছেলেবেলার কতো রকম
ভাবনা অকারনে!
তবুও, হাহা পায় যে হাসি
পড়লে সেটা মনে!
ছড়া
ছেলেবেলার ভাবনা
ছড়াকার
আবদুল্লাহ আল মাসুম
the poet of love.
৬ জুলাই, ২০২৩
রাত ৮ টা
বেইলী রোড, ঢাকা।
www.abdullahalmasum.com
ছড়া
লেখক
আবদুল্লাহ আল মাসুম
আঁকি আমি চিত্র
কবিতার ভাষাতে-
আঁকি সেটা শব্দে
নিরাশায়, আশাতে।
লিখে লিখে আঁকি আমি
মানুষের দুঃখ-
হাসি, প্রেম, বিরহের
ব্যথা, যা যা সূক্ষ!
আঁকি আমি, লাগে না তো
রঙ আর তুলি –
মাথা ভরা আছে আহা
শব্দের ঝুলি!
দিন আঁকি রাত আঁকি
হায়েনার দাঁত আঁকি –
ঝরোনা বা ঐ নদী
জল প্রপাত আঁকি!
শাসকের হাত আঁকি..
মেহেনতী কৃষকের
থালা ভরা ভাত আঁকি..
বাচ্চার বিনোদনে
ছয় কি বা সাত আঁকি!
তাতীদের ঝিক ঝিক
হাতে টানা তাঁত আঁকি!
শুয়ে থাকা চিত হয়ে
ডান, বাম কাত আঁকি!
মানসিক ভিহ্নতা
নানারূপ জাত আঁকি!
ফুলে ফুলে মৌমাছি
আর মৌতাত আঁকি..
জোচ্চর নেতাদের
দূর্নীতি খাত আঁকি!
পাথরের চাই আর
দৃঢ় ইসপপাত আঁকি..
পতিতার ক্ষোভ আর
অভিসম্পাত আঁকি!
আকাশের মেঘ আর
মেঘে ঢাকা চাঁদ আঁকি!
মিল আর ছন্দের
গতি, ধারাপাতত আঁকি!
জলে ভাসা হাঁস আঁকি –
মর্গের লাশ আঁকি..
চিন্তার শৃঙ্খলে
থাকা ক্রীতদাস আঁকি!
শরতের কাঁশ আঁকি..
বৃদ্ধার শ্বাস আঁকি
নির্মানে ব্যবহৃত
বিশ হাত বাঁশ আঁকি!
গল্পতে ঘাস আঁকি..
নাটকের ক্রাশ আঁকি..
আঁকি আমি দর্শন
আর ইতিহাস আঁকি!
গাছে নেয়া ফাঁস আঁকি
তরতাজা খাস আঁকি..
ঝমঝম বৃষ্টিতে
বর্ষার মাস আঁকি!
জীবনের ভুল আঁকি…
কানে ঝোলা দুল আঁকি
কাবেরি বা গঙ্গার
ভেঙে পড়া কুল আঁকি!
ইশকুলে টুল আঁকি..
ধর্মের মূল আঁকি
ভন্ডের মুখ আর
ঠোট,মুখ চুল আঁকি!
পান, চুন, গুল আঁকি..
সুইমিং পুল আঁকি..
সৌরভে দোলায়িত
থোকা থোকা ফুল আঁকি!
স্বপ্নের দাম আঁকি
গাছভরা আম আঁকি..
খাতা ভরে শব্দের
যশ, খ্যাতী,নাম আঁকি!
ব্যথা ভরা বুক আঁকি
থরো থরো সুখ আঁকি..
হেটে গেলে সম্মুখে
পেছনের লুক আঁকি!
চোখ আর মুখ আঁকি..
জল চোখে, দুখ আঁকি..
সকলের হৃদয়ের
ভাষা, ধুকপুক আঁকি!
স্বাস্থ্য ও রোগ আঁকি
ভোগ, উপভোগ আঁকি
স্বর্গ ও মর্ত্যের
ঘোর যোগাযোগ আঁকি!
বিষাদের ছাপ আঁকি
পূন্য ও পাপ আঁকি..
উন্নত চিন্তার
মানবিক ধাপ আঁকি!
মুখোশের খাঁপ আঁকি
সাপেদের ঝাঁপ আঁকি
সুন্দর বুক আর
ফিতে চোখে, মাপ আঁকি!
আঁকি আমি জন্ম
মৃত্যুর চরনে-
মৃত্যুকে পেরুবোই
এক দিন মরনে…
ছড়া
লেখক
ছড়াকার
আবদুল্লাহ আল মাসুম
the poet of love.
১৪ জুলাই, ২০২৩
রাত ২ টা
বেইলী রোড, ঢাকা।
www.abdullahalmasum.com
ছড়া
বুবুর কষ্ট
ছড়াকার
আবদুল্লাহ আল মাসুম
বিয়ান বেলা ক্ষেতে গেছে
আমার বুড়া বাজানে-
কি এর লেইগ্যা কান্দে বুবু
হেই কতাডা মা জানে!
আমি মা’রে যতোই জিগাই
মায় করে না রাও-
কি হইছে মা, যদি না কও,
আমার মাতা খাও!
ঘাড় নীচায়া বইসা আছে
পীড়ায়, দখিন দ্বারে-
এই কতা না হুইন্না মা ডা
কান্দে বারেবারে-
হেরপরে কয় – ‘দেইখ্যা যা তুই
তোর বুবুরে মাইরা দিছে –
পাষন্ডডা মাইয়া ডারে
তালাক দিয়া ছাইড়া দিছে! ‘
ছড়া
বুবুর কষ্ট
ছড়াকার
আবদুল্লাহ আল মাসুম
the poet of love.
রচনাকাল
২০০১/২
www.abdullahalmasum.com
শহর প্রেডিকশান বাই
আবদুল্লাহ আল মাসুম
উপর দিকে বাড়ছে শহর
আকাশ ছুতে চায়..
শহর যতো লাফিয়ে বাড়ে
আকাশ সরে যায়।
বোকা শহর লাফায় শুধু
তিড়িং বিড়িং তিং –
দর্পে তাহার কাঁপায় ভুবন
আমি এখন কিং।
এতো মানুষ,এতো মানুষ
কোথাও নাই ঠাঁই
তবু শহর, চ্যাটবক্সে
মানুষকে দেয়, হাই..
মাটি বলে তোমার ভাড়ে
আর পারি না, আর..
শহর বাড়ে আকাশমুখী
দেবে না সে ছাড়।
চুরি গেলো সবুজ ভূমি
চুরি গেলো বিল
শহর হাসে প্রকট হাসি
কখনো খিলখিল।
চুরি গেলো পূর্নিমা চাঁদ
চুরি গেলো ফুল..
অহংকারী শহর কি আর
বোঝে নিজের ভুল?
চুরি গেলো জানলা খোকার
চুরি গেলো মাঠ –
শহর শুধু লাফিয়ে বাড়ে
দেখায় তাহার ডাট।
মাটি শুধু বিলাপ করে
দেয় না কেউ কান..
দৃষ্টি সবার, আকাশ ছোঁবে
ত্রিতালে গায় গান।
মাটির বুকে ফাঁটল ধরে
প্রবল প্রকম্পনে..
মাটি ছাড়া হয় না মানুষ
পড়ে সবার মনে।
পুরো শহর মাটির নীচে
যাবে যখন দেবে..
আর কী হবে তখন বলো
নতুন কিছু ভেবে?
bgd /backup
আবার কখন বৃষ্টি নামে
নেই কোনো ঠিক,ঠিকানা_
আবওহাওয়া অফিস যা কয়
মুখের কথা, লিখা না।
মেঘের ওপর মেঘ করেছে
গুড়ুম গুড়ুম গর্জনে _
এই নামে কি, সেই নামে ফের
আকাশ ভরা বর্ষনে!
এতো জলের উতস কোথায়?
কোথায় অকূল দরিয়া?
জানিতে খুব ইচ্ছে করে
সারা জীবন ধরিয়া!
বৃষ্টি এলো, বৃষ্টি এলো
ভেজো এবার বৃষ্টিতে –
আম কুড়াবার সুযোগ আবার
গান কবিতা সৃষ্টিতে।
পাশের বনে, কাশের বনে
জলের ফোটায় নেতানো!
এই বরষায়, দেখবে শেষে
জলকে হলো জেতানো।
বৃষ্টি এলো। থেমে গেলো।
আসবে আবার জোড়ালো
মনের ভেতর লাড্ডু ফোঁটে
কম্পিত হয়, জোড় আলো।
আকাশ কিছু ফর্সা হতেই
বোয়িং বিমান উড়ালো!
বৃ্ষ্টি নিয়ে ছন্দ ছড়া
মিষ্টি সুরে ফুরালো।
বৃষ্টি
আবদুল্লাহ আল মাসুম
উত্তরা, ঢাকা।
18/06/2022
draft.
ছড়া
মুখ ও মুখোশ
ছড়াকার
আবদুল্লাহ আল মাসুম
সময়,চোখে যায় না দেখা!
দেখিয়ে দেয়, হায়!
আপন ও পর, দুটি ভাগের
প্রভেদ বোঝা যায়।
চারিপাশে আছে কতো
চোরাবালির টান !
বলিয়া রস, বিষ খাওয়াবে
কেড়ে নেবে প্রান!
দূর্বলতা পেলে কিছু
করিবে আঘাত-
ঈর্ষা করে জ্বলবে পুড়ে
নিজেই সাক্ষাৎ!
বিপদ হলে, চিনবে না তো !
পাল্টি দেবে, আর-
কাঁটা ঘায়, দেয় নুন, অথচ-
মলমের দরকার!
সঠিক মানুষ চিনতে হলে
ওরে, আমার মন-
খারাপ সময় আয় জীবনে,
তা খুব প্রয়োজন।
চিনতে মানুষ বুঝে শুনে
ভাগ করিতে হয় –
মুখ,ও মুখোশ জগত জোড়া
দুটি পরিচয়।
ছড়া
মুখ ও মুখোশ
ছড়াকার
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
বেইলী রোড, ঢাকা,বাংলাদেশ।
১৮ জুলাই, ২০২৩, ১০.৫৬ রাত।
www.abdullahalmasum.com