কবিতা: (১৩) ছোট ছোট মিষ্টি শব্দের গাঁথুনি !
ছোট ছোট মিষ্টি শব্দের গাঁথুনি!
নিষ্পাপ আবেগের রোমন্থন!
অন্তরের সুর দিয়ে অন্তরের বীনায় মৃদু টংকার।
কবিতার ভাষায়, দূরত্ব আর আড়াল ভেঙে
হৃদয়ের জাতিসংঘে, প্রথম অধিবেশন।
ভালোবাসার তরঙ্গ ছড়িয়ে হৃদয় জয়ের মোক্ষম
বার্তা প্রেরন৷
ঝিরি ঝিরি বৃষ্টির মতো,
পাতার গায়ে একটুকু কাঁপন..
গানের সুরে, কবিতার শরীরে
নিষ্পাপ হৃদয়কে বিলানো শিহরন..
তোমার সুখ, দুখ, স্বপ্ন, আকাঙ্খা যেনো
আমার জীবন!
তোমার শব্দের ইমারতে আমি এক জানলার মতোন।
অনেকের মুখে চাঁদ ফুটিয়ে,
ঠোঁটের কোনায় ঢেউয়ের সন্তরন..
হৃদয় ছোঁবার কালো জাদু,
কেন এতো শক্তিশালী, জানি না, কি কারন!
শতাব্দী ধরে, শব্দের ভেতর দিয়ে কে তুমি
ছুটছো হয়ে রকেট লাঞ্চার..
বিদীর্ন করতে, দেহের প্রকরন!
প্রয়োজন নয় শুধু, হয়ে গেছো এক প্রিয়জন৷
ফুলের মতো চিন্তার সুবাস ছড়িয়ে
সুন্দরকে অতিক্রম করে, নন্দনে উত্তরন৷
অমরত্বের স্বর্গীয় সূধা করবে পান,
মহাকালে, রচিত হবে অবাক বন্ধন!
কল্যানে, নিবিষ্ট করো তোমার মন৷
ভালোবাসা পেতে পারো!
অভিনন্দন৷
Dedicated to all magical poet, lyricist,rhyme writer of world.
আবদুল্লাহ আল মাসুম
জগতের অদ্বিতীয় ব্যক্তিত্ব
extreme unique creative roll model on earth.
www.abdullahalmasum.com
Mesage_
কবিতাটি এই পোষ্টের কমেন্ট বক্সে আপনার কোনো প্রিয় কবি, ছড়াকার,গীতিকার বা লেখককে ট্যাগ করে দিন, হয়তো এটি তার জন্য আপনার মনের কথা ও অভিব্যক্তি! পুরো লেখাটি copy করে মূল কবির নাম সহ আপনার Time line এ পোষ্ট করেও বিশেষ পছন্দের কবিকে হ্যাশট্যাগ, ট্যাগ করতে পারেন৷ অনুৃমতি দেয়া হলো, তবে, রচয়িতা হিসেবে আমার নাম লেখা থেকে বাদ দিলে, তা হবে চুরি আর যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।। ধন্যবাদ৷
Translation by abdullah al masum.
Construction of some sweet words,
Storm of innocent emotions,
Touching the string of heart, with another heart’s tune… .
By crossing distance, in the shape of poetry. first conference in the united nation of heart!
By radiating love. Sending great message to
All to win heart, with wave of love…
As if, Leaves get life by little rain..
By music and poetry, Giving finches to innocent hearts..
Your happiness, sadness, dream & hope is seen like my life!
I am like a window in your big Building.
When you paint moon on many face,
Those are like wave….
Like a black magic, which is so powerful
,don’t know what’s reason!
In body of words who are you traveling century.. To toch the body parts..like a rocket lancher.. To inject something!
You are not only a need but a soul matter!
By spreading smell like flower
You are a art by crossing the sense of beauty..
You will get the juice of immortality and
Will stay together!
Give attention on wellbeing of human..
You deserve love..
Congratulation!
আবদুল্লাহ আল মাসুম
জগতের অদ্বিতীয় ব্যক্তিত্ব
extreme unique creative roll model on earth.
www.abdullahalmasum.com
Congratulation from a reader
Poet _ Abdullah al masum.
Mesage_
কবিতাটি এই পোষ্টের কমেন্ট বক্সে আপনার কোনো প্রিয় কবি, ছড়াকার,গীতিকার বা লেখককে ট্যাগ করে দিন, হয়তো এটি তার জন্য আপনার মনের কথা ও অভিব্যক্তি!
You can tag this poetry to a poet, rhyme writer, lyricist whom you like most!
নিস্তব্ধ হয়ে গেছি, জেনে
তোমার দূর্বল বিশ্বাস!
তোমাকে আমি গেছি ভুলে..?
ভুলে গেছি নিতে যেমন নিঃশ্বাস..
ভুলে গেছে আমাকে আমার ছায়া..
বৃক্ষরা ভুলে গেছে নদীর মায়া!
যেমন ভুলেছে পাল, হাওয়ার চোষন!
আমি, তেমনই ভুলি, তোমাকে,ও মন!
ভুলেছি তোমাকে আমি, ভুলতেই হয়..
নীরবেও ধ্যান! কি? ভালোবাসা নয়?
ভুলেছি তোমাকে আমি, সত্যি পারি!
যেখানেই, থাকো তুমি, আমার নারী৷
জগতের শেষ মাথা! স্বর্গ শুরু..
যেখানে তুমি আমি, উড়ু উড়ু..
ভুলে যাই ভুলে যেতে শুধু গো তোমায়..
এই কথা লেখা নেই কোনো কবিতায় ।
ভুলে যেতে তোমাকে, যদি পারতাম..
হয়তো মরে গিয়ে বাঁচিয়া যেতাম।
কবিতা_
ভুলে গেছো?
কবি
আবদুল্লাহ আল মাসুম
The poet of love.
www.abdullahalmasum.com