কবিতা : (১৮) ভালোবাসা জিতে যাক
ভালোবাসা জিতে যাক
এতো আবেগের লেলিহান শিখা,
কি করে লুকিয়ে রাখো বুকের তলে?
সুপ্ত আগ্নেগিরির জ্বালামুখ খুলে দিলে, শব্দের মৃদু ঝংকারে,
এবার জমিন কি করে সামলাবে
দগদগে লাভার নির্গমন?
সারা দেহে জ্বলছে অলৌকিক আগুন! হাজার কিলোওয়াট জোনাকির খেলা..
ডুবসাতারের গভীর কৌশল
অবাক জাদুতে দেখাও আবার৷
আমাকে চ্ছিন্ন ভিন্ন করো
ফুলের আঘাতে, চুলের সুবাসে..
কোন কাননে, লুকিয়ে ছিলে নন্দীনি?
ভালোবেসে এবার করো স্বপ্নপূরন!
স্বর্গ সূধায় আমাকে আবার রচনা করো
তোমার গোপন তিলকে…
শুধু ভালোবাসা জিতে যাক…
অবাক মায়ায়!
তিরতির করে কাঁপছি একটি যৌবনা লাল গোলাপের মতন,
কি অবাক বৃষ্টি হয় এলে
কাঁপাতে তনুমন!
কবিতা
শুধু ভালোবাসা জিতে যাক
আবদুল্লাহ আল মাসুম