skip to Main Content
কবিতা: (১১) পুরোনো প্রেমিকের মৃত সংসার

কবিতা: (১১) পুরোনো প্রেমিকের মৃত সংসার

তোমার ক্লান্ত, বিমর্ষ মুখ দেখি আজকাল..
ধূলো আর পলেস্তারায় ভরে থাকা এক জীবন দেখি, 
আগের মতো কই, তুমি তো
উচ্ছাসে ঝরে পরো না..
বেলা অবেলায় তোমাকে ছুঁয়ে
বসে থাকি আমি..
কই? তুমি তো নিষ্প্রভ, শীতল! 
একবারও তোমার দুচোখের মনি
আনন্দে নেচে ওঠে না!

একটা সময় ছিলো, 
আমার চুমুতে,
তোমার দেহে খেলতো শিহরনে
হাজার ভোল্টের বিদ্যুত! 
কই?  এখন তুমি তো
সংগম ক্লান্ত এক যুদ্ধ সৈনিক! 

মাত্র তো কটি বছর, 
কেটে গেছে আমাদের সংসারে!
ছোট ছোট ভুলগুলো বড় হয়ে দেখা দেয় তোমার দুচোখে! 
রুটি করতে গিয়ে হাতে ছ্যাকা খেলে, তোমার হৃদয় আর বিদীর্ণ হয় না!

আমার খুশী, আনন্দ, তোমার
মনে সন্দেহের দানা ছড়ায়..
আমার সাফল্য তোমাকেও করে
ঈর্ষান্বিত!

কই, এমন তো ছিলে না তুমি! 
প্রেমের সেই দূর্বার দিন গুলো
গোলাপ হাতে নীল রোদে
রিক্সায় বেড়াবার দিনগুলো, 
কীভাবে এতো দ্রুত হারিয়ে গেলো! 

আমি তো ছিলাম
তোমার প্রিয়জন,
হৃদয়ের গভীর আয়োজন! 
এখন তো বেঁচে আছে শুধু শরীর! 
হয়ে আছি এক টুকরো প্রয়োজন! 

তোমার চোখে আর দেখি না
মমতার কবিতা!
পাল্টে গেছে আটপৌরে ভাষা! 
কোথায় যেনো কেটে গেছে
ভালোবাসার সুর! 
যেনো এক জীবন্ত ফসিল! 
নির্বিকার, নিরাকার..
প্রথম সংগমে তুমি তো
ছিড়ে নিচ্ছিলে আমার অংঙ্গ! 
লাল লাল চাকা দাগে
ভরে গিয়েছিলো বুকের কাছটায়! 

উত্তাল সমুদ্র তুমি,
নিস্তরঙ্গ ডোবা হয়ে গেলে কেমন করে? 

মনে পড়ে? একবার আমার কেঁটেছিলো সামান্য আঙুল! 
তোমার চোখের কোনে আমি অশ্রু দেখেছিলাম! 

মাছ কুটতে যেয়ে, এভাবে
দরদর করে রক্তপাত হলো
এই তো সেদিন,
তোমার চোখে তো দেখি নি ব্যথার ছাপ! 


আমি কি ফুরিয়ে গেছি, একদমই ফুরিয়ে গেছি, যতটা ফুরালে
থাকে শুধু চির অমানিশা অন্ধকার! 

এখনও তো অচেনা অজানা
প্রেম এসে ফিরে যায়
আমার গোপন জানালায়! 
আমি তোমার জন্য নিজেকে
সঞ্চয় করে রাখি,
আর ফিরি শুধু ভাঙা হৃদয়ের
শরবিদ্ধ পাখি হয়ে! 

এমন তো ছিলে না তুমি? 
তুমি কি অন্ধ হয়ে গেছো? 
না আমি হারিয়ে ফেলেছি আলো?

একই বিছানায় অসীম দূরত্বে
চলে যাচ্ছি দিন দিন…
তোমাকে মনের কাছে কি করে টানবো ফের,
আমার জানা নেই এমন স্বরলিপি। 

ভালোবাসার জন্য বুভুক্ষু মন,
রসালো পূর্নিমায় যুবতী শরীর
তোমাকে চায়, প্রবলভাবে চায়..
তুমি আছো স্পর্শের দূরত্বে
কিন্তু,আবার তুমি কোথায় নাই! 


একা ডাহুকের মতো বিলাপ করে..
করে আমার নিঃসঙ্গ সংসার! 
হারিয়ে যাওয়া পুরোনো প্রেমিক,
আমার হৃদয়ে,
আবার বেঁচে ওঠো তুমুল প্রেমে!
আমার জড়ায়ুতে তোমাকে
প্রচন্ড ঝড়ের মতো চাই। 

কই? তুমি হারাচ্ছো কোথায়? 
মনের কোন ভুল ঠিকানায়? 
ভলোবাসার অবিশ্বাস্য দহনে
অপ্রকাশিত বেদনায়..আমি
তোমাকে চুমুতে চাই! 
কই, তুমি ফিরে কেন আসছো না
ভালোবাসার স্বরনীতে?

আবদুল্লাহ আল মাসুম 🌹
The poet of love
www.abdullahalmasum.com
৩০ জুন,  ২০২৩,  দুপুর ১ টা।



কবিতা
উদ্ধত যৌবন
কবি
আবদুলাহ আল মাসুম

তুমি এক
বৃষ্টিনাত ফুটন্ত যৌবনা গোলাপ..
তোমাকে কখনো স্পর্ষ করে না পাপ।

ধীরে ধীরে পাপড়ি মেলো
নৃত্যের মুদ্রায়..
রসের ধারা আপনাতেই
বয়ে বয়ে যায়..

তিরতির কাঁপে নীরবে নিভৃতে
উদ্ধত যৌবন..
অবাক জাদু দিয়ে তুমি
অধিকার করো মন।

চুৃুমুর প্রতাপে গোলাপের দেহে
প্রেম শুধু উথলায়..
শৃঙ্গারে পুড়ে বাৎসায়নের মুখ..
মৃদু দখিনা বায়৷

আগ্নেগিরির জ্বালামুখ খুলে যায়
অগ্নুতপাতে, শরীর অধীর হয়..
সুপ্ত মুখে গুপ্ত হাসি.. অর্গাজমের সুখ..
জেগে ওঠে জীবন হয়ে আরো জ্যোতির্ময়!

আবদুল্লাহ আল মাসুম 🌹
The poet of love
www.abdullahalmasum.com
৩০ জুন,  ২০২৩,  দুপুর ২.১২!


কবিতা
একটি মেয়ের মন
কবি
আবদুল্লাহ আল মাসুম


কেউ আমাকে নদীর নামে ডাকতো। 
কেউ আমাকে ফুলের নামে ডাকতো৷ 
একটি নারী জন্মে আমি ওদের মতো হতে পারি নি৷ 
তুমি যখন, অন্য এক তরুনীর প্রশংসা করেছিলো,
আমার ভেতরটা জ্বলে গিয়েছিলো৷ 
একদিন তোমার দৃষ্টি অনুস্বরন করে ভীড়ের ভেতর আমি দেখতে পেয়েছিলাম
যুবতী এক তরুনীর মুখ। 
তোমার ওপর আমি চটে গিয়েছিলাম৷  ইচ্ছে করেছিলো কাঁটা চামচ দিয়ে তোমার চোখ দুটো খুলে আনি, 
কিন্তু, আমি কিছুই বলি নি৷ 


আমার মনের  প্রকোষ্ঠে
জমা ছিলো আমারও অতীত গোঁপন প্রনয়,
আমার জঙ্ঘা জুড়ে তুমি
বিস্তার করেছো তোমার পৌরূষ! 
পেয়েছো দেহের যততত্র অধিকার৷
দেহ মনের এতো কাছে এসেও
তুমি আমাকে জানতে পারো নি৷ 
ঢেকে রেখেছি নীরবে গোঁপন৷ 

তোমার আত্মবিশ্বাসী, স্বাবলম্বী
জীবন আমাকে দিয়েছিলো নিরাপত্তার চাঁদর, তবে,
তুমি সাধনা করো নি আমার হৃদয়ের অতল! 

তুমি আমার নিঃসঙ্গতা আর
সংগ্রাম বোঝো নি৷ 
ছোট ছোট অবহেলাগুলো আমাকে মেরে ফেলতো আমার ভেতর৷  তুমি, তোমার মায়ের যতোটা হয়েছিলো, সিকিভাগও হও নি আমার৷ 

অথচ, আমার গভীর ইচ্ছে ছিলো
পাবো একটা গোছানো আলাদা সংসার! 

আমার মনের রাংতা কাগজগুলোকে, রংতুলি গুলোকে তুমি ভয় পেতে, 
অমূলক সন্দেহে মনে দিতে খিল! 
অথচ,  আমি দিবা নিশি তোমারই হয়েছিলাম। 

ক্ষনিক মিলনে তুমি ক্লাম্ত হতে,
অথচ, রাত ভর বৃষ্টিতে
আমি চাইতাম অশেষ বৃষ্টি সংগম৷

না আমার হৃদয়ের ভাষা বুঝেছো, 
না বুঝেছো দেহের পূরান! 
মাঝে মাঝে মনে হয়
এ জীবনে কীই বা পেলাম?

কতো দিন চোখে চোখ রেখে
বলো নি কথা! 
কতো মাস পেরিয়ে গেলো
কোথাও বেড়ানো হলো না দুজনে! 
চার দেয়াল আর বিছানায়
শরবিদ্ধ এক যুবতী পাখি! 

আমার ব্যথাকে তুমি তোমার করে নাও নি..
হয়তো হতে পারি নি
মোটেই আপন! 
নিশ্বাস বন্ধ করে মাঝে মাঝে ভাবি
এভাবেই কি কাটবে সারাটা জীবন?

আমার রান্নায় তুমি
নুন বেশী পাও, 
কখনো দেখি নি গুনের সমাদর! 
প্রশংসায় ভরালে না আমার প্রান! 
করলে না প্রকৃত কদর! 

আমার বাবা মাকে নিয়ে যেদিন কটু কথা বলেছিলে,
বিদীর্ন হয়েছিলো আমার হৃদয়! 
জ্বরে পড়ে একবার ঘুমাতে পারি নি সারা রাত
তোমার নিশ্চিন্ত ঘুমন্ত মুখ
লেগেছিলো নির্দয়! 

ছাড় দিতে দিতে ক্লান্ত আমি
ক্লান্ত এক ঝড়ের পাখির মতো..
না বুঝলে শরীর আমার
না বুঝলে হৃদয়ের ক্ষত! 

বন্ধুদের সাথে হেসে করেছিলাম বাক্যালাপ, 
তোমার ঈর্ষায় ফেটে পড়া
আমি উপভোগ করেছিলাম  আর আমার কোনো এক সাফল্যে
তোমার হীনমন্নতা আমাকে
দুশ্চিন্তায় ঠেলে দিয়েছিলো পাতালের অন্ধকারে।

একদিন তোমার কর্কশ স্বর
একদিন তোমার চপোটাঘাত
আমাকে করেছিলো বিষ্মিত
এ আমি কাকে ভালোবাসলাম? 

একদিন তোমার
কাব্যিক চুল আমাকে
করেছিলো নিকটে আকর্ষন! 
কিন্তু, তোমার মাঝে নেই সঙ্গীত, কবিতা জ্ঞান,নেই চলচিত্রের আবেদন! 

শুধু, টাকায় পেলেছো আমাকে
আমি কি গবাদি? 
ভালোবাসার স্পর্ষ দিলে না হায়
নিরালায় কাঁদি! 



আবদুল্লাহ আল মাসুম 🌹
The poet of love
www.abdullahalmasum.com
১ জুলাই ,  ২০২৩, বিকেল ৪ টা।



কবিতা
খোঁজ
কবি
আবদুল্লাহ আল মাসুম


স্বর্গ ও মর্ত্যে অবাক মিতালি..
লু হাওয়া লুটায় গায়.
দুচোখ বুঝে খুঁজো আমাকে
চন্দ্রমলিকায়! 

আমাকে খুঁজো নোটিফিকাশানে
আর ক্ষুদে বার্তায়..
আমি চলে গেলে আমাকে খুঁজো
সুরে, গানে, কবিতায়! 

আমাকে খুঁজো বিপন্নতা
এলে বিপদ ভারী! 
আমি তোমার নরক সময়ে
নিরাময় হতে পারি৷

আমাকে খুঁজো যখন সবাই
হবে নিরুদ্দেশ –
আমি তোমার শেষ প্রেমেরই
না ফুরানো রেশ! 


আমাকে খুঁজো যৌবনে আর
খু্ঁজো, হয়ে গেলে আশি –
হৃদয়ে খুঁজলে জেনে যাবে তুমি
কতোটা ভালোবাসি! 



আবদুল্লাহ আল মাসুম 🌹
The poet of love
www.abdullahalmasum.com
১ জুলাই ২০২৩,  রাত ৯ টা।





কবিতা
সমানে সমানে প্রেম
কবি
আবদুল্লাহ আল মাসুম


পুরুষের দেহ অতিক্রম করে
আমি মানুষ হয়ে তোমাকে
দিয়েছিলাম প্রেমের অঞ্জলি! 

নারীর দেহ থেকে উপরে উঠে
তুমিও যখন মানুষের মতো ভাববে..

ভালোবাসার ক্ষুধা, হৃদয় ও দেহের ভাষা যখন হবে সমানে সমান..

দুজন মানুষের মাঝে প্রেম হবে। 
হবে, একদম অনন্ত অসীম। 

নারী ও পুরুষের প্রেমে
অনেক সমীকরন! 
অনেক ব্যবধানের ঘোর প্যাচ! 
অনেক টানাপোড়েন, সংকট! 
অনেক চাওয়া পাওয়ার দূরত্ব! 

একজন মানুষ হয়ে অন্য একজন মানুষের প্রয়োজনে দাড়াবো একদম হৃদয়ের কাছে। 
মানুষে মানুষে প্রেম হবে..
একদম সমানে সমান। 



আবদুল্লাহ আল মাসুম 🌹
The poet of love
www.abdullahalmasum.com
৩ জুন,  ২০২৩,  দুপুর ১.৫৪

This Post Has 0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top