কবিতা: (২০) শোনো, আমি নই ভগবান কোনো
শোনো, আমি নই ভগবান কোনো..
নই আমি শয়তান..
প্রকৃতির মতো চিরসত্যের
আমি এক জয়োগান।
ধর্ম, সমাজ, রাষ্ট্র আমার
নয় মোটে মাপকাঠি –
ধ্রুবসত্যের নাগাল পেতে
হৃদয়ের পথে হাঁটি!
আমি নবী নই,শুধু কবি নই
আমি এক ধ্রুব স্বত্বা-
আমার মরনে, দেহ বিয়োজনে
হবে না চেতনা হত্যা৷
আমি নই কোনো ক্ষু্দ্র দেশের
মাননীয় সরকার-
মহাকালে আমি, বিচ্ছুরিত
সময়ের “দরকার”!
মিথ্যে চমকে, তোমার ভূলোকে
আমি নই বিচরন-
সাধনে মিলাবে সঠিক পাল্লা
বিচারে যা প্রয়োজন!
আসামী তো নই, বিচারকও নই
নই তো রাষ্ট্রপতি-
কারো সুবিধায় অন্য কারো
আমি নই দূর্গতি!
আমি নই পদ, আমি নই খ্যাতি
বিত্ত বা বৈভব-
তবে, যদি তুমি অনুভব করো,
একই সাথে আমি সব৷
আকাশে পাতিলে দুকান তোমার
বাতাসে পাতিলে মন
দেখবে -এ আমি প্রেম,হৃদয় ও
সত্যের দর্শন!
মানবতা আর বুদ্ধির ধার
চালনা শক্তি, জোর-
আসলে আমি আঁধার মনের
নতুন না দেখা ভোর৷
আমি শুধু নই, আমিতে বিলীন!
এটুকু বলতে চাই-
প্রানে প্রানে আমি রাখিয়া পরশ
কড়া, আলো, রোশনাই!
আমি নই মোটে সব চেয়ে সেরা।
এটুকু তো বলা যায় –
ততো আলো পাবে, যতোটা খুঁজবে
হৃদয়ের আয়নায়!
আমি আসলে তোমার তুমি
আমার আমি তো নই!
এইবার চলো চ্ছিন্ন চ্ছিন্ন
আমরা মিলিত হই!
ক্ষুদ্রে ক্ষু্দ্রে মিলিত হয়ে
আবার গাহিবো গান-
“মানুষের চেয়ে বড় কিছু নহে
নহে কিছু মহীয়ান”!
কবিতা
পরিচয়
কবি
আবদুল্লাহ আল মাসুম
the poet of love.
৬ জুলাই, ২০২৩
বিকেল ৩.২০
বেইলী রোড, ঢাকা,বাংলাদেশ৷
www.abdullahalmasum.com
অচেনা থেকেই তো
হয়েছো পরিচিত..
হৃদয়ে কুসুমও কোমলও
ছিলো নিদ্রিত!
ভেবেছি আপন হয়ে
রক্তে গেছো মিশে-
ফুলের মধুতে আর
দোয়েলের শীষে!
চলে যাবে! কোনদিন
ভাবি নি তো আমি-
পৃথিবীতে ছিলে তুমি
সব চেয়ে দামী!
এমন তো কথা ছিলো না!
কেন যে এমন হলো? বলো না!
যেতে যেতে এতো দূরে গেছো!
অন্তরের গহীন হতে
হৃদয়টা ছিড়ে নিয়ে গেছো!
তাই বলে ভুলি নাই
যা যা দিয়েছিলে!
চলো, জড়িয়ে ধরে চুৃুমু খাই
দুজনে যাই মিলে!
আর নয় আড়ি –
সইছে না আর প্রিয়
বুকে এসো..
এসো তাড়াতাড়ি!
কবিতা
অভিমান
কবি
আবদুল্লাহ আল মাসুম
কবিতা
ভিহ্ন রূপে তারই মিলন মারফতী চিন্তায়
আবদুল্লাহ আল মাসুম
সমুদ্রকে এক ডুবেতে
যায় না চেনা প্রিয় –
একটু একটু করে তাকে
পারলে চিনে নিও।
জানা সহজ অনেক কিছু
চেনা সহজ নয় –
অচেনাতে লুকিয়ে থাকে
অজানা বিষ্ময়!
দূর থেকে নয়, চিনতে হলে
কাছে আসতে হয়-
মস্ত একটা আকাশ হয়ে
ভালোবাসতে হয়।
কেমন করে বাসবে ভালো?
ছড়িয়ে দেবে মনের আলো?
অবিশ্বাসের পৃথিবীতে
কাউকে কাছে টেনে নিতে
প্রতি কদম, পদক্ষেপে-
নাম না জানা ভয়!
কেন এমন হয়?
মানুষ কেন হয় না হরিন?
রঙধনুকের মতো রঙিন?
মনে কেন এতো গড়ল?
ফুলের মতো হয় না সরল?
তৃষ্ণা তোমার পাহাড় সমান
আমারও যে তাই-
জল পিপসায় কেন দুজন
মিছেই কষ্ট পাই ?
নাযিল হলে তোমার ওপর
আসমানি নির্দেশ-
আমার মাঝে হবে তুমি
প্রশান্ত, নিঃশেষ!
তোমার দুহাত যদি তুমি
রাখো আমার হাতে-
জীবন এবং মৃত্যু তোমায়
দেবো একই সাথে!
পতঙ্গ হও, যদি তুমি
আগুনে এর পরও-
এসো আমার পুরোটা নাও
নিজের ভুবন গড়ো৷
ডুববে না কি সেই গভীরে
পাবে না যার তল?
তোমার চোখে এক নিমিষে
ঝরবে সুখের জল!
দেখো আমার মুখের গড়ন
গোঁপন শিহরনে-
আমি কি নয়, যাকে রাখো
লুকিয়ে আলিঙ্গনে?
আমি কি নই অনেক শীতে
গনগনে এক সূর্য্য?
একই গানে বাজে আমার
বাঁশি, রণতূর্য্য!
আমি তোমার বইয়ের ভেতর
চ্যাপ্টা গোলাপ ফুল-
ফুল এ বদলে দেবো আমি
তোমার শত ভুল!
আমি তোমার শখের আকাশ
নাই তো কোনো মানা –
এই যে দেখো আমার হাতে
তোমার দুটি ডানা!
বুকের বামে লাগছে ঝাঁকি?
আমার মাঝে হবে পাখি?
উড়তে উড়তে দেখবে তুমি
আমি প্রবল ঢেউ..
রক্ত অনুর প্রতি ফোঁটায়
রঙিলা এক ফেউ!
পিটুইটারীর প্রবল চাপে
বন্ধ হবে দম-
আমি আদম, হাওয়া তুমি
খেয়েছো গন্ধম!
পরষ্পরের জন্য দুজন
খোদার রহমত-
খরতাপে বরফ কুঁচি
ছড়ানো শরবত!
রক্তক্ষয়ী সংঘর্ষে
পোড়াবো না ট্রয় –
তোমার বুকে ঝরনা বানাই
এসো হিমালয়!
আমার আল্লাহ আমার মাঝে
ক্ষুদ্রে করেন বাস –
তোমার মাঝেও আছে তাহার
জোড়ালো নিঃশ্বাস!
দুই ক্ষুদ্রের মিলন যদি
স্বর্গীয় সুখ পায় –
ভিহ্ন রূপে তারই মিলন
মারফতী চিন্তায়!
কীসের এতো দ্বিধা তোমার
কীসের এতো ভয়?
আগামি দিন হবেই যদি
আজকে কেন নয়?
যদি আমি প্রকাশ করি
সৃষ্টিরই সাত ভেদ –
মানুষে ঈশ্বরে তবে
থাকে না বিভেদ!
তোমার মাঝে অদৃশ্যে
তিনি বিরাজিত-
চিনবে যখন নিজের স্বরূপ
আর হবে না ভীত!
নিখাদ বিশ্বাসে যদি
হাতে রাখো হাত-
জ্ঞানচক্ষু খুলে দিবো
দিয়া গো বাইয়্যাত!
বিজলী হয়ে গর্জে উঠে
ঢেউয়ে মিশে যাই-
আমার ভেতর ডুববে না কি?
ডুবতে সাহস চাই!
ভিহ্ন রূপে তারই মিলন মারফতী চিন্তায়
আবদুল্লাহ আল মাসুম
the poet of love.
কবিতা
দৃষ্টি ও দৃষ্টিভঙ্গী
কবি
আবদুল্লাহ আল মাসুম
তুমি পাল্টাও খেলোয়ার আর
আমি পাল্টাই খেলা-
আমি ভাবতেছি রাষ্ট্র নিয়ে
তুমি,ডুবো নিয়ে জেলা!
অসীম আকাশ দেখছো তুমি কি
চোঙার ভেতর দিয়ে?
অমৃতে গড়ল ঢালছো হঠাৎ
মনে বিক্ষোভ নিয়ে!
তুৃমি ভাবতেছো এ’ দল বি’ দল
আমি ভাবি সম্প্রীতি-
দেখার ধরন বদলে গেলেই
দ্বন্ধের হবে ইতি!
মহা বিজয়ের সূচনা সেখানে
সুন্দর করে ভাবো-
জগতের বুকে তবে মহাসুখে
নতুন স্বদেশ পাবো!
আবদুল্লাহ আল মাসুম
the poet of love.
বেইলী রোড, ঢাকা, বাংলাদেশ।
www.abdullahalmasum.com
১৭ জুলাই, ৫.১৭ বিকেল।
না পাওয়ার ব্যথা
………………………….
আবদুল্লাহ আল মাসুম
দাড়ি, কমাগুলো
ব্যস্ত রাজপথে ধূলো হয়ে গেলো..
তোমার কাছে যেতে যেতে
পথ খুঁজে না পেলো।
আলোর রশ্নি ভাঙতে ভাঙতে
হয়ে এলো অন্ধকার..
নক্ষত্রের গভীরে বুনে দিয়েছিলাম
কবিতার জিকির..
তবু, হলো না সময়
তোমাকে পাবার।
কবিতা
না পাওয়ার ব্যথা
কবি
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
www.abdullahalmasum.com
১৯ জুলাই, ২০২৩, ৩..৫২ বিকেল
বেইলী রোড, ঢাকা, বাংলাদেশ।
না বলা কথার, রেনু উড়ে যায়
ভেঙে ভেঙে সরে কালো-
স্রোতে ডুবে যাই,দুহাতে সরাই
ঢেউ,শুধু! জাগে আলো!
চমকে চমকে মনের গহীনে
একটু একটু করে-
কার ছবি আঁকি? চেনা কেউ না কি?
বাহিরে বৃষ্টি পড়ে!
কে তুমি? আমার মনে উঁকি দিয়ে
হারালে সুদূর পানে?
কহিবো না কথা, রেখে যাবো ব্যথা
বিরহের কোনো গানে!
সুরের মাধুরী, তোমার মদিরা
এতো খানি রবে জুড়ে-
আসবেই ফিরে, হৃদয়ের কাছে
জগতের সীমা ঘুরে!
কবিতা
আসবেই তুমি ফিরে
কবি
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
বেইলী রোড, ঢাকা, বাংলাদেশ
২০ জুলাই, ২০২৩
www.abdullahalmasum.com
কোটি শুক্রানু পেরিয়ে আমি
প্রবেশ করেছি ডিম্বে-
আমার আলোকে খুঁজে পাবে তুমি
আমারই প্রতিবিম্বে!
দশ মাস আমি লড়াই করেছি
গর্ভে, অন্ধকারে-
তবে না আমি বেরিয়ে এসেছি
পৃথিবীর দরবারে!
হয়তো এসেই কেঁদেছি আমি,
হাসিতে হৃদয় ভরবো-
সহস্র জনম স্বার্থক করে
একটি জনম গড়বো |
জয় জয়াকার আসবে আমার
একসাথে হবো জয়ী –
ভালো করে দেখো আমার আদিম
আমি কতো তেজোময়ী!
কবিতা
আমার আদিম
কবি
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
বেইলী রোড, ঢাকা, বাংলাদেশ।
২২ জুলাই ২০২৩৷ ১২.৪৬ দুপুর
www.abdullahalmasum.com
কেউ কি ভীষন যন্ত্রনা দিয়ে
মনকে বানালো ধূপ?
ব্যথার গহীনে লিখে রাখি গান
হয়ে যাই নিশ্চুপ!
কেউ কি অমৃতে ঢালিয়াছে বিষ
পুড়ে গিয়ে ঈর্ষায়?
ঈর্ষার আমি যোগ্য হয়েছি
নিশ্চুপ, থাকি, হায়।
কেউ কি করেছে ঘৃনা, অপমান?
ভুল বুঝে বারেবারে?
দোষারোপ কেউ করেছে আমাকে?
কড়া নেড়ে দ্বারে দ্বারে?
কেউ কি ভীষন আঘাত করেছে
ভেঙে বিশ্বাস মূল?
চুপ হয়ে গেছি, দেই নি দেখিয়ে
কতো ছিলো তার ভুল!
কৌশলে কেউ ঠকিয়ে গিয়েছে?
ধূলোতে ভরেছে চোখ?
নিশ্চুপে করি এই প্রার্থনা –
ভালো হোক এই লোক!
দোষারোপ করে,কন্টক দিয়ে
ভরিয়ে দিয়েছে পথ?
ঝগরার ভয়ে সরে এসে দূরে
বাছি শান্তির রথ!
নিশ্চুপ থেকে, মানুষে দেখেছি
অসুর করেছে ভর –
প্রতিদান দেবে, পুরষ্কারে
আমাকেই ঈশ্বর!
এই বিশ্বাসে, নীলকন্ঠির
মতোই হজম বিষ..
করিয়াছি আমি, শোন হে মানুষ
তবু দেই শুভাশীষ!
.
.
.
.
কবিতা
শুভাশীষ
কবি
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
www.abdullahalmasum.com
বেইলী রোড, ঢাকা৷
২৪ জুলাই, ২০২৩, সন্ধ্যা ৬.৪৮
রক্তে ছড়িয়ে দিলে
জ্বালাময়ী দাবানল..
কফিনে ঢেকে দিলে স্মৃতির বাহন..
আগুনের লেলিহান শিখা
দিচ্ছে জ্যান্তব পাশবিক দাহন!
অচেনা যুবকের চোখে,
তোমার চোখের সংগম,
মনের একান্ত সংযোগ,
আমাকে ছুড়ে ফেলে এক
গভীর পরিখায়, যেনো
আলপিন বিঁধে আছে
রক্তাত্ব রেটিনা,নিউরন!
যুগ যুগ ধরে,
ভালোবাসার যে উঁচু মিনারে
টেনে তুলেছিলে মন্ত্রমুগ্ধতায়..
এক ধাক্কায় ফেলে দিলে
হতাশার শূন্যতায়…
দাউ দাউ করে জ্বলছে শিরা
মস্তিষ্কে প্রবাহিত নরকের অনন্ত আগুন-
আমার ভেতরে থেকে আমাকে কেউ,করে ফেলে শতবার খুন।
যুবকের হৃদয়ে, তোলে মৌতাত
তোমার ইঙ্গিতময় হাসির কিরন..
শূল হয়ে বিঁধে বল্লম হয়ে খোঁচায়
তোমার শব্দের প্রক্ষেপন।
কি নামে ডেকেছো সেই যুবকের নাম?
কি নামে করেছো সম্বোধন?
গরম পারদের মতো আগুন
ছুটছে রক্তের নালিতে নালিতে
বেঁচে থেকে এ এক অবাক মৃত্যুবরন!
প্রতিশোধে নয়, ক্ষমাতেই খুঁজি
উদারতার প্রতিফলন!
বোবা কান্নায়, আর্তের মতো আর্তনাদ
কোন ভাষাতেই হয় না যার
বিলাপ, চিরায়ত বিবরন!
ক্রুশবিদ্ধ যীশুর মতন
অসহায়,রক্তাক্ত, যন্ত্রনা কাতর..
নরোম ফুলে সাজানো হৃদয়ে
জোর করে বেঁধেছি বিশাল পাথর।
তোমার হৃদয়ে কারো
এতোটা মায়াবী প্রতিফলন-
অসহ্য যন্ত্রনা তা,
জানি না, ইহার কারন!
চাপাতির কোপে, নিষ্পাপ হৃদয়
এভাবে করবে ধর্ষন!
তুমিও আমাকে হত্যা করবে, নির্লিপ্ত!
ভাবি নি, কখনো এমন!
শরবিদ্ধ পাখি আমি
করছি ছটফট-
তবু, জানাই ধন্যবাদ
বিশুদ্ধ প্রেম দিয়েছিলে, ভুবনে!
কোনো কিছু ছিলো না নাটক!
শরবিদ্ধ পাখি
কবি
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
www.abdullahalmasum.com
২৭ জুলাই, ২০২৩, দুপুর ১ টা।
গুলশান, ঢাকা, বাংলাদেশ।
আমার অনেক জ্বর
আবদুল্লাহ আল মাসুম
বিষাদের গভীরে নেমে দেখি
হতাশার অন্ধকার –
ধূ ধূ বালিয়াড়ি ধূসোর, গুমোট!
এলেমেলো চারিধার!
তেজী সূর্যের, ম্লান মুখ খানি
জোনাকির মতো জ্বলে-
কৌতুক ছলে, কেউ বা, দুচোখে
মরিচ দিয়েছে ডলে!
নিকষ আঁধারে পথ হারিয়েছি
কোথায় আমার ঘর?
অমৃতের চাঁদ,আমবস্যায়
নির্বাসিত, পর।
সকল কবিতা হারিয়ে গিয়েছে
হারিয়ে গিয়েছে গান-
কোন গ্রন্থের পৃষ্ঠায় নেই
নেই কোনো স্থান!
কাঁটার মুকুটে, শতাব্দি আমার
হয়ে গেছে প্রহসন-
দাউ দাউ জ্বলে আগ্নেগিরি
লাভার স্খলন!
বিচ্ছিন্ন কব্জির, ক্রূড় যন্ত্রনা
সয়েছি রাত ভর –
আঁধার নিশুথি নির্ঘুম কাঁটে
আমার অনেক জ্বর!
.
.
.
.
কবিতা
আমার অনেক জ্বর
কবি
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
২৮ জুলাই, ২০২৩, সকাল ৪.৫১
বেইলী রোড, ঢাকা, বাংলাদেশ।
www.abdullahalmasum.com
পড়ে গেছি কুয়োর ভেতর।
শেষবার তোমার কন্ঠ শুনবো বলে,বেঁচে আছি।
শান্ত্বনা চাই,
তুমি আমায় আবারো খুঁজেছিলে!
.
.
পতন
#আবদুল্লাহ_আল_মাসুম