skip to Main Content
কবিতা: (১৫) আমার আঙিনায় রঙিন একটি ফুল

কবিতা: (১৫) আমার আঙিনায় রঙিন একটি ফুল

আমার আঙিনায় রঙিন একটি ফুল হয়ে ফোটো।
আমার অনুপ্রেরনা হয়ে ওঠো।
আমার হৃদয়ে চরম উত্তাপ হয়ে ওঠো।
আমার কোলে শান্তির ঘুম হয়ে ওঠো।
তোমার পিঠে আমার সোহাগী আঙুল খেলুক। আরো বেশী ভালোবাসা হয়ে ওঠো….

অনেকের চোখে আরো সম্মান হয়ে ওঠো।।আরো গৌরব হয়ে ওঠো।
একটি তিররতিরি ফড়িং এর মতো দুষ্টু ইচ্ছে হয়ে ওঠো।
ক্লিওপেট্রায় অর্গাজমের চরম সুখ হয়ে ওঠো।
হ্দয়ে রিনিঝিনি বৃষ্টি ও ঝরোনা হয়ে ওঠো।
আমার কালজয়ী প্রেমের একটি
অমর কবিতা হয়ে ওঠো।
জগতে ও পরজগতে আমার চিরসঙ্গী হয়ে ওঠো।
আমার হৃদয়ে সংযুক্ত হও,
বল্লমে গাঁথা একটি
বড় মাছের মতো।
আমার তনু মনে
চিরকল্যান ও এক হয়ে ওঠো।

কথা ও সুর যেভাবে হৃদয়ে
গানের লহরী হয়,
তেমনি একটি মধুর অনুরনন হয়ে ওঠো।

এসো, প্রিয়
সূর্য্য হয়ে ফোটো।
এসো প্রিয়,
ফুলের মতো ফোটো।
এসো প্রিয়
জীবনের একান্ত স্বাদ হয়ে ওঠো।
এসো প্রিয়,
আমার পরমায়ু নিয়ে
তুমি আরো জাগরন হয়ে ওঠো।
তুমি সনগ্র জাহানে
অলৌকিক এক আলো হয়ে ওঠো।
আমার চুম্বনে চুম্বনে
লালে লাল হয়ে ওঠো।
আমার জীবন ও মৃত্যু হয়ে ওঠো।
আমার স্বপ্ন হয়ে ওঠো।
জগতের,
সুন্দর এর সংজ্ঞা হয়ে ওঠো।
আমি তোমাকে ভীষন আপন করে নিয়েছি৷
তুমি সকলের প্রেমের আরাধ্য৷
তবু,
আমার হয়ে ওঠো।
শুধু, আমার হয়ে ওঠো।

আমি সমস্ত অসম্ভব এর
সমাধান
আমি এক মিষ্টি গান।
আমাকে ভেতরে নাও।
আরো ভেতরে…
হৃদয়ের আরো ভেতরে।
চিন চিন করুক
তোমার বুকের বাম দিক।
চরম উত্তেজনায় অধীর আমি৷
রসে চপচপ, সিক্ত আমি।
দুরন্ত দূর্বার সাহসী আমি৷
দস্যু আমি।

নরোম আদরে ভাসুক তোমার গোপন৷
আমার আসমানে

আশ্চর্য্য অদেখা রঙধনু হয়ে ওঠো।

সহজ ও সরল হয়ে ওঠো।
নিশ্চিন্ত বিশ্বাস হয়ে ওঠো।
অন্তরের কোমল স্তরে কাঁপন হয়ে ওঠো।
আহ…উহহহহ হয়ে ওঠো! 
তুমি আমার ইশশশশ…উফফ
হয়ে ওঠো।
তুমি আমার দুষ্ট গোপন প্রনয় হয়ে ওঠো।
আরো কাছে কাছে থাকার বায়না হয়ে ওঠো।
দুচোখের শিহরনে ভরা মিলন হয়ে ওঠো।
অসম্ভব চূড়ান্ত আবেগ হয়ে ওঠো।
বেগবান অশ্বগতি ও
ঘন ঘন বিদ্যুত চমক হয়ে ওঠো।

বসন্তে ফুল ফুটুক।
হৃদয়কে দিও না বাধা৷
তুমি, জগতেই আমার
স্বর্গ হয়ে ওঠো।




কবিতা
এসো প্রিয় আরো কাছে..
কবি
আবদুল্লাহ আল মাসুম।




ঈশ্বর ও প্রেম
আবদুল্লাহ আল মাসুম
.
.
.
বাতাস কখনো যায় না দেখা
পাতা দোলে, এলে, বায়ু!
রুহুর আবাস কোথায় রয়েছে?
কে বা আঁকে পরমায়ু?

হৃদয়ের মাঝে এতো এতো ঢেউ
কি করে জীবন নাড়ে?
জীবনের মোড় কী করে ঘোরায়
প্রনয় ও অভিসারে?

মৃত্যুর দূত কি করে আসে
নিতে এ অচিন পাখি?
বুকের খাঁচাতে পরম যতনে
যাকে শুধু পুষে রাখি?

যায় না তো দেখা, ধুক ধুক ধুক
শুধু আছে অনুভবে-
‘দেখা পৃথিবী’র চেয়েও বড় কি
অদৃশ্যই হবে?

ভালোবাসা, সে তো, যায় না গো দেখা
সে ও অদৃশ্যমান-
কোথা থেকে আসে? অযুত নিযুত
প্রেমের কবিতা, গান?

দৃশ্যের চেয়ে,  না দেখা,তবে কি
আরো বিষ্ময়কর?
অদেখা ছবিতে, তুমি আছো আর
আছে ঐ ঈশ্বর।

বিশ্বাস করি, জগতেই আছে
অদেখা,  অলৌকিক! 
আলোর বাগিচা, একদিন আমি
তোমাকেই পাবো ঠিক! 
.
.
.
.

ঈশ্বর ও প্রেম
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
www.abdullahalmasum.com
বেইলী রোড, ঢাকা, বাংলাদেশ।
১ আগষ্ট,  ২০২৩, রাত ১১.৩৬



বৃত্তবন্দীর মুক্তি
আবদুল্লাহ আল মাসুম
.
.
.

বিন্দু হয়ে রেখেছি তোমাকে
বৃত্তের পরিধিতে! 
আমাকে ঘিরেই রচিত, তবুও
পারি নি তো মিশে যেতে!

সুখ পেতে চেয়ে অবাধ মিলনে
কখনো উঁঠলে কেঁপে-
পরিবর্তিত হতে পারে তা
অভিযোগ, আক্ষেপে!

সুখ আমি তাই, বর্জন করি
শান্তির কথা ভেবে!
কোটি মানুষের ভীড়ে জানি আমি
আমাকেই বেছে নেবে! 

যেহেতু, তোমাতে আমাতে নেই গো
গন্তব্যের দাড়ি-
কী করে কেমনে বাঁধা সব ভেঙে
নিকটে আসতে পারি?

হদয়ের কাছে,  তবুও রেখেছি
শ্রদ্ধা ও সম্মানে..
কামহীন প্রেম, কাঁটা, লতা,ফুলে
গড়ে জীবনের মানে! 

হৃদয়ে হদয়ে হবে সংগম
ভূগোল, সীমানা চূড়ে! 
মহাকাল হবে ধ্বনিত আবেগে
আলোর দূর্গ জুড়ে! 

আমি যে একটি আলোর ফোঁয়ারা
দূর থেকে পাবে আলো –
নিকটে এলেই পুড়ে যাবে তুৃমি
দূরে থাকাটাই ভালো।

ভুলে যেতে পারো,  মনে রেখে আরো
ফেলতেও পারো জল! 
আমি যে তোমার,  শুধুই তোমার! 
চিরদিন, নির্মল! 

আর যদি তুমি,  সব কিছু ভুলে,
নাও ‘শুধু প্রেম’ তুলে –
বিন্দু আমি যে বৃত্তের মাঝে
মিলবোই কৌশলে!
.
.
.
.
কবিতা
বৃত্ত বন্দীর মুক্তি
কবি
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
www.abdullahalmasum.com
২ আগষ্ট,  ২০২৩, রাত ১০ টা।
বেইলী রোড,  ঢাকা, বাংলাদেশ।





যাদের কথায় সন্তান দাও
মাদ্রাসা, ধরাধামে –
তাহাদের ছেলে,মেয়েরা পড়েন
ইংলিশ মিডিয়ামে।

যাহাদের কথা শুনিয়া তোমরা
মৃত্যুর কথা ভাবো-
তাহাদের মন উতলা, ওয়াজ
করিয়া ক’টাকা পাবো?

স্রষ্টার প্রেমে মশগুল না কি
স্বার্থ,ক্ষমতা মোহ?
প্রেম যদি হয়,  হবে তা আসল
থাকবে তাতে দ্রোহ! 

ব্যক্তি স্বার্থে যাহারা করেন
জনগন পরিচালনা –
ভেবে দেখবার ফুসরত আছে,
তারা ভালো না কি, ভালো না?

ফতোয়ার জোড়ে কতো জীবনের
সমাপ্তি নির্দয়-
চোখ মেলো হে,অন্ধ সমাজ
হতে হবে নির্ভয়!

গিলো না কখনো তাহাদের টোপ
তুমি হবে ক্রীতদাস ! 
জগত জুড়িয়া উঁচু করে শির
ছাড়ো খোলা নিঃশ্বাস! 

মানুষ হইয়া জন্ম লয়েছো
সৃষ্টির সেরা জীব! 
কাঠমোল্লার অন্তকরনে..
কেন হবে নির্জীব! 

স্রষ্টার মন পেতে হলে কভু
লাগে না তো মাধ্যম! 
প্রভুর নিকটে, সে যাহা,  জানিয়ো-
তুমি নও মোটে কম! 

তাহাকে প্রনয়ে বাঁধিয়ো হৃদয়ে
রাখিয়ো জীবন ভর-
কখনো হয়ো না অন্য জীবনে
কোনদিন ক্ষতিকর! 

এরপর তুমি যতোটুকু করো
আনন্দ,উল্লাস-
নিতে পারো যতো,  আমোদ আরক!
জীবনের নির্যাশ..

তাতে হবে না কো নরক তোমার
প্রভু এতো ছোট নয়! 
তোমার খুশীতে বেজার হবে!
কেন এতো করো ভয়?

ভয়ের বদলে প্রেমের আদলে
স্রষ্টাকে যদি পাও-
একুল, ও কূল দুকুলই পাবে
জীবন যাবে না ফাও! 

ধর্মপ্রেমের জয়, গাই, করি
উগ্রবাদের নাশ-
সেই ধর্মকে পরিত্যাগ করি
কন্ঠে যা হয় ফাঁস!
.
.
.
.

প্রতিজ্ঞা
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
www.abdullahalmasum.com
৩ আগস্ট,  ২০২৩,  সকাল ১০ টা।
বেইলী রোড,  ঢাকা,  বাংলাদেশ।



কবিতা
উদ্ধত যৌবন
কবি
আবদুলাহ আল মাসুম

তুমি এক
বৃষ্টিনাত ফুটন্ত যৌবনা গোলাপ..
তোমাকে কখনো স্পর্ষ করে না পাপ।

ধীরে ধীরে পাপড়ি মেলো
নৃত্যের মুদ্রায়..
রসের ধারা আপনাতেই
বয়ে বয়ে যায়..

তিরতির কাঁপে নীরবে নিভৃতে
উদ্ধত যৌবন..
অবাক জাদু দিয়ে তুমি
অধিকার করো মন।

চুৃুমুর প্রতাপে গোলাপের দেহে
প্রেম শুধু উথলায়..
শৃঙ্গারে পুড়ে বাৎসায়নের মুখ..
মৃদু দখিনা বায়৷

আগ্নেগিরির জ্বালামুখ খুলে যায়
অগ্নুতপাতে, শরীর অধীর হয়..
সুপ্ত মুখে গুপ্ত হাসি.. অর্গাজমের সুখ..
জেগে ওঠে জীবন হয়ে আরো জ্যোতির্ময়!

আবদুল্লাহ আল মাসুম 🌹
The poet of love
www.abdullahalmasum.com
৩০ জুন,  ২০২৩,  দুপুর ২.১২!


#আমারো_আছে_অন্ধকার
#কবিতা_কবি_আবদুল্লাহ_আল_মাসুম

অন্ধকারও কি হতে পারে না নন্দন?
হতে পারে না বিমূর্তের সুন্দর প্রতীক? নিবিঢ়, উৎকৃষ্ট বন্ধন?
আলোর স্বরনী ধরে নেমে আসে অন্ধকার।
ঢাকে আলোর মুখ নিজের আঁচলে,বারবার! 
অন্ধকার, সে তো,  রচনা করে অনাদির জন্ম ইতিহাস। গুপ্ত গুহার রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেয় শিহরনের পদাবলী! নির্যাশ!  

ওঙ্কার তোলে,  দূর্বার বলাকা হয়ে মায়াবী ইন্দ্রজাল!  মনের গভীরতা খুড়ে ছুয়ে আসে দেহের পূরান মশাল। দিয়ে যায় শান্তির নিদ্রা, অপরিসীম।
সব রঙ মিলে গেলে, হয় এক অন্ধকার,হিম!
অন্ধকার খুলে দেয় এক নতুন জগত।
বাদুড়ের ডানা ঝাপটানো, সুদূরের পানে।
পেঁচাদের শাখায় শাখায় অনঢ় ডাকাডাকি! বোঝা যায় না ঠিক যার মানে! 

  নির্জন পথে,  একাকী গায়েবী ভয়!
অন্ধকার খেয়ে ফেলে সমুদ্র, পাহাড়! বোধ হয়! 
শুধু, কান পেতে শোনা যায় নির্জনতার গান৷ জোনাকিদের লুকোচুরি, টিম টিম, মাছেদের নির্জীব ঘুম! মাঝে মাঝে নড়ে কান৷

প্রেমিকের আলিঙ্গনে প্রেমিকার
ভিজে যাওয়া ছোট ঘাস। আলতো সোহাগে, কিছু চুম৷
মানুষের,বারো আনা তখনো ঘুম! 

দূরের কোনো গাঁয়,  জ্বলন্ত কূপির আলোয়,
পত্র লেখার এখনো আছে চল..
অথবা, প্রবাসে প্রিয়জন, কারো নিষ্ফল অশ্রুজল! 

কবর খুড়ে , চুরি করে কেউ,কঙ্কাল, হাড়গোর-
হয়তো কোনো গাঁয়ের বধুকে,তার স্বামী করছে জোড়! 

ঘুমিয়ে যাওয়া পৃথিবীর চোখে
কোথাও বা আছে জাগরন-
অধীর,  অসীম বিলাপ, দেহকোষে..
এক তোলা বাকি আছে মনের ওজন! 

জীবনের দীর্ঘ পথে কেউ আলোহীন ,
একদম নিঃসীম অন্ধকার! 
সূর্য ওঠে তবু, চোখে আলো নেই
হারাতে হারাতে নেই, আর হারাবার।

স্বর্গীয় আলোতে ভরা আমার শিথান-
তবু,কাঁপে বড়, অন্তরে..রক্তাক্ত পিরান।

প্রিয় থেকে প্রিয়তরো,  হয়ে ছুঁলে 
জীবন আমার..
দেখাই, তাকে মুগ্ধতায়
আমারও আছে অন্ধকার!
.
.
.
কবিতা_ আমারো আছে অন্ধকার
কবি_ আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
www.abdullahalmasum.com
বেইলী রোড, ঢাকা, বাংলাদেশ।
৪ আগষ্ট,  ২.৮ দুপুর।


আধেক হৃদয় দেই নি তোমাকে
কখনো আমায় ভুলো না!
এ মহা জগতে,  কোটি কোটি তারা
তুৃমি তোমারই তুলনা! 


যদি খুলে দেখো হৃদয় আমার
পারবে জানতে সত্যি! 
নিজের জন্য রাখি নি তো আমি
রাখি নি তো এক রত্তি!

তুমি হলে এক নক্ষত্র ও
তুমি যে আমার প্রেরনা! 
তোমাতেই বাঁচি, কালে, মহাকালে
মনের বিন্দু নেড়ো না!


তুমি হলে এক এমন ধ্রুবক
এমন অসীম নন্দন!
তোমার কারনে, অস্বীকার করি
ভিন্ন যে কোনো বন্ধন!

তুমি যে আমার জীবনের দ্বীপ
রইবে জীবন ফুরালে!
তপ্ত বুকের অগ্নি দাহ তো
তুমিই কেবল জুড়ালে! 

ভালোবাসি আমি, ভালোবেসে যাবো
অনন্ত,অনাদি স্বরনে..
মৃত্য হঠাৎ আসবেই, তবু,
ফুরাবে না প্রেম, মরনে!
.
.
.


কবিতা
না ফুরানো প্রেম
কবি
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
www.abdullahalmasum.com
৫ আগষ্ট,  ২০২৩,  রাত ১২.৫৪
বেইলী রোড, ঢাকা, বাংলাদেশ।


সাগরের কাছে এসো..
যেখানে ঢেউয়েরা
তোমার নিকটে আসে..
বালুকা বেলায়
ছোটে পায় পায়,  পাশে..

সাগরের কাছে এসো
অন্ধকারে, শোনো সাগরের গান..
মনের গভীরে ডুবে
মুক্ত করো এ প্রান! 

সাগরের কাছে এসো
এক ঢেউ দিয়ে করো না বিচার
সমুদ্র সেটা নয়..
তুমি তো সাগর আমার প্রনয়ে
কেন তবে এতো ভয়?

সাগরের কাছে এসো
যেখানে সূর্য ওঠে ও অস্ত যায়..
মনের পৃথিবী প্রসারিত করো
ভুলে গিয়ে সব দায়!
তোমার হৃদয়ে পুষ্পিত হবো
এই শুধু অভিপ্রায়! 
.
.
.
.

সাগরের কাছে এসো
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
www.abdullahalmasum.com
৫ আগষ্ট, ২০২৩, সকাল ১০.৫০
বেইলী রোড, ঢাকা, বাংলাদেশ।



এসো, জীবনের দিকে

আসমান  ভরা চন্দ্রিমা আর
মৃত্যুর মতো ঘুম..
শ্রাবন ধারার ঝম ঝম জল
কোমলও কুসুম

মৃত্যু পেরিয়ে যেতে হবে দূর
অসীমের পানে, এসো..
অনেক আলোর মরন হলে
নতুন প্রভাতে হেসো।

বিষে ভরা বান, বিষাদের গান
রবে না তো চিরকাল..
জেগে তুমি পাবে, নতুন প্রভাতে
নতুন আগামিকাল!

আবদুল্লাহ আল মাসুম
The poet of love.


দুচোখের মায়ায় তোমার খেলেছিলো চাঁদ,,
পৃথিবীর সব মিষ্টি পদাবলী! 
হাসির মাঝে ছিলো অসহ্য টান! 
ছুয়েছিলে বলে, ধন্য হলো কিছু ফুলের জীবন! 

বৃষ্টিস্নাত বিকেলে মনের দুয়ারে তোমাকে স্বাগতম..
আলিঙ্গনে বেঁধো না আমায়
দিও না,  জীবন সমান আয়ুষ্কালের
নিদাঘ চুম্বন।

তুমি যখন বৃদ্ধা হবে,
করবো দুজনে, 
খুনসুটি কিছু, অনেক কথার
ফুলঝুরি আয়োজন।

তোমার চোখের তারায়
অমূল্য দুটি নক্ষত্র,
আমাকে জানিয়েছিলো
তোমার জীবনে,  মধুর নিমন্ত্রন! 


রক্ত কনিকায় বেজে ওঠা মিষ্টি সঙ্গীতে, হৃদয়ের প্রবল আয়োজন!
আবারো বৃষ্টি হবে,
হবে মনের উঠোন জুড়ে,
পত্র পল্লবে, তৃণ লতায়
তোমার নামের গায়েবী ধ্বনিতে
চলবে সন্তরন! 


যে তারাটি ডুবে গেলো রাতের তিমিরে,
তাকে মনে রেখো, 
স্বপ্নের মিষ্টতায়,
আশা আর প্রেরনার গভীরতায়
অনন্তের নিরিখে বাজবে যার
তাল, লয়,  সুর নিদারুন! 


চোখ পেলে আলো, লেগে গেলে দুটি মন জোড়া..
সকল বাঁধা ভেঙে
উঠে এসো ভালোবাসার উঁচু মিনারে..
যেখানে তোমার আসল মথুরা
সাজায় কুঞ্জবন! 

মানুষ ও কবিকে ডিঙিয়ে আমি
প্রেমিক হতেই পারি..
তুমি হয়ে ওঠো,  অশ্রু বিয়োগে
আমার প্রিয় সে নারী।
.
.
.
কবিতা
আমার প্রিয় সে নারী
কবি
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
www.abdullahalmasum.com
বেইলী রোড, ঢাকা, বাংলাদেশ।
৭ আগষ্ট, ২০২৩,  দুপর ১.৫২।

কবিতা ১৫
আমার আঙিনায় রঙিন একটি ফুল হয়ে ফোটো।
আমার অনুপ্রেরনা হয়ে ওঠো।
আমার হৃদয়ে চরম উত্তাপ হয়ে ওঠো।
আমার কোলে শান্তির ঘুম হয়ে ওঠো।
তোমার পিঠে আমার সোহাগী আঙুল খেলুক। আরো বেশী ভালোবাসা হয়ে ওঠো….

অনেকের চোখে আরো সম্মান হয়ে ওঠো।।আরো গৌরব হয়ে ওঠো।
একটি তিররতিরি ফড়িং এর মতো দুষ্টু ইচ্ছে হয়ে ওঠো।
ক্লিওপেট্রায় অর্গাজমের চরম সুখ হয়ে ওঠো।
হ্দয়ে রিনিঝিনি বৃষ্টি ও ঝরোনা হয়ে ওঠো।
আমার কালজয়ী প্রেমের একটি
অমর কবিতা হয়ে ওঠো।
জগতে ও পরজগতে আমার চিরসঙ্গী হয়ে ওঠো।
আমার হৃদয়ে সংযুক্ত হও,
বল্লমে গাঁথা একটি
বড় মাছের মতো।
আমার তনু মনে
চিরকল্যান ও এক হয়ে ওঠো।

কথা ও সুর যেভাবে হৃদয়ে
গানের লহরী হয়,
তেমনি একটি মধুর অনুরনন হয়ে ওঠো।

এসো, প্রিয়
সূর্য্য হয়ে ফোটো।
এসো প্রিয়,
ফুলের মতো ফোটো।
এসো প্রিয়
জীবনের একান্ত স্বাদ হয়ে ওঠো।
এসো প্রিয়,
আমার পরমায়ু নিয়ে
তুমি আরো জাগরন হয়ে ওঠো।
তুমি সনগ্র জাহানে
অলৌকিক এক আলো হয়ে ওঠো।
আমার চুম্বনে চুম্বনে
লালে লাল হয়ে ওঠো।
আমার জীবন ও মৃত্যু হয়ে ওঠো।
আমার স্বপ্ন হয়ে ওঠো।
জগতের,
সুন্দর এর সংজ্ঞা হয়ে ওঠো।
আমি তোমাকে ভীষন আপন করে নিয়েছি৷
তুমি সকলের প্রেমের আরাধ্য৷
তবু,
আমার হয়ে ওঠো।
শুধু, আমার হয়ে ওঠো।

আমি সমস্ত অসম্ভব এর
সমাধান
আমি এক মিষ্টি গান।
আমাকে ভেতরে নাও।
আরো ভেতরে…
হৃদয়ের আরো ভেতরে।
চিন চিন করুক
তোমার বুকের বাম দিক।
চরম উত্তেজনায় অধীর আমি৷
রসে চপচপ, সিক্ত আমি।
দুরন্ত দূর্বার সাহসী আমি৷
দস্যু আমি।

নরোম আদরে ভাসুক তোমার গোপন৷
আমার আসমানে

আশ্চর্য্য অদেখা রঙধনু হয়ে ওঠো।

সহজ ও সরল হয়ে ওঠো।
নিশ্চিন্ত বিশ্বাস হয়ে ওঠো।
অন্তরের কোমল স্তরে কাঁপন হয়ে ওঠো।
আহ…উহহহহ হয়ে ওঠো! 
তুমি আমার ইশশশশ…উফফ
হয়ে ওঠো।
তুমি আমার দুষ্ট গোপন প্রনয় হয়ে ওঠো।
আরো কাছে কাছে থাকার বায়না হয়ে ওঠো।
দুচোখের শিহরনে ভরা মিলন হয়ে ওঠো।
অসম্ভব চূড়ান্ত আবেগ হয়ে ওঠো।
বেগবান অশ্বগতি ও
ঘন ঘন বিদ্যুত চমক হয়ে ওঠো।

বসন্তে ফুল ফুটুক।
হৃদয়কে দিও না বাধা৷
তুমি, জগতেই আমার
স্বর্গ হয়ে ওঠো।




কবিতা
এসো প্রিয় আরো কাছে..
কবি
আবদুল্লাহ আল মাসুম।




ঈশ্বর ও প্রেম
আবদুল্লাহ আল মাসুম
.
.
.
বাতাস কখনো যায় না দেখা
পাতা দোলে, এলে, বায়ু!
রুহুর আবাস কোথায় রয়েছে?
কে বা আঁকে পরমায়ু?

হৃদয়ের মাঝে এতো এতো ঢেউ
কি করে জীবন নাড়ে?
জীবনের মোড় কী করে ঘোরায়
প্রনয় ও অভিসারে?

মৃত্যুর দূত কি করে আসে
নিতে এ অচিন পাখি?
বুকের খাঁচাতে পরম যতনে
যাকে শুধু পুষে রাখি?

যায় না তো দেখা, ধুক ধুক ধুক
শুধু আছে অনুভবে-
‘দেখা পৃথিবী’র চেয়েও বড় কি
অদৃশ্যই হবে?

ভালোবাসা, সে তো, যায় না গো দেখা
সে ও অদৃশ্যমান-
কোথা থেকে আসে? অযুত নিযুত
প্রেমের কবিতা, গান?

দৃশ্যের চেয়ে,  না দেখা,তবে কি
আরো বিষ্ময়কর?
অদেখা ছবিতে, তুমি আছো আর
আছে ঐ ঈশ্বর।

বিশ্বাস করি, জগতেই আছে
অদেখা,  অলৌকিক! 
আলোর বাগিচা, একদিন আমি
তোমাকেই পাবো ঠিক! 
.
.
.
.

ঈশ্বর ও প্রেম
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
www.abdullahalmasum.com
বেইলী রোড, ঢাকা, বাংলাদেশ।
১ আগষ্ট,  ২০২৩, রাত ১১.৩৬



বৃত্তবন্দীর মুক্তি
আবদুল্লাহ আল মাসুম
.
.
.

বিন্দু হয়ে রেখেছি তোমাকে
বৃত্তের পরিধিতে! 
আমাকে ঘিরেই রচিত, তবুও
পারি নি তো মিশে যেতে!

সুখ পেতে চেয়ে অবাধ মিলনে
কখনো উঁঠলে কেঁপে-
পরিবর্তিত হতে পারে তা
অভিযোগ, আক্ষেপে!

সুখ আমি তাই, বর্জন করি
শান্তির কথা ভেবে!
কোটি মানুষের ভীড়ে জানি আমি
আমাকেই বেছে নেবে! 

যেহেতু, তোমাতে আমাতে নেই গো
গন্তব্যের দাড়ি-
কী করে কেমনে বাঁধা সব ভেঙে
নিকটে আসতে পারি?

হদয়ের কাছে,  তবুও রেখেছি
শ্রদ্ধা ও সম্মানে..
কামহীন প্রেম, কাঁটা, লতা,ফুলে
গড়ে জীবনের মানে! 

হৃদয়ে হদয়ে হবে সংগম
ভূগোল, সীমানা চূড়ে! 
মহাকাল হবে ধ্বনিত আবেগে
আলোর দূর্গ জুড়ে! 

আমি যে একটি আলোর ফোঁয়ারা
দূর থেকে পাবে আলো –
নিকটে এলেই পুড়ে যাবে তুৃমি
দূরে থাকাটাই ভালো।

ভুলে যেতে পারো,  মনে রেখে আরো
ফেলতেও পারো জল! 
আমি যে তোমার,  শুধুই তোমার! 
চিরদিন, নির্মল! 

আর যদি তুমি,  সব কিছু ভুলে,
নাও ‘শুধু প্রেম’ তুলে –
বিন্দু আমি যে বৃত্তের মাঝে
মিলবোই কৌশলে!
.
.
.
.
কবিতা
বৃত্ত বন্দীর মুক্তি
কবি
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
www.abdullahalmasum.com
২ আগষ্ট,  ২০২৩, রাত ১০ টা।
বেইলী রোড,  ঢাকা, বাংলাদেশ।





যাদের কথায় সন্তান দাও
মাদ্রাসা, ধরাধামে –
তাহাদের ছেলে,মেয়েরা পড়েন
ইংলিশ মিডিয়ামে।

যাহাদের কথা শুনিয়া তোমরা
মৃত্যুর কথা ভাবো-
তাহাদের মন উতলা, ওয়াজ
করিয়া ক’টাকা পাবো?

স্রষ্টার প্রেমে মশগুল না কি
স্বার্থ,ক্ষমতা মোহ?
প্রেম যদি হয়,  হবে তা আসল
থাকবে তাতে দ্রোহ! 

ব্যক্তি স্বার্থে যাহারা করেন
জনগন পরিচালনা –
ভেবে দেখবার ফুসরত আছে,
তারা ভালো না কি, ভালো না?

ফতোয়ার জোড়ে কতো জীবনের
সমাপ্তি নির্দয়-
চোখ মেলো হে,অন্ধ সমাজ
হতে হবে নির্ভয়!

গিলো না কখনো তাহাদের টোপ
তুমি হবে ক্রীতদাস ! 
জগত জুড়িয়া উঁচু করে শির
ছাড়ো খোলা নিঃশ্বাস! 

মানুষ হইয়া জন্ম লয়েছো
সৃষ্টির সেরা জীব! 
কাঠমোল্লার অন্তকরনে..
কেন হবে নির্জীব! 

স্রষ্টার মন পেতে হলে কভু
লাগে না তো মাধ্যম! 
প্রভুর নিকটে, সে যাহা,  জানিয়ো-
তুমি নও মোটে কম! 

তাহাকে প্রনয়ে বাঁধিয়ো হৃদয়ে
রাখিয়ো জীবন ভর-
কখনো হয়ো না অন্য জীবনে
কোনদিন ক্ষতিকর! 

এরপর তুমি যতোটুকু করো
আনন্দ,উল্লাস-
নিতে পারো যতো,  আমোদ আরক!
জীবনের নির্যাশ..

তাতে হবে না কো নরক তোমার
প্রভু এতো ছোট নয়! 
তোমার খুশীতে বেজার হবে!
কেন এতো করো ভয়?

ভয়ের বদলে প্রেমের আদলে
স্রষ্টাকে যদি পাও-
একুল, ও কূল দুকুলই পাবে
জীবন যাবে না ফাও! 

ধর্মপ্রেমের জয়, গাই, করি
উগ্রবাদের নাশ-
সেই ধর্মকে পরিত্যাগ করি
কন্ঠে যা হয় ফাঁস!
.
.
.
.

প্রতিজ্ঞা
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
www.abdullahalmasum.com
৩ আগস্ট,  ২০২৩,  সকাল ১০ টা।
বেইলী রোড,  ঢাকা,  বাংলাদেশ।



কবিতা
উদ্ধত যৌবন
কবি
আবদুলাহ আল মাসুম

তুমি এক
বৃষ্টিনাত ফুটন্ত যৌবনা গোলাপ..
তোমাকে কখনো স্পর্ষ করে না পাপ।

ধীরে ধীরে পাপড়ি মেলো
নৃত্যের মুদ্রায়..
রসের ধারা আপনাতেই
বয়ে বয়ে যায়..

তিরতির কাঁপে নীরবে নিভৃতে
উদ্ধত যৌবন..
অবাক জাদু দিয়ে তুমি
অধিকার করো মন।

চুৃুমুর প্রতাপে গোলাপের দেহে
প্রেম শুধু উথলায়..
শৃঙ্গারে পুড়ে বাৎসায়নের মুখ..
মৃদু দখিনা বায়৷

আগ্নেগিরির জ্বালামুখ খুলে যায়
অগ্নুতপাতে, শরীর অধীর হয়..
সুপ্ত মুখে গুপ্ত হাসি.. অর্গাজমের সুখ..
জেগে ওঠে জীবন হয়ে আরো জ্যোতির্ময়!

আবদুল্লাহ আল মাসুম 🌹
The poet of love
www.abdullahalmasum.com
৩০ জুন,  ২০২৩,  দুপুর ২.১২!


#আমারো_আছে_অন্ধকার
#কবিতা_কবি_আবদুল্লাহ_আল_মাসুম

অন্ধকারও কি হতে পারে না নন্দন?
হতে পারে না বিমূর্তের সুন্দর প্রতীক? নিবিঢ়, উৎকৃষ্ট বন্ধন?
আলোর স্বরনী ধরে নেমে আসে অন্ধকার।
ঢাকে আলোর মুখ নিজের আঁচলে,বারবার! 
অন্ধকার, সে তো,  রচনা করে অনাদির জন্ম ইতিহাস। গুপ্ত গুহার রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেয় শিহরনের পদাবলী! নির্যাশ!  

ওঙ্কার তোলে,  দূর্বার বলাকা হয়ে মায়াবী ইন্দ্রজাল!  মনের গভীরতা খুড়ে ছুয়ে আসে দেহের পূরান মশাল। দিয়ে যায় শান্তির নিদ্রা, অপরিসীম।
সব রঙ মিলে গেলে, হয় এক অন্ধকার,হিম!
অন্ধকার খুলে দেয় এক নতুন জগত।
বাদুড়ের ডানা ঝাপটানো, সুদূরের পানে।
পেঁচাদের শাখায় শাখায় অনঢ় ডাকাডাকি! বোঝা যায় না ঠিক যার মানে! 

  নির্জন পথে,  একাকী গায়েবী ভয়!
অন্ধকার খেয়ে ফেলে সমুদ্র, পাহাড়! বোধ হয়! 
শুধু, কান পেতে শোনা যায় নির্জনতার গান৷ জোনাকিদের লুকোচুরি, টিম টিম, মাছেদের নির্জীব ঘুম! মাঝে মাঝে নড়ে কান৷

প্রেমিকের আলিঙ্গনে প্রেমিকার
ভিজে যাওয়া ছোট ঘাস। আলতো সোহাগে, কিছু চুম৷
মানুষের,বারো আনা তখনো ঘুম! 

দূরের কোনো গাঁয়,  জ্বলন্ত কূপির আলোয়,
পত্র লেখার এখনো আছে চল..
অথবা, প্রবাসে প্রিয়জন, কারো নিষ্ফল অশ্রুজল! 

কবর খুড়ে , চুরি করে কেউ,কঙ্কাল, হাড়গোর-
হয়তো কোনো গাঁয়ের বধুকে,তার স্বামী করছে জোড়! 

ঘুমিয়ে যাওয়া পৃথিবীর চোখে
কোথাও বা আছে জাগরন-
অধীর,  অসীম বিলাপ, দেহকোষে..
এক তোলা বাকি আছে মনের ওজন! 

জীবনের দীর্ঘ পথে কেউ আলোহীন ,
একদম নিঃসীম অন্ধকার! 
সূর্য ওঠে তবু, চোখে আলো নেই
হারাতে হারাতে নেই, আর হারাবার।

স্বর্গীয় আলোতে ভরা আমার শিথান-
তবু,কাঁপে বড়, অন্তরে..রক্তাক্ত পিরান।

প্রিয় থেকে প্রিয়তরো,  হয়ে ছুঁলে 
জীবন আমার..
দেখাই, তাকে মুগ্ধতায়
আমারও আছে অন্ধকার!
.
.
.
কবিতা_ আমারো আছে অন্ধকার
কবি_ আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
www.abdullahalmasum.com
বেইলী রোড, ঢাকা, বাংলাদেশ।
৪ আগষ্ট,  ২.৮ দুপুর।


আধেক হৃদয় দেই নি তোমাকে
কখনো আমায় ভুলো না!
এ মহা জগতে,  কোটি কোটি তারা
তুৃমি তোমারই তুলনা! 


যদি খুলে দেখো হৃদয় আমার
পারবে জানতে সত্যি! 
নিজের জন্য রাখি নি তো আমি
রাখি নি তো এক রত্তি!

তুমি হলে এক নক্ষত্র ও
তুমি যে আমার প্রেরনা! 
তোমাতেই বাঁচি, কালে, মহাকালে
মনের বিন্দু নেড়ো না!


তুমি হলে এক এমন ধ্রুবক
এমন অসীম নন্দন!
তোমার কারনে, অস্বীকার করি
ভিন্ন যে কোনো বন্ধন!

তুমি যে আমার জীবনের দ্বীপ
রইবে জীবন ফুরালে!
তপ্ত বুকের অগ্নি দাহ তো
তুমিই কেবল জুড়ালে! 

ভালোবাসি আমি, ভালোবেসে যাবো
অনন্ত,অনাদি স্বরনে..
মৃত্য হঠাৎ আসবেই, তবু,
ফুরাবে না প্রেম, মরনে!
.
.
.


কবিতা
না ফুরানো প্রেম
কবি
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
www.abdullahalmasum.com
৫ আগষ্ট,  ২০২৩,  রাত ১২.৫৪
বেইলী রোড, ঢাকা, বাংলাদেশ।


সাগরের কাছে এসো..
যেখানে ঢেউয়েরা
তোমার নিকটে আসে..
বালুকা বেলায়
ছোটে পায় পায়,  পাশে..

সাগরের কাছে এসো
অন্ধকারে, শোনো সাগরের গান..
মনের গভীরে ডুবে
মুক্ত করো এ প্রান! 

সাগরের কাছে এসো
এক ঢেউ দিয়ে করো না বিচার
সমুদ্র সেটা নয়..
তুমি তো সাগর আমার প্রনয়ে
কেন তবে এতো ভয়?

সাগরের কাছে এসো
যেখানে সূর্য ওঠে ও অস্ত যায়..
মনের পৃথিবী প্রসারিত করো
ভুলে গিয়ে সব দায়!
তোমার হৃদয়ে পুষ্পিত হবো
এই শুধু অভিপ্রায়! 
.
.
.
.

সাগরের কাছে এসো
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
www.abdullahalmasum.com
৫ আগষ্ট, ২০২৩, সকাল ১০.৫০
বেইলী রোড, ঢাকা, বাংলাদেশ।



এসো, জীবনের দিকে

আসমান  ভরা চন্দ্রিমা আর
মৃত্যুর মতো ঘুম..
শ্রাবন ধারার ঝম ঝম জল
কোমলও কুসুম

মৃত্যু পেরিয়ে যেতে হবে দূর
অসীমের পানে, এসো..
অনেক আলোর মরন হলে
নতুন প্রভাতে হেসো।

বিষে ভরা বান, বিষাদের গান
রবে না তো চিরকাল..
জেগে তুমি পাবে, নতুন প্রভাতে
নতুন আগামিকাল!

আবদুল্লাহ আল মাসুম
The poet of love.


দুচোখের মায়ায় তোমার খেলেছিলো চাঁদ,,
পৃথিবীর সব মিষ্টি পদাবলী! 
হাসির মাঝে ছিলো অসহ্য টান! 
ছুয়েছিলে বলে, ধন্য হলো কিছু ফুলের জীবন! 

বৃষ্টিস্নাত বিকেলে মনের দুয়ারে তোমাকে স্বাগতম..
আলিঙ্গনে বেঁধো না আমায়
দিও না,  জীবন সমান আয়ুষ্কালের
নিদাঘ চুম্বন।

তুমি যখন বৃদ্ধা হবে,
করবো দুজনে, 
খুনসুটি কিছু, অনেক কথার
ফুলঝুরি আয়োজন।

তোমার চোখের তারায়
অমূল্য দুটি নক্ষত্র,
আমাকে জানিয়েছিলো
তোমার জীবনে,  মধুর নিমন্ত্রন! 


রক্ত কনিকায় বেজে ওঠা মিষ্টি সঙ্গীতে, হৃদয়ের প্রবল আয়োজন!
আবারো বৃষ্টি হবে,
হবে মনের উঠোন জুড়ে,
পত্র পল্লবে, তৃণ লতায়
তোমার নামের গায়েবী ধ্বনিতে
চলবে সন্তরন! 


যে তারাটি ডুবে গেলো রাতের তিমিরে,
তাকে মনে রেখো, 
স্বপ্নের মিষ্টতায়,
আশা আর প্রেরনার গভীরতায়
অনন্তের নিরিখে বাজবে যার
তাল, লয়,  সুর নিদারুন! 


চোখ পেলে আলো, লেগে গেলে দুটি মন জোড়া..
সকল বাঁধা ভেঙে
উঠে এসো ভালোবাসার উঁচু মিনারে..
যেখানে তোমার আসল মথুরা
সাজায় কুঞ্জবন! 

মানুষ ও কবিকে ডিঙিয়ে আমি
প্রেমিক হতেই পারি..
তুমি হয়ে ওঠো,  অশ্রু বিয়োগে
আমার প্রিয় সে নারী।
.
.
.
কবিতা
আমার প্রিয় সে নারী
কবি
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
www.abdullahalmasum.com
বেইলী রোড, ঢাকা, বাংলাদেশ।
৭ আগষ্ট, ২০২৩,  দুপর ১.৫২।

This Post Has 0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top